নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

নো আওয়ামীলীগ, নো বিএনপি, জামায়াতে ইসলামী জিন্দাবাদ

১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৩৭



বিগত ৫০ বছরেও দেশ ভালো কিছু দেখেনি তাই আমার মনে হয় সময় এসেছে এবার জামায়াতে ইসলামী'কে একবার সুযোগ দেয়ার। ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ভেবেছিলাম পরবর্তী নির্বাচনে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে যে কারণে আমি তাদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টও করেছিলাম। কিন্তু দিন যত যাচ্ছে ততই দেখতে পাচ্ছি আওয়ামীলীগের মত বিএনপির উপরেও মানুষ চরম নাখোশ। বিগত ৫০ বছরেও বড় এই দল দুটি দেশকে দূর্ণীতি ছাড়া আর কিছুই দিতে পারে নি তাই মানুষ এখন বিএনপির উপরেও আস্থা রাখতে পারছে না। অপর দিকে জামাত ধীরে ধীরে সংগঠিত হচ্ছে এবং তাদের পক্ষে জনমত ভারী হচ্ছে। জামাতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকলেও আমি মনে করি জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারা বিএনপির চেয়ে অনেক কম দূর্ণীতি করবে, কারণ জামাত নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই বললেই চলে। তাই দূর্ণীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে জামাতের বিকল্প কিছু নেই। তাছাড়া বর্তমান এই বাংলাদেশের জন্য জামায়াতে ইসলামী'ই হচ্ছে যোগ্যতম একটি দল।

বিবিধ বিষয় গবেষণা করে আমি সিন্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে আমি জামাতে ইসলামিকেই ভোট দিবো, কারণ আমি বিশ্বাস করি যদি আগামী নির্বাচন শতভাগ সহীহ নির্বাচন হয় তাহলে জামায়াতে ইসলামী'ই ক্ষমতায় আসতে যাচ্ছে তাই অহেতুক অন্য দলকে ভোট দিয়ে নিজের মূল্যবান একটি ভোট জলে ফেলে দিয়ে লাভ কি? আর জামাত যদি ক্ষমতায় না আসে তাহলে বুঝতে হবে ওটা সহীহ নির্বাচন হয়নি অবশ্য বিএনপিকে একেবারে ফেলে দেয়া যায় না তাদের উপর মানুষ নাখোশ হলেও এখনো দলটির রয়েছে বিপুল জনপ্রিয়তা আর তাই আগামী নির্বাচনে হতে যাচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই, আর এই লড়াইয়ে আমি জামায়েতের পক্ষেই বাজি ধরবো, সুতরাং নো আওয়ামীলীগ, নো বিএনপি, জামায়াতে ইসলামী জিন্দাবাদ। B-)


মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৪২

সোনাগাজী বলেছেন:



ওদেরকে সমুলে বিনাশ করতে হলে, ওদেরকে ১ বার দেশ চালাতে দেয়ার দরকার।

১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১:০৩

জ্যাক স্মিথ বলেছেন: আমাদের জাতিগত মতভেদ একটু দূর হওয়া দরকার তাই দেখি ক্ষমতায় এসে এরা কি করে, তাহলে হয়তো মানুষের রাজনৈতিক প্রজ্ঞা আরেকটু পাকা পোক্ত হবে। জনগণ যদি জামাতকে চায় তাহলে তারাই ক্ষমতায় আসুক, দেশের অধিকাংশ জনগন যদি দেশকে আফগান বানাতে চায় তাহলে তাই হোক অন্তত মানুষের মধ্যে মতভেদ একটু দুর হউক।

২| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৫০

ভুয়া মফিজ বলেছেন: আপনার যুক্তি ফেলে দেয়ার মতো না, তবে এখন পর্যন্ত যতোটুকু দেখলাম তাতে আমার বাজি থাকবে ''বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন'' এর ব্যানারে যদি কোন রাজনৈতিক দল গড়ে ওঠে, তার উপরে। তবে ইটস টু আর্লী টু সে। এই সরকার আরো বছর পাচেক থাকবে বলেই আমার ধারনা।

