|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জ্যাক স্মিথ
জ্যাক স্মিথ
	লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।
 
  
 
গ্রামীণফোন: দেশের এক নাম্বার নেটওয়ার্ক, কোটি কোটি যার গ্রাহক সংখ্যা, টেকনাফ থেকে তুলিয়া, বন থেকে জঙ্গলে যার বিস্তৃত নেটওয়ার্ক সেই গ্রামীণফোনের নেটওয়ার্ক থেকেই সামহয়্যারইন ব্লগ ভিজিট করা যায় না, ভিজিট করতে গেলেই লেখা আসে "এই সাইট'টি গ্রামীণফোনে অনুমোদিত নয়"। কিন্তু এর মূল কারণ কি তা আজও আমাদের অজানা। দেশের সিংহভাগ জনগোষ্ঠী যেখানে ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়.... সরি, জিপি নেট দিয়ে ফোন চালায়, তরুণ প্রজন্মের হাতে হাতে আজ মোবাইল ইন্টারনেট, এত বড় এক জনগোষ্ঠীকে বাইরে রেখে কিভাবে এই ব্লগ জনপ্রিয় হয়? ফলাফল তো হাতেনাতেই দেখতে পাচ্ছি- ফেসবুকে যেখানে ছাই-পাশ পোস্ট করলে হাজার হাজার লাইকস, ভিউস, কমেন্টসের বন্যা বয়ে যায় আর এই ব্লগের কোন পোস্ট ১ হাজার ভিউ হইছে তা আজ পর্যন্ত আমি দেখতে পাইনি। চরম ভিজিটর খরায় ভুগছে এই ব্লগ।   
 
এখন কথা হচ্ছে- গ্রামীণফোনের নেটওয়ার্ক থেকে দুনিয়ার এমন কোন আজে বাজে সাইট যেমন: বেটিং সাইট, জুয়ার সাইট, পর্ণ সাইট, পাইরেটেড সফ্টঅয়ারের সাইট, হায় হায় কোম্পানি বা এমএলম সাইট, পিশিং সাইট, ফিশিং সাইট, নানা স্ক্যাম সাইট ইত্যাদি... সাইট নেই যা গ্রামীণফোনের নেটওয়ার্ক থেকে ভিজিট করা যায় না। দুনিয়ার সকল আজে বাজে গার্বেজ সাইট যদি গ্রামীণফোনের নেট থেকে ভিজিট করা যায় তাহলে সামহোয়্যারইন ব্লগ দোষটা করলো কি?  কেন বিনা কারণে সামহোয়্যারইন ব্লগ'কে গ্রামীণফোন ব্লক করে রেখেছে? এই ব্লগের প্রতি তাদের কেন এই বৈষম্য? কে দেবে এর জবাব? 
শুনে থাকি অনেক রথী মহারথীর নাকি এই ব্লগ থেকে উত্থান হয়েছে কিন্তু আজ পর্যন্ত তাদের কেউ'ই গ্রামীণফোন'কে জবাবদিহিতার আওতায় আনতে পারলো না, এরা কি আসলেই রথী মহারথী না শুধু্ই কাগুজে বাঘ? 
