| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যাক স্মিথ
লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছেন।
বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে এ বিস্ফোরণ ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে। এখনো অভিযান চলছে। ককটেল, দাহ্য পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ক্রাইম সিন দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে হাসনাবাদ এলাকার একজন বাসিন্দা বলেন, ‘গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। তখন দৌড়ে গিয়ে দেখি, মাদ্রাসার পশ্চিম পাশের দুটি কক্ষের চারপাশের দেয়াল উড়ে গেছে। বিস্ফোরণে একতলা ভবনের দুটি কক্ষের দেয়াল সম্পূর্ণ ধসে পড়ে এবং ছাদ ও বিমে ফাটল দেখা দেয়। পাশের আরও দুটি কক্ষেও ফাটল ধরেছে।’
ওই বাসিন্দা আরও বলেন, মাদ্রাসাটিতে ৩০ থেকে ৩৫ শিক্ষার্থী পড়াশোনা করত। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় মাদ্রাসা বন্ধ ছিল। এ কারণে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় বিস্ফোরণে একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে।
এ ঘটনায় মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন (৩২), তাঁর স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাঁদের তিন সন্তানের মধ্যে দুই ছেলে উমায়েত (১০) ও আবদুল্লাহ (৭) আহত হন। এর মধ্যে আছিয়া ও তাঁর দুই সন্তানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল ও ক্রাইম সিন দল কাজ করছে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়।
ভবনের এক পাশে তিনটি কক্ষে মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হতো। অপর পাশের একটি কক্ষে পরিচালক শেখ আল আমিন পরিবারসহ তিন বছর ধরে বসবাস করে আসছিলেন।
পাশের ভবনের বাসিন্দা হুমায়ুন কবির বলেন, ‘বিস্ফোরণে আমাদের ভবনের কিছু অংশ ফেটে গেছে। ঘরের ভেতরের আসবাবও ভেঙে পড়েছে।’
ভবনমালিক পারভীন বেগম বলেন, ‘তিন বছর ধরে আমার বাড়ি ভাড়া নিয়ে মুফতি হারুন মাদ্রাসা পরিচালনা করতেন। হারুন তাঁর শ্যালক আলামিন ও শ্যালকের স্ত্রী আছিয়াকে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব দেন। তিনি মাঝেমধ্যে মাদ্রাসায় আসতেন। আমি নিয়মিত খোঁজখবর নিতাম। কিন্তু মাদ্রাসার আড়ালে কী কার্যক্রম চলছিল, তা বুঝতে পারিনি। আজ এসে দেখি, ভবনের চারপাশ উড়ে গেছে। পুলিশ ভবনের ভেতর থেকে কেমিক্যাল, ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।’
প্রথম আলো থেকে নেয়া।
আপটেড: ঘটনাটি নিয়ে ইউসুফ সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে।
২৭ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
জ্যাক স্মিথ বলেছেন: এই সব মুফতি ফুফতির খবর আমি রাখি না।
ভারত আর আওয়ামীলীগ কেরানীগঞ্জের ওই মাদ্রসার ভিতর ঢুকলো কিভাবে? কেরানীগঞ্জ তো বিএনপি-জামাতের আস্তানা।
এর পিছনে আমেরিকার কোন হাত আছে কি?
২|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জা-শির আসল রুপ দেখে কি ভয় পেলেন ???
