![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/RajshahirAmm
ব্যাবসা করার ইচ্ছা আমার ছোট বেলা থেকেই । গ্রামের কয়েকজনে মিলে ক্ষুদ্র আকারে মাছ চাষ করেছি, লাভ হয়নি তবে লস ও হয়নি । এস এস সির আগে ব্রয়লার মুরগি পালন করলাম , একই রেজাল্ট ।
এর পরে কোরবানীর ছাগল পালন করলাম । এখানে লাভের মুখ দেখলাম ।
এস এস সির পরে সব বাদ দিয়ে পড়াটা শেষ করার চিন্তায় থাকলাম । তবে মাথায় অবশ্যই ঘুরঘুর করে বিভিন্ন ব্যাবসার প্ল্যান । এইচ এস সি ও এক ধাক্কায় পার হলাম ।
অনার্সে ঠাই হলো রাজশাহী কলেজের ইতিহাস বিভাগে সময় ২০১০ ।
রাজশাহীতে স্থায়ী হলাম । আর পার্ট টাইম কাজ শুরু করলাম একটি আইটি প্রতিস্ঠানে । প্রথমে ডাটা এন্ট্রি দিয়ে শুরু পরে ওয়েব ডিজাইন । এরপর ডেভলপ এর শুরুতেই আগ্রহ হারালাম । এর মাঝেই চলে আসলো ২০১২ ফেইস বুকের ফ্যান পেইজ তৈরীর ডিমান্ড অনেক । তাই আমার এক বন্ধু (ব্লগার তারছিড়া) এক কাছ থেকে সেটা সিখতে লাগলাম । এক দিন এমনি একটি পেইজ তৈরী করে তাতে ছবি শেয়ার করছিলাম । তখন ছিল রাজশাহীর আমের সময় । কে জেন অনেক গুলান ছবি নেটে ছেড়েছিল । আমি আমার কপি পেস্ট ভালই পারি
(আমাদের রাজশাহী ও আমার পুঠিয়া ডট কমে এখন ও আমার সর্বচ্চ পোস্ট আছে সামুতে ৩ বছরে ৫৭১ পোস্ট)।
যাই হোক এখানেই আমার গল্প শুরু । ছবির সাথে হালকা বর্ননা ও আমার মোবাইল নাম্বর দিলাম এবাউটে । পরের দিন থেকেই আমার কাছে আমের জন্যে ফোন আসতে লাগলো । আপনার কাছে কি ফরমালিন মুক্ত রাজশাবীর আম হবে ?
একি ঝামেলা ! যাই হোক এটাকেই কাজে লাগাতে কুরিয়ারের মাধমে আম পাঠাতে লাগলাম । ও বড় ভাই এর ডাচ ব্যাংকে টাকা নিতাম । এর পাশাপাশি দুই বন্ধুর সাহায়ে তৈরী করিয়ে নিলাম নিজের একটি সাইট । নাম দিলাম বিডি এগ্রো মার্কেট ডট কম ।
গত বছরের সাফল্য ছিল আমার ভাবনার বাইরে । যে টাকা লাভ হলো তার একটা অংশ বন্ধুদের দিলাম । বাকিটা ডোমেইন হোস্টিং এর দাম টা হোলো, সাথে আমার হাত খরচ । দেশ বাদেও দেশের বাইরে থেকে ৪ জন ৫ বার অর্ডার করে । এটা উপরেই ভর করে এবার ঢাকায় একটা দোকানের একটা অংশ নিচ্ছি । আর এবার নিজেদের যতো আম গাছ ছিলো, সব গাছই ভাল ভাবে যত্ন নিতে থাকলাম । এবার আমি নিজের বাগানের আম ঢাকায় নিয়ে যাব । আমার ঠিকানা S.F.C ৫/১ সলিমুল্লাহ রোড, মহাম্মদপুর, ঢাকা ।
আপনাদের সকলেই আমার জন্য আমার ব্যাবসার সাফল্যের জন্যে দোয়া করবেন । আপনার আসবেনতো আমার গাছের আম খেতে ।
বি: দ্র: সামুর সকল ব্লগারদের জন্যে আমার সকল আমের উপরে থাকছে ১০% ছাড় ।
>>>>>>>>>>>>বিডি এগ্রো মার্কেট ডট কম >>>>>>>>>>>>
২০ শে মে, ২০১৩ রাত ৯:৫১
মো: আবু জাফর বলেছেন: আপনাকেউ অনেক অনেক ধন্যবাদ ভাই আমার পোস্ট পড়ার জন্যে
২| ২০ শে মে, ২০১৩ রাত ৯:৪৭
ফরিদ আলম বলেছেন: শুভকামনা আপনার জন্য। আমি জানতে চাই কুরবানীর জন্য ছাগল পোষায় কেমন লাভ হয়েছিল আপনার ?