১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১:১৩

জ্যাক স্মিথ বলেছেন: আওয়ামীলীগ-বিএনপি-জামাত এই তিন দল মিলে দেশে নতুন কোন শক্তিকে দাঁড়াতে দেয় কি না সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আবার নতুন একটি দলকে দেশের জনগণ কিভাবে গ্রহণ করে তাও দেখার বিষয়। আওয়ামী যুগের অবসানের পর আমার মনে হয় ঘুরে ফিরে আমাদের ভাগ্য বিএনপি-জামাতের হাতেই নিহীত রয়েছে।

হ্যাঁ সবচেয়ে ভালো হয় যদি ছাত্ররা তারুণ্য নির্ভর একটি দল দাঁড় করাতে পারে আজ হোক আর কাল হোক তারা ক্ষমতায় আসবে।

এই সরকার দুই বছরের বেশি ক্ষমতায় থাকলেই অন্য সব রাজনৈতিক দলের গাই গুই শুরু হয়ে যাবে।

৩| ১৯ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:২২

কামাল১৮ বলেছেন: তারা জনগনের চাওয়ার ধার ধারে না।তারা চায় ইসলামী শাসন।এক কথায় খিলাফত।সিন্দাবাদের বুড়ির মতো।গাড়ে উঠলে আর নামবেনা।তখন মরবে লাখে লাখে।পরিবর্তন চাওয়ার লোকই থাকবেনা।তাদেরতো মানুষের দরকার নাই তাদের দরকার ইমানদার মানুষ।পাকিদের দেখেন নাই।তারাইতো পাকি।

১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৬

জ্যাক স্মিথ বলেছেন: বিষয়গুলো পুরোপুরি অনুধাবন করতে হলে তাদের একবার ক্ষমতায় আসতে দিতে হবে, এই দেশের জনগণ বেশিদিন অত্যাচার সহ্য করে না, তারা (জামাত) যদি খারাপ কিছু করে তাহলে জনগণই তাদের ক্ষমতা থেকে নামিয়ে দিবে।

তাছাড়া দেশের বিপুল সংখক জনগণ যদি পাকিস্তানপন্থি হতে চায় তাহলে আমার, আপনার তেমন কিছুই করার নেই।

৪| ১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৭:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার-অশােকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরাে দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন।

১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৬

জ্যাক স্মিথ বলেছেন: আহ!! কি সুন্দর পক্তিামালা, আমার হ্রদয় জুড়িয়ে গেলো। :)

৫| ১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৫১

এক্সম্যান বলেছেন: জামাতীদের সমর্থন আসলেই বাড়তেছে মনে হয়। ৫ আগস্টের পর বড় দুই দলের একদল যেখানে পালাতে আর অন্য দল প্রতিশোধ, দখলে ব্যস্ত ছিল তখন জামাতীরা আহত/নিহত ছাত্রদের পাশে দাড়াচ্ছিল। বিএনপি যখন সমাবেশ করা নিয়ে ব্যাস্ত ছিল তখন জামাতীরা সংখ্যালঘুদের সাপোর্ট দিচ্ছিল। বড় দুই দল যেখানে ৯০ দিনের মাঝে নির্বাচনের দাবী করতেছিল তখন জামাতীরা রাষ্ট্র সংস্কারকে প্রাধান্য দিয়ে যতদিন লাগে সময় নিতে বলেছিল।

চায়ের দোকানের আলোচনাকারীরা জামাতীদের এই সকল কর্মকে পজিটিভলিই নিচ্ছে (এরাই ভোটার)। তবে আমার মন হয় না তারা ৫-৬% এর বেশি ভোট টানতে পারবে। হয়ত ৮-১০ টা আসনও পেতে পারে কিন্তু ক্ষমতা অনেক দুরের পথ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উচিৎ হবে অন্য দলের সৎ, আদর্শবান, অতিতে যাদের দলের চাইতে দেশের প্রতি কমিটমেন্ট ভাল ছিল, কোন দলের সাথে যুক্ত নয় এমন ভাল মানুষদের খুজে খুজে বের করে তাদের সাথে নিয়ে কিছু একটা পরিকল্পনা করা। আমার মনে হয় না দেশের মানুস শত ভাগ তরুনদের উপর দেশ চালানোর দায়িত্ব দিতে চাইবে।

১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২২

জ্যাক স্মিথ বলেছেন: হ্যাঁ জামাত তাদের সাংগঠনিক কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছে, নাহ ৮-১০ টি নয় তারা ১০০ টির বেশি সিট পাবে বলে আমার বিশ্বাস।

নিচের অংশের সাথে পুরোপুরি একমত।

৬| ১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৫৫

নূর আলম হিরণ বলেছেন: জামাত ক্ষমতায় আসলে শিবির কি কি করতে পারে?