আমার কাছে কয়েকটা আইডিয়া আছে গ্রামীণ ফোনকে শায়েস্তা করার জন্য- 
১- আমাদের ব্লগের পুলিশ গাজী সাহেবকে দায়িত্ব দেয়া যেতে পারে গ্রামীণ ফোনকে শায়েস্তা করার জন্য, তিনি যদি গ্রামীণ হেড অফিসে ফোন করে আচ্ছামত কয়েকটা ধমক দিয়ে দেয় তাহলে দেখবেন হরহর করে তারা এই সাইট আনব্লক করে দিবে, তাহলে আমাদের আর ভিজিটর খরায় ভুগতে হবে না।   
 
২: চারিদিকে বইছে বৈষম্য বিরোধী আন্দোলন- যেখানেই বৈষম্য, অন্যায় অবিচার সেখানেই মব জাস্টিস, মব জাস্টিসের মাধ্যমেই সমস্ত দাবী দাওয়া আদায় করে নেওয়ার এখনই তো মোক্ষম সময়, এই সুযোগ হেলায় ফেলানো ঠিক হবে না। মানে আমি বলতে চাচ্ছি গ্রমীণফোনের বিরুদ্ধে "মব জস্টিস" নামক এক অভিযান চালাতে হবে- ১৫/২০ জন ছেলে পেলে নিয়ে গ্রামীণের হেড অফিসে একটু ভাঙচুর অভিযান চালাতে হবে- ইট,পাটখেল ছুড়তে হবে, কয়েকজন কর্মকর্তাকে কিছু উত্তম মাধ্যম মানে- কিল, ঘুষি মারতে হবে.. তাহলেই দেখবেন কেল্লা ফতে, সাথে সাথে এই ব্লগ ওরা আনব্লক করে দিতে বাধ্য। মাইরের উপর কোন ওষুধ আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই   । তবে এখানে কিঞ্চিত সমস্যা রয়েছে আর এই সমস্যা'টা কি তা পাঠকদের জন্য ধাঁধা রাইলো।
 । তবে এখানে কিঞ্চিত সমস্যা রয়েছে আর এই সমস্যা'টা কি তা পাঠকদের জন্য ধাঁধা রাইলো।   
 
৩: এই ব্লগ কর্তৃপক্ষ সরাসরি আনুষ্ঠানিক ভাবে গ্রামীণফোনের কাছে জাবাব চাইতে পারে, ঠিক কি কারণে এই ব্লগ ব্লক করে রাখা হয়েছে, তা জানিয়ে। তারা কি জবাব দেয় তার উপর ভিত্তি করে ব্লগের সবাই মিলে পরবর্তী করণীয় কি তার একটা উপায় বের করতে হবে। 
নোট- এই ব্লগে দুনিয়ার সকল সমস্যার সমাধান করায় হয়, অথচ নিজেরা নিজেদের সমস্যাই সামাধান করতে পারে না।  
 ২৮ টি
    	২৮ টি    	 +২/-০
    	+২/-০  ০৩ রা জুন, ২০২৫  সকাল ১০:৪৪
০৩ রা জুন, ২০২৫  সকাল ১০:৪৪
জ্যাক স্মিথ বলেছেন: এই ব্লগ থেকে কর্তৃপক্ষের তেমন কোন অর্থনৈতিক লাভ হচ্ছে না যে কারণে তারা হয়ত বিষয়টা নিয়ে উদাসীন, অথচ ব্লগে যদি হাজার হাজার ভিজিটির আসতো তাহলে কিন্তু কোন না কোনভাবে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যেতো। তাছাড়া জানা আপু অসুস্থ তাই হয়ত এ দিকে নজড় দিতে পারতেছে না।
২|  ০৩ রা জুন, ২০২৫  ভোর ৬:২০
০৩ রা জুন, ২০২৫  ভোর ৬:২০
এ পথের পথিক বলেছেন: আপনি বৈষম্য দূর করতে চাচ্ছেন নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করে আম্লিককে পরোক্ষভাবে স্পেইস দিলেন ? 
আপত্তি ২ নাম্বার পয়েন্টে ।
  ০৩ রা জুন, ২০২৫  সকাল ১০:৪৮
০৩ রা জুন, ২০২৫  সকাল ১০:৪৮
জ্যাক স্মিথ বলেছেন: আগামী অন্তত ১৫ বছরের আগে আওয়ামীলীগের নাম নিয়ে লাভ নেই, আওয়ামীলীগ এখন ডেড হর্স। বৈষম্যবিরোধী লোকজন দিয়ে কত মানুষ কতকিছু আদায় নিচ্ছে মব জাস্টিসের মাধ্যমে তাহলে এই ব্লগ কেন তাদের যৌক্তিক দাবী আদায় করতে পারবে না?
