| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যাক স্মিথ
লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছেন।
বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে এ বিস্ফোরণ ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে। এখনো অভিযান চলছে। ককটেল, দাহ্য পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ক্রাইম সিন দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে হাসনাবাদ এলাকার একজন বাসিন্দা বলেন, ‘গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। তখন দৌড়ে গিয়ে দেখি, মাদ্রাসার পশ্চিম পাশের দুটি কক্ষের চারপাশের দেয়াল উড়ে গেছে। বিস্ফোরণে একতলা ভবনের দুটি কক্ষের দেয়াল সম্পূর্ণ ধসে পড়ে এবং ছাদ ও বিমে ফাটল দেখা দেয়। পাশের আরও দুটি কক্ষেও ফাটল ধরেছে।’
ওই বাসিন্দা আরও বলেন, মাদ্রাসাটিতে ৩০ থেকে ৩৫ শিক্ষার্থী পড়াশোনা করত। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় মাদ্রাসা বন্ধ ছিল। এ কারণে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় বিস্ফোরণে একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে।
এ ঘটনায় মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন (৩২), তাঁর স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাঁদের তিন সন্তানের মধ্যে দুই ছেলে উমায়েত (১০) ও আবদুল্লাহ (৭) আহত হন। এর মধ্যে আছিয়া ও তাঁর দুই সন্তানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল ও ক্রাইম সিন দল কাজ করছে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়।
ভবনের এক পাশে তিনটি কক্ষে মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হতো। অপর পাশের একটি কক্ষে পরিচালক শেখ আল আমিন পরিবারসহ তিন বছর ধরে বসবাস করে আসছিলেন।
পাশের ভবনের বাসিন্দা হুমায়ুন কবির বলেন, ‘বিস্ফোরণে আমাদের ভবনের কিছু অংশ ফেটে গেছে। ঘরের ভেতরের আসবাবও ভেঙে পড়েছে।’
ভবনমালিক পারভীন বেগম বলেন, ‘তিন বছর ধরে আমার বাড়ি ভাড়া নিয়ে মুফতি হারুন মাদ্রাসা পরিচালনা করতেন। হারুন তাঁর শ্যালক আলামিন ও শ্যালকের স্ত্রী আছিয়াকে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব দেন। তিনি মাঝেমধ্যে মাদ্রাসায় আসতেন। আমি নিয়মিত খোঁজখবর নিতাম। কিন্তু মাদ্রাসার আড়ালে কী কার্যক্রম চলছিল, তা বুঝতে পারিনি। আজ এসে দেখি, ভবনের চারপাশ উড়ে গেছে। পুলিশ ভবনের ভেতর থেকে কেমিক্যাল, ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।’
প্রথম আলো থেকে নেয়া।
২৭ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
জ্যাক স্মিথ বলেছেন: এই সব মুফতি ফুফতির খবর আমি রাখি না।
ভারত আর আওয়ামীলীগ কেরানীগঞ্জের ওই মাদ্রসার ভিতর ঢুকলো কিভাবে? কেরানীগঞ্জ তো বিএনপি-জামাতের আস্তানা।
এর পিছনে আমেরিকার কোন হাত আছে কি?
২|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জা-শির আসল রুপ দেখে কি ভয় পেলেন ???
৩|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৫
মাথা পাগলা বলেছেন: @সৈয়দ কুতুব
সহমত ভাই! দেশে কোন জঙ্গি নাই। হুজুররা সব ভারতের স্পাই আর ছায়ানটের তবলার ভিতরে আগে থেকেই বারুদ ছিলো। ![]()
৪|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কেরানীগঞ্জ মাদ্রাসায় বিস্ফোরণ: বোমা তৈরির ২৫০ কেজি সরঞ্জাম জব্দ |
বোমার কারখানা ছিল :
অনলাইনে মানুষ কি বলছে দেখুন :
@ShirajulIslam-y9z
20 minutes ago
অবিলম্বে বাংলাদেশ সহ সারা বিশ্বে মাদ্রাসা বন্ধ করা উচিত এখানে ভালো মানুষ তৈরি হয় না মাদ্রাসার শিশু বলাৎকার করা হয়
Reply : @MonirChowdhury-r1x
44 minutes ago
জামাত ও এনসিপির সহযোগিতায় এই জঙ্গিবাদের উত্থান হয়েছে,
ডক্টর ইউনুস নীরবে সমর্থন দিয়ে গেছে
2 Reply : @Motaleb-f3p
54 minutes ago
মাদ্রাসায় বোমা তৈরি করা হয় এই কথাটা বলতে মুখ দিয়ে খুব কষ্ট হচ্ছে তাই না স্পষ্ট করে বলেন খুব লজ্জা লাগছে
2 Reply : @zaman4033
1 hour ago
ধংস হোক জামাত শিবির। এরা বাংলাদেশের ধংসের মিশনে নেমেছে।
4 Reply : @Shayed-q2l
24 minutes ago
এই যদি ইসলাম শিক্ষার নামে অইসলামী কাজ, মানুষের ইসলাম প্রতি ভুল বার্তা যাব,, ইসলামের স্বার্থ রক্ষায় জরিতদের আইনের মধ্যে এনে কঠর বিচার করতে হবে। তা না হলে চলতে থাকবে। আর সকল মাদ্রাসায় সরকার তদারকির দায়িত্বে নিতে হবে,, যারা বিরোধিতা করবে তার একাজে জড়িত, তারা ইসলামের মঙ্গল চায় না।
৫|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশে জঙ্গিবাদের চাষ হচ্ছিল অনেক আগে থেকেই ।
এখন ফসল ফলতে শুরু করেছে।
ভালো তো।
৬|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩১
অগ্নিবাবা বলেছেন: ইহা সহী ইসলাম নহে।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
সৈয়দ কুতুব বলেছেন: মুফতি হারুন কি হারুন ইজহার নাকি?
এটা ভারত ও আওয়ামী লীগের চক্রান্ত হতে পারে। দেশে এখন কোনো জংগী নেই তবে আতাউর রহমান বিক্রমপুরী আছে।