১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২৫

জ্যাক স্মিথ বলেছেন: শিবির কি করতে পারে তা দেখার জন্য হলেও তাদের একবার ক্ষমতায় আসাতে দিতে হবে। বাংলাদেশ নামক ট্রেনটি পুরোপুরি কাবুলের পথেই রওনা হয়েছে ট্রেনটিকে কাবুলের পথে দ্রুত চালিয়ে নিতে জামাতের বিকল্প কিছু নেই। জামাতই হচ্ছে এই দেশের জন্য জুতসই একটি রাজনৈতিক দল।

৭| ১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫১

শ্রাবণধারা বলেছেন: জামাত এই সময়টাকে তাদের কাজে লাগাচ্ছে। তার মানে এই নয় যে দেশের মানুষ সব জামাতের সমর্থক হয়ে গেছে এবং ভোটে তাদেরকে জিতিয়ে দেবার জন্য উন্মুখ হয়ে আছে।

এই ছাত্র আন্দোলনটি সাধারন ছাত্রদের আন্দোলন ছিলো, জামাত বা বিএনপির আন্দোলন নয়। আপনার এই পোস্টের আরেকটি অর্থ এভাবে করা যায় যে আপনি এই আন্দোলনে ছাত্র-জনতার বিজয় এবং তাদের আশা-আকাঙ্খা দেখতে পাননি। শুধু আওয়ামী লীগের পরাজয় দেখেছেন। আর সেকারনে ভূত দেখার মত সব জায়গায় আপাতত জামাত শিবির দেখছেন।

মাথার ভিতর থেকে আওয়ামী কুসংস্কার দূর করতে পারলে, জামাত শিবির ছাড়াও আরও অনেক কিছু দেখতে পাবেন।

১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৬

জ্যাক স্মিথ বলেছেন: ছাত্রদের এই আত্নত্যাগকে ছোট করে দেখার কোন সুযোগ নেই, কিন্তু আমি শংকিত তাদের এই অর্জন বেহাত না হয়ে যায়।
ছাত্ররা যদি তারুণ নির্ভর নতুন রাজনৈতি দল গঠন করে তাহলে আমি তাদের সাথে আছি আর যতক্ষন পর্যন্ত তা না হয় ততক্ষণ আমি জামাতের সাথেই আছি কারণ আপাদত আমাদের হাতে অন্য কোন অপশন নেই।

জামাত ভালো কি মন্দ তা বুঝতে হলেও তাদের একবার ক্ষমতায় আসা উচিৎ।

৮| ১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরয়ার ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত এমপি ছিল। ফখরুদ্দিনের সরকার আম্লিগ বিম্পির এমপিদের দুর্নীতির দায়ে আটক করলেও, জামাতের বর্তমান সেক্রেটারি জেনারেল গোলাম পরয়ারের কোন দুর্নীতি পায়নি।

১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪২

জ্যাক স্মিথ বলেছেন: বিষয়টি আমিও শুনেছি, আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিৎ দূর্ণীতি মুক্ত দেশ গড়া আর তা যদি জামাতের হাত ধরে হয় তাহলে সমস্যা কোথায়? পুরোনো ইতিহাস সব ভুলে গিয়ে নতুন কোন দলকে ক্ষমতায় আসতে দেওয়া উচিৎ সরাক্ষণ অতীত নিয়ে পরে থাকলে দেশ এগুবে না। জামাত যদি ক্ষমতা এসে দেশ ভালো না চালাতে পারে তাহলে দেশের জনগণই তাদের ক্ষমতা থেকে নামাবে।

৯| ১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: জামায়াত ক্ষমতায় গেলে আপনার জন্য ইসলামী বিড়ির ব্যবস্থা করবে কি?