৩|  ০৩ রা জুন, ২০২৫  সকাল ৯:২০
০৩ রা জুন, ২০২৫  সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: আমার তো গ্রামীন সিম। 
সিম দিয়ে আমি প্রায়ই সামু চালাই। কোনো সমস্যা তো হয় নাই।
  ০৩ রা জুন, ২০২৫  সকাল ১০:৫০
০৩ রা জুন, ২০২৫  সকাল ১০:৫০
জ্যাক স্মিথ বলেছেন: অবাক হয়ে গেলাম! জিপি সিম দিয়ে আমি কোনদিন এই সাইট ভিজিট করতে পারিনি, আমার মত অনেকেরই এই অবস্থা। আপনি হয়তো ভিপিএন ইউস করেন।
৪|  ০৩ রা জুন, ২০২৫  সকাল ৯:৫৬
০৩ রা জুন, ২০২৫  সকাল ৯:৫৬
নতুন নকিব বলেছেন: 
গ্রামীণফোন নেটওয়ার্ক থেকে সামহোয়্যারইন ব্লগে প্রবেশ blocked—যা গুরুতর বৈষম্য। অথচ অন্য সকল সাইটই ভিজিট করা যায়! কেন এই অন্যায়?
ব্লগ কর্তৃপক্ষের উচিত গ্রামীণফোন ও বিটিআরসি’র কাছে আনুষ্ঠানিকভাবে কারণ জানতে চাওয়া।
ব্যক্তিগত ক্ষোভ বা মব এর মাধ্যমে নয়, যৌক্তিক প্রতিবাদ ও গণদাবিই হোক আমাদের পথ।
  ০৩ রা জুন, ২০২৫  সকাল ১০:৫৫
০৩ রা জুন, ২০২৫  সকাল ১০:৫৫
জ্যাক স্মিথ বলেছেন: মবের বিষয়ে আমি একটা ধাঁধা দিয়েছিলাম, তার উত্তর হচ্ছে- গ্রামীণফোন কোম্পানীর মালিকানার ৪০ শতাংশ শেয়ার হচ্ছে ড: ইউনুসের সুতরাং কার এত বড় সাহস গ্রামীণফোনে মব জাস্টিস চালায়? সুতরাং এই চিন্তা আপাদত বাদ দিতে হবে। 
ব্লগ কর্তৃপক্ষের উচিত গ্রামীণফোন ও বিটিআরসি’র কাছে আনুষ্ঠানিকভাবে কারণ জানতে চাওয়া। - হ্যাঁ এটাই সবচেয়ে ভালো উপায়।
৫|  ০৩ রা জুন, ২০২৫  সকাল ১০:১৫
০৩ রা জুন, ২০২৫  সকাল ১০:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মব জাস্টিস কোনভাবেই কাম্য নহে।
  ০৩ রা জুন, ২০২৫  সকাল ১০:৫৬
০৩ রা জুন, ২০২৫  সকাল ১০:৫৬
জ্যাক স্মিথ বলেছেন: আপাদত এই চিন্তা বাদ, কারণ গ্রামীণফোন কোম্পানীর মালিকানার ৪০ শতাংশ শেয়ার হচ্ছে ড: ইউনুসের সুতরাং কার এত বড় সাহস গ্রামীণফোনে মব জাস্টিস চালায়?