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪২
জ্যাক স্মিথ বলেছেন: জামাত-শিবিরের চাইতেও ভয়ঙ্কর ইসলামী চরমপন্থী গ্রুপ আছে এই দেশে, এটা তাদের কাজও হতে পারে।
৩|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৫
মাথা পাগলা বলেছেন: @সৈয়দ কুতুব
সহমত ভাই! দেশে কোন জঙ্গি নাই। হুজুররা সব ভারতের স্পাই আর ছায়ানটের তবলার ভিতরে আগে থেকেই বারুদ ছিলো। ![]()
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৪
জ্যাক স্মিথ বলেছেন: কিছু মানুষ সবকিছুইতে অযাচিতভাবে ভারতের চাক্রান্ত খুঁজে।
৪|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কেরানীগঞ্জ মাদ্রাসায় বিস্ফোরণ: বোমা তৈরির ২৫০ কেজি সরঞ্জাম জব্দ |
বোমার কারখানা ছিল :
অনলাইনে মানুষ কি বলছে দেখুন :
@ShirajulIslam-y9z
20 minutes ago
অবিলম্বে বাংলাদেশ সহ সারা বিশ্বে মাদ্রাসা বন্ধ করা উচিত এখানে ভালো মানুষ তৈরি হয় না মাদ্রাসার শিশু বলাৎকার করা হয়
Reply : @MonirChowdhury-r1x
44 minutes ago
জামাত ও এনসিপির সহযোগিতায় এই জঙ্গিবাদের উত্থান হয়েছে,
ডক্টর ইউনুস নীরবে সমর্থন দিয়ে গেছে
2 Reply : @Motaleb-f3p
54 minutes ago
মাদ্রাসায় বোমা তৈরি করা হয় এই কথাটা বলতে মুখ দিয়ে খুব কষ্ট হচ্ছে তাই না স্পষ্ট করে বলেন খুব লজ্জা লাগছে
2 Reply : @zaman4033
1 hour ago
ধংস হোক জামাত শিবির। এরা বাংলাদেশের ধংসের মিশনে নেমেছে।
4 Reply : @Shayed-q2l
24 minutes ago
এই যদি ইসলাম শিক্ষার নামে অইসলামী কাজ, মানুষের ইসলাম প্রতি ভুল বার্তা যাব,, ইসলামের স্বার্থ রক্ষায় জরিতদের আইনের মধ্যে এনে কঠর বিচার করতে হবে। তা না হলে চলতে থাকবে। আর সকল মাদ্রাসায় সরকার তদারকির দায়িত্বে নিতে হবে,, যারা বিরোধিতা করবে তার একাজে জড়িত, তারা ইসলামের মঙ্গল চায় না।
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৬
জ্যাক স্মিথ বলেছেন: ধর্মভিত্তিক রজানীতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে ধীরে ধীরে মানুষ তা বুঝতে পারছে, যদিও তাদের সংখ্যা খুবই কম।
৫|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশে জঙ্গিবাদের চাষ হচ্ছিল অনেক আগে থেকেই ।
এখন ফসল ফলতে শুরু করেছে।
ভালো তো।
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৯
জ্যাক স্মিথ বলেছেন: নির্বাচন বানচাল করার লক্ষ্যে হয়তো কেন ইসলামী চরমপন্থী গ্রুপ ছক আটছে। আফগান, লেবানন থেকে ট্রেনিং প্রপ্ত প্রচুর তুরুণ, যুবক আছে এই দেশে।
৬|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩১
অগ্নিবাবা বলেছেন: ইহা সহী ইসলাম নহে।
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫১
জ্যাক স্মিথ বলেছেন: ঠিক বলেছেন- বোমা মেরে মানুষ মরাতে হবে এমন কথা ইসলামের কোথাও বলা নেই।
৭|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৮
লুধুয়া বলেছেন: সবে তো শুরু। সন্ত্রাসবাদীরা এখন ক্ষমতায়। বাংলাদেশীদের কপালে দুঃখ আছে।
২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪২
জ্যাক স্মিথ বলেছেন: চলছে নতুন ভন্ডবস্তের বাংলাদেশ, দেশটা আজ সিরিয়া/সুদানে পরিণত হচ্ছে।

৮|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:২৫
আলামিন১০৪ বলেছেন: আওয়ামীরা দেশকে জঙ্গীর তকমা দিতে চায়, তদন্তে ধরা পড়বে আশা করি। ডিজেএফআই কি জেগে ঘুমায়?
তারেক আসার প্রাক্কালে মালিবাগে ককটেল বিস্ফোরণ কারা ঘটিয়েছে?
২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৭
জ্যাক স্মিথ বলেছেন: এখনো আওয়ামীলীগের নাম জপতেছেন?