২০ শে মে, ২০১৩ রাত ৯:৫২
মো: আবু জাফর বলেছেন: খরচ বাদেই ৫শ হতে ১ হাজার । ছাগল ছিল ৭-৮ টা ।
৩| ২০ শে মে, ২০১৩ রাত ৯:৪৯
মো: আবু জাফর বলেছেন: ও আমি ভুল গেছি এবার "চাকরি খুজবো না চাকরী দেব" গ্রুপ হতে আমি পুরস্কৃত হয়েছি । সারা দেশের ৩১ জন পুরস্কার বিজয়ীর মাঝে আমি ৯ম । আসেন আম খান ।
৪| ২০ শে মে, ২০১৩ রাত ১০:০৯
মনিক০০৪ বলেছেন: কি সার্থপর লোক আপনি ! এতো বড় পুরস্কার পাইলেন আর আমাদের খাওলেন না, জানালেনও না ।
২০ শে মে, ২০১৩ রাত ১০:১৩
মো: আবু জাফর বলেছেন: কই বড় পুরস্কার ! তবে আম খাওয়াবো নি ।
৫| ২০ শে মে, ২০১৩ রাত ১০:১৬
মো: আবু জাফর বলেছেন: আমাদের আমের বুকিং চলছে । আপনার মাত্র ১০০ টাকা জমা করেই ১০-৪০ কেজির অর্ডার দিতে পারেন ।
৬| ২০ শে মে, ২০১৩ রাত ১০:১৮
মেহেদী হাসান '' বলেছেন: শুভকামনা আপনার জন্য।
২০ শে মে, ২০১৩ রাত ১০:৩১
মো: আবু জাফর বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭| ২০ শে মে, ২০১৩ রাত ১০:২৮
শামসুদ্দিন বলেছেন: দারুন এক খান কামের কাম করছেন
২০ শে মে, ২০১৩ রাত ১০:৩১
মো: আবু জাফর বলেছেন: ধন্যবাদ আপনাকে
৮| ২০ শে মে, ২০১৩ রাত ১০:৩৩
গ্রামের মানুষ বলেছেন:
আপনার পোষ্টগুলো প্রায়ই পড়ি।
অন্তরের অন্তঃস্থল থেকে শুভ কামনা রইলো.....
২০ শে মে, ২০১৩ রাত ১০:৩৭
মো: আবু জাফর বলেছেন: ভাই আসবেন নিশ্চই আমার ঢাকা শাখায় আপনার দাওয়াত রইলো । আর আপনার পরিচিত মহাম্মদপুরে বা মিরপুর ১ এ থাকলে তাদের জানাবেন । এই ব্যাবসার উপরে আমার অনেক কিছু নির্ভর করছে ।
৯| ২০ শে মে, ২০১৩ রাত ১০:৫৬
এস এইচ খান বলেছেন: শুভকামনা আপনার জন্য।
২১ শে মে, ২০১৩ সকাল ৭:৩৯
মো: আবু জাফর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
১০| ২১ শে মে, ২০১৩ রাত ২:৪৯
রাশেদ রিয়াদ বলেছেন: সকল প্রস্তুতি শেষ করে ব্যাসায় হাত দিলাম
২১ শে মে, ২০১৩ সকাল ৭:৪১
মো: আবু জাফর বলেছেন: কি শিরনাম বুঝতে কস্ট হচ্ছে । আমের ব্যাবসার জন্যে বছরের মাত্র ২-৩ মাসই যথেস্ট । তাই এই বছরের প্রস্তুতি শেষ এখন ঢাকায় যাবার অপেক্ষায় ।
১১| ২১ শে মে, ২০১৩ রাত ৩:৪৮
এই আমি সেই আমি বলেছেন: বাহ ।
২১ শে মে, ২০১৩ সকাল ৭:৩৯
মো: আবু জাফর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৩ রাত ৯:৪৫
শফিউল আলম চৌধূরী বলেছেন: শুভকামনা রইল। গতানুগতিক চাকরীর ধান্ধায় না ঘুরে আপনি নিজেই উদ্দ্যোগতা হয়েছেন জানতে পেরে খুশি লাগল। আশাকরি আপনিই একদিন চাকরী দাতা হবেন।