৬|  ০৩ রা জুন, ২০২৫  সকাল ১০:৪০
০৩ রা জুন, ২০২৫  সকাল ১০:৪০
আধুনিক চিন্তাবিদ বলেছেন: গ্রামীণের নেট দিয়ে সম্ভবত খুব কম মানুষই সামু-তে ঢুকে। এখন সবার ঘরেই ব্রডব্যান্ড আছে। আর রাজীব নুর ভাই তো বললো যে ওনার ঢুকতে সমস্যা হয় না।
  ০৩ রা জুন, ২০২৫  সকাল ১১:০১
০৩ রা জুন, ২০২৫  সকাল ১১:০১
জ্যাক স্মিথ বলেছেন: জিপি নেট থেকে এই ব্লগ ভিজিট করা যায় না এই অভিযোগ আরাও ৫/৭ বছর আগে থেকেই মানুষ করে আসছে, আমিও কোনদিন ভিজিট করতে পারিনি। রাজীব নুর হয়তো ভিপিএন ইউজ করে। আম পাবলিককে টার্গেট করতে হলে মোবাইল নেট থেকেই এই ব্লগে ভিজিট করার ব্যবস্থা করতে হবে। যদিও আজকাল মানুষ লেখা পড়তে চায় না, তবুও ভিজিটরের সংখ্যা অনেকাংশে বেড়ে যাবে।
৭|  ০৩ রা জুন, ২০২৫  দুপুর ১২:২৪
০৩ রা জুন, ২০২৫  দুপুর ১২:২৪
আধুনিক চিন্তাবিদ বলেছেন: লেখক বলেছেন: জিপি নেট থেকে এই ব্লগ ভিজিট করা যায় না এই অভিযোগ আরাও ৫/৭ বছর আগে থেকেই মানুষ করে আসছে, আমিও কোনদিন ভিজিট করতে পারিনি। 
আপনি মোবাইলের ব্রাউজারের ক্যাশ (Cache) ও কুকিজ (Cookies) ক্লিয়ার করে দেখেছিলেন যে কাজ হয় কি না?
  ০৩ রা জুন, ২০২৫  বিকাল ৩:১৭
০৩ রা জুন, ২০২৫  বিকাল ৩:১৭
জ্যাক স্মিথ বলেছেন: আমি প্রতি সাপ্তাহেই Cache, Cookies ডিলিট করি। আপনি কি জিপি নেট দিয়ে এই ব্লগ কোন দিন ভিজিট করেছিলেন?
৮|  ০৩ রা জুন, ২০২৫  দুপুর ১:০৪
০৩ রা জুন, ২০২৫  দুপুর ১:০৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টি সুরাহা হওয়া দরকার।
  ০৩ রা জুন, ২০২৫  বিকাল ৩:২০
০৩ রা জুন, ২০২৫  বিকাল ৩:২০
জ্যাক স্মিথ বলেছেন: বিষয়টি সুরাহা হলে আপনার কবিতা হাজার হাজার ভিউস হতো, এবং আরও নতুন নতুন ভক্ত পেতেন।
৯|  ০৩ রা জুন, ২০২৫  দুপুর ১:০৮
০৩ রা জুন, ২০২৫  দুপুর ১:০৮
অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: এটার জন্য ফ্যাসিবাদের দোসর , ভারত ও র এজেন্ট রা দায়ী ।
  ০৩ রা জুন, ২০২৫  বিকাল ৩:২১
০৩ রা জুন, ২০২৫  বিকাল ৩:২১
জ্যাক স্মিথ বলেছেন: এখন তো আর ফ্যাসিবাদের সরকার নেই, তাহলে কেন এই বৈষম্য?
১০|  ০৩ রা জুন, ২০২৫  বিকাল ৪:০৯
০৩ রা জুন, ২০২৫  বিকাল ৪:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও ঢুকতে পারি না
ভিপিএন দিয়ে ঢুকতে হয়।
  ০৩ রা জুন, ২০২৫  রাত ৮:০৫
০৩ রা জুন, ২০২৫  রাত ৮:০৫
জ্যাক স্মিথ বলেছেন: আমি যখন জিপি নেট চালাই আমিও তখন ভিপিএন ইউজ করি, ফোন গরম হয়ে যায়।
১১|  ০৩ রা জুন, ২০২৫  বিকাল ৪:২৪
০৩ রা জুন, ২০২৫  বিকাল ৪:২৪
আধুনিক চিন্তাবিদ বলেছেন: লেখক বলেছেন: আমি প্রতি সাপ্তাহেই Cache, Cookies ডিলিট করি। আপনি কি জিপি নেট দিয়ে এই ব্লগ কোন দিন ভিজিট করেছিলেন? 