আওয়ামীলীগ এখন ডেড হর্স, দলটিকে নিষিদ্ধ করা হয়েছে, দুই বছর ধরে নেতা কর্মীরা সব বিদেশে পালাতক তারপরেও এই আওয়ামীলীগ আপনার চোখে এতটা শক্তিশালী?
তারেক আসার প্রাক্কালে মালিবাগে ককটেল বিস্ফোরণ কারা ঘটিয়েছে? - করে আর করবে? র করেছে, আওয়ামীলীগ করেছে, শেখ হাসিনা করেছে।
২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৯
জ্যাক স্মিথ বলেছেন: জ্বী ভাই, অপরাধীদের ধরতে ইউসুফ সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে।
৯|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৩৬
শ্রাবণধারা বলেছেন: ভেবেছিলাম রসিকতা করে লিখব, আমি আবারও বলছি, জঙ্গি ভারত আর আওয়ামী লীগের নাটক। অথবা এটার শুটিং কি ডেইলি স্টার না প্রথম আলো অফিসে হলো?
কিন্তু বিষয়টা সিরিয়াস। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ও দায়িত্বশীল হলে এই ঘটনাগুলো আরও ভয়াবহ হবার আগেই বন্ধ হবে, এমনটাই আশা করি।
২৮ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০০
জ্যাক স্মিথ বলেছেন: ঘটনাটিতে ভারত বা র এর হাত আছে কি না তা নিয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।
বিষয়টা অবশ্যই সিরিয়াস, দেশে প্রচুর পরিমাণে আফাগন, সিরিয়া, লেবানন থেকে ট্রেনিং প্রাপ্ত সদস্য রয়েছে। বাংলাদেশকে সাউথ এশিয়ার একটি জঙ্গী হাব হিসেবে ব্যবহার করার পাঁয়তারা চলছে, দেশী-বিদেশী শক্তিগুলো এর সাথে জড়িত।
১০|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:১২
রানার ব্লগ বলেছেন: মাদ্রাসায় বোমা তৈরি করা হয় এই কথাটা বলতে মুখ দিয়ে খুব কষ্ট হচ্ছে তাই না স্পষ্ট করে বলেন খুব লজ্জা লাগছে
২৮ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০৬
জ্যাক স্মিথ বলেছেন: খুব সম্ভবত নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে এক বা একাধিক কোন চরমপন্থী গ্রুপ গোপনে কাজ করে যাচ্ছে- যারা আফগান, লেবানন থেকে ট্রেনিং প্রাপ্ত।
১১|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০২
ক্লোন রাফা বলেছেন: এগুলো কোনো ব্যাপার না । ইহা নতুন বন্দবস্তের পুরনো রিহার্সাল মাত্র ।
সৈ. কুতুবরা থাকলে আর জঙ্গিদের কি প্রয়োজন⁉️ হোলি আর্টিজান ঘটনার মত বিভৎস নর হত্যার পরও বলে দেশে জঙ্গি নাই। অথচ পাকিস্তানের ডন পত্রিকা নিউজ করতেছে । জঙ্গিদের সাপ্লাই পাইপলাইন হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ । মাত্র কিছুদিন পুর্বেই মোল্লারা আফগানিস্তান সফর করে আসলো তালেবান সাশনের বাংলাদেশ ভার্সন শুরু করতে ।
২৮ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪
জ্যাক স্মিথ বলেছেন: ইহা নতুন ভন্ডবস্তের পুরনো রিহার্সাল মাত্র । বাংলাদেশকে সাউথ এশিয়ার একটি জঙ্গী হাব হিসেবে ব্যবহার করার পাঁয়তারা চলছে, দেশী-বিদেশী শক্তিগুলো এর সাথে জড়িত।
সৈয়দ কুতুব খুবই কনফিউজড একজন ব্লগার, অথবা তিনি ইচ্ছে করেই মানুষকে কনফিউশনে রাখেন, অথবা তিনি ব্যলেন্সিভ লিখা লিখতে গিয়ে নিজেই ইমব্যলেন্স হয়ে গেছেন।
১২|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৯
বাজ ৩ বলেছেন: এই অকাম কুকাম কারা করে বলে আপনি মনে করেন
২৮ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৬
জ্যাক স্মিথ বলেছেন: আগমী বছরগুলোতে দেশের মাদ্রসাগুলো এক একটা বোমা তেরীর ফ্যক্ট্রী হয়ে উঠবে।
১৩|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
ধর্মীয় উগ্রতা হটাৎ এতো বেড়ে যাওয়ার কারন কি? কারা এর পৃষ্ঠপোষকতা করছে? মূল উদ্দেশ্য কি? দেশকে কোথায় নিয়ে যেতে চায়?