১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৯

জ্যাক স্মিথ বলেছেন: আমি হলাল বিয়ারের কথা শুনেছি কিন্তু হালাল বিড়ির কথা কখনোা শুনিনি তবে কেউ যদি হালাল বিড়ি আবিষ্কার করতে পারে তবে তা হবে দারুণ একটি বিজনেস আইডিয়া। আমার কাছে টাকা থাকলে আজই হালাল বিড়ির ফ্যক্ট্ররী খুলতাম।

১০| ১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫১

প্রহররাজা বলেছেন: বিএনপি, জামাত শিবিরের লোকজন না থাকলে পুলিশ আর লীগের সাথে মেধাবী রা ১ সপ্তাহও টিকতে পারতো না। সমন্বয়করা ইউনুস কাকু, মৌলবাদি আর সুশীল দের মিশ্রনে একটা রাজনৈতিক দল গড়বে।

১৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৫

জ্যাক স্মিথ বলেছেন: পুরোনোদের দেখতে দেখতে আমি ক্লান্ত এবার নতুন কিছু চাই আর তা যদি জামাত বা হেফাজত হয় তাহলেও আমার কোন সমস্যা নেই।

সবচেয়ে ভালো হয় সকল রাজনৈতিক দলের মিশ্রণে নতুন একটা দল গঠন করতে পারলে যেখানে যেমন আওয়ামীলীগের লোক থাকবে আবার বিএনপিরও লোক থাকবে, সুশীল থাকবে আবার জামাত-হেফাজতও থাকবে। এভাবে একটা কিছু করতে পারলে খুব একটা মন্দ হবে না।

১১| ১৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৭

খাঁজা বাবা বলেছেন: ১৫১ টি আসনে প্রার্থী দেয়ার সক্ষমতা জামায়াতের নেই।

১৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

জ্যাক স্মিথ বলেছেন: জামাত আর সেই আগের জামাত নেই ভাই, ১৫১ নয় বরং তারা ৩০০ আসনেই পার্থী দিবে

জামায়াত একাই লড়বে ৩০০ আসনে


১২| ১৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



একবার চেষ্টা করে দেখা যায় ।
কিন্তু সমস্যা হচ্ছে জামাত আইনগতভাবে নিষিদ্ধ একটি দল।
নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনও নাই।
কিভাবে তারা নির্বাচন করবে।
সম্ভবত বিএনপির সাথে।

১৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:০৫

জ্যাক স্মিথ বলেছেন: তাদের উপর নিষেধাজ্ঞা তুলে না নেয়া হলে পুরো দেশ অচল করে দেয়া হবে।

১৩| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৪৬

ভানু এলো শহরে বলেছেন: জামাতকে ভোট দেন তার আগে আপনার বোন অথবা মাকে রেপ করায় নিয়েন ওদের দারায়, তারপর যদি ভোট দিতে মন চায় তাহলে আমারেও বলিয়েন আমিও ভোট দিব। দুঃখিত এইরকমভাবে উদাহরন দেয়ার জন্য আসলে নিজের সাথে একই ঘটনা না ঘটলে আমরা সে ধরনের ঘটনাকে ঠিকমত অনুধাবন করতে চাই না বা পারি না সেজন্য এভাবে বলা । যাই হোক ২লাখ মা বোনের ইজ্জত আর ৩০ লাখ শহীদের স্যাক্রিফাইস ব্যাপারটা ভুলে গেলে চলবে কি করে এই অপরাধের জন্য ওরা দুঃখিতও না তাহলে বুঝেন ওরা কি জিনিস । এসব সততা ওদের লোক দেখানো ক্ষমতায় গেলে ওরা কি করবে আপনার ধারনাও নাই যদিও কেয়ামত পর্যন্ত এরা ক্ষমতায় আসতে পারে কি না সন্দেহ আগামী নির্বাচনে ওরা ১০ টা সিট পায় কি না সেটা নিয়ে ডাউট আছে । ইসলাম ওদের কাছে একটা মানুষের ব্রেইন ওয়াশ করার টুলস সেটার প্রমান ওরা এই পূজায়ও আবার দেখাইছে । ইসলামের টেন্ডার ওদের কে দিসে বলতে পারেন? এরপরেও যদি ভোট দিতে চান দিবেন তাতে কারও কিছু যায় আসে না শুধু এটুকুই বলব দেখেন আপনি যা ভাল মনে করেন

৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: দুঃখিত এইরকমভাবে উদাহরন দেয়ার জন্য আসলে নিজের সাথে একই ঘটনা না ঘটলে আমরা সে ধরনের ঘটনাকে ঠিকমত অনুধাবন করতে চাই না - আমি শুনে অত্যন্ত মর্মাহত হলাম যে আপনার পরিবারের সাথে এ ধরণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবী করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.