না ভাই, আমি গ্রামীণ সিম ব্যবহার করি না।
  ০৩ রা জুন, ২০২৫  রাত ৮:২০
০৩ রা জুন, ২০২৫  রাত ৮:২০
জ্যাক স্মিথ বলেছেন: জিপি নেট ইউজ করে এমন কারো ফোন দিয়ে ভিজিট করার চেষ্টা করে দেখতে পারেন, জাস্ট ফর টেস্টিং।
নিচে সায়মা আপি বলেছেন সে নাকি মোবাইল দিয়েই সাইট ভিজিট করতে পারে না।
আসলে এই ব্লগে টেকনিক্যাল অনেক সমস্যা আছে যা নিয়ে অনেক আগে একবার পোস্ট করেছিলাম
সামহোয়্যারইন ব্লগের যত কারিগরি ত্রুটি
১২|  ০৩ রা জুন, ২০২৫  সন্ধ্যা  ৭:১৮
০৩ রা জুন, ২০২৫  সন্ধ্যা  ৭:১৮
শায়মা বলেছেন: আমিও মোবাইলে আর ঢুকতে পারিনা। আমার সিম গ্রামীনও না। 
  ০৩ রা জুন, ২০২৫  রাত ৮:২৪
০৩ রা জুন, ২০২৫  রাত ৮:২৪
জ্যাক স্মিথ বলেছেন: আয় হায়! আপনি দেখি আবার নতুন সমস্যা নিয়ে আসছেন! 
এতদিন তো জানতাম শুধু জিপি নেট থেকেই এই সাইট ভিজিট করা যায় না। 
নো টেনশন, একদিন সকল সমস্যার সমাধান করা হবে।
১৩|  ০৩ রা জুন, ২০২৫  রাত ৮:৪৬
০৩ রা জুন, ২০২৫  রাত ৮:৪৬
শায়মা বলেছেন: আমি আগে রবি দিয়ে ঢুকতাম। এখন সেটা ঢোকাই যায় না। আবার বাসায় ফোন দিয়ে ওয়াই ফাই দিয়ে ঢুকলে শুধু ফার্স্ট পেইজ দেখা যায়। সাম্প্রতিক কমেন্ট, ভিজিটর লিস্ট কিছুই আসে না। নতুনের উপর নতুন সমস্যার সৃষ্টি হয়েছে।
তাই নিয়েই সুখে থাকি আপনমনে 
  ০৩ রা জুন, ২০২৫  রাত ৯:৪২
০৩ রা জুন, ২০২৫  রাত ৯:৪২
জ্যাক স্মিথ বলেছেন: ব্লগটি তার আগের সেই জৌলুশ হারিয়ে বার্ধক্যে চলে এসেছে, এই ব্লগের যে অনেক টেকনিক্যাল সমস্যা রয়ছে তা কর্তৃপক্ষও জানে, কিন্তু আমার ধারণা জনা আপির অসুস্থতার কারণে তারা হয়ত ব্লগের দিকে মনোযোগী হতে পারতেছে না। 
হ্যাঁ, আমাদের যা আছে তাই নিয়েই সুখে থাকতে হবে, যা নেই তা নিয়ে চিন্তা করে শান্তি নষ্ট করে লাভ কি- এটাই হচ্ছে সুখে থাকার একমাত্র মূলমন্ত্র।
১৪|  ০৪ ঠা জুন, ২০২৫  সকাল ৯:৪২
০৪ ঠা জুন, ২০২৫  সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অবাক হয়ে গেলাম! জিপি সিম দিয়ে আমি কোনদিন এই সাইট ভিজিট করতে পারিনি, আমার মত অনেকেরই এই অবস্থা। আপনি হয়তো ভিপিএন ইউস করেন। 
না না। ভিপিএন নয়।
  ০৪ ঠা জুন, ২০২৫  সকাল ১০:৪০
০৪ ঠা জুন, ২০২৫  সকাল ১০:৪০
জ্যাক স্মিথ বলেছেন: একেক জনের একেক সমস্যা দেখা যাচ্ছে, অনেকেই আবার অন্য সিম দিয়েও ব্লগে একসেস করতে পারছে না।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০২৫  ভোর ৪:৫৯
০৩ রা জুন, ২০২৫  ভোর ৪:৫৯
ফেনিক্স বলেছেন:
মনে হয়, সামুর কেহ এটা চাচ্ছে।