২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৯
জ্যাক স্মিথ বলেছেন: এর মূলে রয়েছে আমেরিকা, বাংলাদেশে হামাসের মত জঙ্গী গোষ্ঠীদের মদদ দিয়ে ভারতের সাথে ঢিসুম ঢিসুম লাগাতে চায়। আজকাল ভারত কথা শুনছে না তাই বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীদের দ্বারা ভারতকে শায়েস্তা করতে চায়।
১৪|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৪২
নূর আলম হিরণ বলেছেন: পুরো দেশ এমনিতেই একটি টাইম বোমার উপর বসে আছে! মূল বোমা ফোটার আগে আশেপাশে একটু আধটু স্পার্কিং করছে!
২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১১
জ্যাক স্মিথ বলেছেন: খারপ বলেন নি, পুরো দেশটাই হচ্ছে একটা টাইম বোমা, যে কোন মুহুর্তে বিষ্ফোরিত হয়ে ভারতকে ধ্বংস করে দিতে পারে।
১৫|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৯
নিমো বলেছেন: জা-শি জান্নাতের নমুনা দেখে নিন।
২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১২
জ্যাক স্মিথ বলেছেন: আমার মনে হয় এটা হিজবুত তাহেরীর কাজ।
১৬|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩২
সাইবার পথিকৃৎ বলেছেন: দাহ্য পদার্থ অক্ষত উদ্ধার হলো কীভাবে?
২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৩
জ্যাক স্মিথ বলেছেন: যেগুলো অক্ষত আছে সেগুলো উদ্ধার করা হয়েছে।
১৭|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: আসল সমস্যা ধর্মে। অর্থ্যাত যারা ধর্মকে ব্যবহার করে সমাজে ক্যাচাল তৈরি করছে।
২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৮
জ্যাক স্মিথ বলেছেন: কিন্তু ইসলামে তো বোমা মেরে মানুষ হত্যা করার কথা কোথাও বলা নেই।
তাছাড়া বোমা তৈরী করা এবং বোমার সরাঞ্জাদী বহন করা ইসলামে সম্পুর্ণ হারাম।
১৮|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১৯
সাইবার পথিকৃৎ বলেছেন: যেগুলো অক্ষত আছে সেগুলো উদ্ধার করা হয়েছে।
দুইটি ঘরের দেয়াল ভেঙে গেছে, পাশের ভবনেরও কিছু অংশ ভেঙেছে অছচ এতগুলো প্লাস্টিকের কন্টেনারে দাহ্য পদার্থ অক্ষত থাকল! আপনার পোস্টে সংযুক্ত ছবিতে দেখা যাচ্ছে ভবনের কোথাও আগুন-ছাই, পোড়া দাগ এবং ক্যামিকেল স্পিল ওভার নেই, পিলার এবং ছাদের রংও অক্ষত, দুই ঘরেই অক্ষত ফ্যান ঝুলছে। এমন বিরল বিস্ফোরণের ঘটনার তো বিষদ ব্যাখ্যা প্রয়োজন। সংবাদটিতে ব্যপক অসমঞ্জস্যতা থাকার পরও বেশি কেউ সন্দেহ পোষণ করল না, এটিই প্রকাশ করে যে জাতির IQ তথা মেধা তলানিতে গিয়ে ঠেকেছে।
আবার, পোস্টে যে মহিলাকে প্রাথমিক চিকিৎসায় সুস্থ করা যায়নি লিখেছেন, তাকেতো সেদিনই গ্রেফতার করা হয়েছে, সে কি ঢাকা মেডিকেল পর্যন্ত পৌছতে পেরেছিল?
২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৮
জ্যাক স্মিথ বলেছেন: আপনি ভালো কিছু বিষয় স্পট আউট করেছেন, আপনার প্রশ্নেগুলোর উত্তর দিতে হলে আমাকে নিজে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যা ঠিক এই মুহুর্তে আমার পক্ষে সম্ভব নয়। তবে এটাকে ফেক নিউজ ভাবার কোন কারণ নেই, এই ব্লগে ফেক নিউজ দিয়ে রেহাই পায়নি কেউ আজ পর্যন্ত, কেউ না কেউ ধরে ফেলেছে। তাছাড়া উক্ত নিউজটি দেশের প্রায় সবগুলো মিডিয়াতেই এসেছে, শুধু এক প্রথম আলো নিউজটি ছাপায়নি।
বোমা নিষ্ক্রিয় দলের সদস্যদের কাছ থেকেও আপনার প্রশ্নগুলোর উত্তর পেতে পারেন কারণ তারা এ বিষয়ে বিশেজ্ঞ।
১৯|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৬
সাইবার পথিকৃৎ বলেছেন: উক্ত নিউজটি দেশের প্রায় সবগুলো মিডিয়াতেই এসেছে
সব মিডিয়াতে আসা তো আর সন্দেহ নিষ্পত্তির কোনো বিষয় না, বরং সন্দেহের অনুঘটক। গোয়েবলসের লক্ষণ। নিউজটি মিডিয়া তথা এস্টাবলিশমেন্টেই প্রচার হয়েছে, ঘটনাস্থলে স্বতন্ত্র কারও ফেসবুক-টিকটক ভিডিও-লাইভ পেলাম না। আবার, আপনার সংযুক্ত করা নিউজেই বলা হচ্ছে প্রথমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সংবাদ করেছে, পরে ন্যারেটিভ বদলেছে। সব মিলিয়ে ঘটনাটি খুবই সন্দেহজনক। হাসিনার সাজানো জঙ্গি নাটকের মতোই ন্যারেটিভ তৈরীর মত সংবাদ কভারিংগুলো। এত ভ্রান্ত সংবাদ ইতিমধ্যেই সামুতে একাধিক পোস্ট ও কমেন্টে সফলভাবে কাঙ্খিত ন্যারেটেরিভ চর্চা করিয়েছে, বিষয়টা কত ভয়াবহ!
৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০১
জ্যাক স্মিথ বলেছেন: বুঝতে পেরেছি, বিষয়টি নিয়ে আপনার মনে যথেষ্ট সন্দেহের উদ্রেগ রয়েছে, অবাধ তথ্যপ্রবাহের যুগে আমাদের কোন না কোন মিডিয়ার উপর নির্ভর করতে হয়। দেশের প্রথম সারির মিডিয়া বাদ দিয়ে শুধুমাত্র ফেসবুক-টিকটকারদের ভিডিওর উপর নির্ভর করে কোন কিছু যাচাই বাছাই করার ঠিক হবে না বলে আমি মনে করি।
বর্তমানে দেশের মিডিয়া আগের চেয়ে অনেকবেশি সতর্ক- তাছাড়া বোমা বিশেজ্ঞ, আইন প্রয়োগকারী সংস্থার লোকজন সবাই একযোগে ভুল তথ্য প্রদান করার কথা নয়। তবুও বিষয়টি নিয়ে আপনি যদি অন্য কিছু ভেবে থাকেন তাহলে ঘটনাটি নিয়ে আপনি নিজে অনুসন্ধানমুলক একটি প্রতিবেদন প্রকাশ করলে বাধিত হবো।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
সৈয়দ কুতুব বলেছেন: মুফতি হারুন কি হারুন ইজহার নাকি?
এটা ভারত ও আওয়ামী লীগের চক্রান্ত হতে পারে। দেশে এখন কোনো জংগী নেই তবে আতাউর রহমান বিক্রমপুরী আছে।