নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহান একজন মানুষ

মনের মত কেউ

মহান একজন মানুষ

মনের মত কেউ › বিস্তারিত পোস্টঃ

বিএনপিপন্থী হওয়া বা বিএনপির রাজনীতি করা!!!!!

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১০

ছোটবেলা থেকে দেখে আসছি গ্রামের বা পরবর্তী দশ গ্রামের (গ্রামের মানুষের আশপাশের ২০-৩০ গ্রামের লোক সম্পর্কে মোটামুটি ভালো ধারণা থাকে, প্রত্যেককে চিনেও) একটু ষণ্ডা- গুণ্ডা টাইপ ছেলেগুলো ছাত্রলীগ করতো। আর মোটামুটি ভদ্র ঘরের মিনমিনে ছেলে গুলো (কিছুটা শিক্ষিতও)যারা বেশির ভাগ ক্ষেত্রে সরাসরি রাজনীতিতে জড়িত থাকতো না তারা করতো ছাত্রদল (exception থাকতেই পারে। But exception is not example )।

সিলেট শহরে এসেও একি ব্যাপারটা অন্যভাবে দেখতে পেলাম। এইখানে বেশীরভাগ ছেঁচড়া ক্যাডাররা, টোকাইরা, বড় মাপের অস্রধারি সন্ত্রাসীরা, ভদ্রঘরের ড্যাম-কেয়ার টাইপ ছেলেরা এরা সবাই ছাত্রলিগ, যুবলীগ এইলীগ, সেইলিগ এর সাথে জড়িত। আর মোটামুটি থেকে শুরু করে বেশিরভাগ ভদ্র ঘরের ভদ্র ছেলেগুলো বিএনপি বা এর বিভিন্নও সংঘটন মনস্ক(এইখানেও exception থাকতেই পারে। But exception is not example )।

তাই এখন কিছুটা বুজতে পারি যে কেন বিএনপি এর আন্দোলনে চিহ্নিত অস্রধারিরা নেই যা আওয়ামীলীগের আন্দোলনে থাকতো?

কেন বিএনপি মানুষসহ গাড়িতে আগুন দেয়না। মানুষকে নামিয়ে দিয়ে আগুন দেয়। যেখানে আওয়ামীলীগের আন্দোলন মানেই ছিল জীবন্ত মানুষ পুড়িয়ে মারা। এমনকি তারা নিজেরাই কিছু ক্ষেত্রে বিএনপি এর আন্দোলনের সময় মানুষ জালিয়েদিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলতে চায়।

কেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা শালীন ভাষা ব্যাবহার করে যেখানে আওয়ামীলীগের নেতারা মানেই অশালীন ভাষা, গালাগালি ছাড়া কিছু বলে না।

কেন বিএনপিপন্থী অনলাইন activist রা তথ্য প্রমান ছাড়া কোন কিছু প্রচার করে না যেখানে আওয়ামীলীগের activist মানেই গালাগালি।

অবশ্য সনাতনরা আমার এই বিবেচনার বাহিরে। তারা জন্মসূত্রে আওয়ামীলীগ।এটা সমস্যাটা অবশ্য তাদের মানসিক অথবা ধর্মীয় হীনমন্যতার কারনে।

সব ব্যাপার গুলো নিয়ে চিন্তা যতই করি ততই আমার একটি ধারণা আরও বদ্ধমূল হয়,

""মিনিমাম একটা পারিবারিক স্ট্যাটাস না থাকলে বিএনপিপন্থী হওয়া বা বিএনপির রাজনীতি করা যায়না""

বি দ্রঃ আবার আরেকটি ব্যাপার স্মরণ করিয়ে দেই প্রত্যেকটা ক্ষেত্রে exception থাকতেই পারে। But exception is not example।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৪

রাফা বলেছেন: বিশাল গভেষণা.....প্রমাণ সহ উদাহারণ থাকলে ভালো হইতো,
ইমদু-কালা ফারুক থেকে শুরু করে বর্তমানের যন্টু ,মন্টু -পিন্টুরা কিন্তু বিপরীত চিত্র তুলে ধরে।
ঘোষণা দিয়ে শুরু হয়েছিলো ছাত্রদলের অস্রের রাজনিতি।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

মনের মত কেউ বলেছেন: বি দ্রঃ আবার আরেকটি ব্যাপার স্মরণ করিয়ে দেই প্রত্যেকটা ক্ষেত্রে exception থাকতেই পারে। But exception is not example।

২| ১১ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৬

ইমাম হাসান রনি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৪

যোগী বলেছেন:
খুবই নিরোপেক্ষ গবেষণা চালিয়েছেন দেখছি। এবার রাস্তায় নামেন শান্তপূর্ণ আন্দোলন করেন।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

মনের মত কেউ বলেছেন: মিনমিনে ছেলে গুলো (কিছুটা শিক্ষিতও)যারা বেশির ভাগ ক্ষেত্রে সরাসরি রাজনীতিতে জড়িত থাকতো না তারা করতো ছাত্রদ।
আমি এই দলে। হা হা হা ।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০৩

সামসুন নাহার বলেছেন: Ami 1st survey te ekmot.

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫২

মনের মত কেউ বলেছেন: সার্ভে নয় । জীবন থেকে নেয়া।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১০

শাহরীয়ার সুজন বলেছেন: ভালো-মন্দ দু'দলেই আছে। তবে মন্দর দিকে লীগের পল্লাটা মনে হয় একটু ভারি।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

মনের মত কেউ বলেছেন: কথা একখান কইছেন কথার মত।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৯

কলাবাগান১ বলেছেন: আপনার জ্ঞানের বহর তো দেখে আমেরিকার পিউ রিসার্চ সার্ভে আপনাকে তাদের সার্ভে ডিভিশনের হেড বানিয়ে দিবে.......

যে লোক কোন সাইন্টিফিক বেসিস ছাড়া এমন জেনারালাইজড কোনক্লুশানে আসতে পারে, তার জন্য তো সার্ভে কোম্পানী গুলি র দ্বার উন্নমুক্ত।

রগ কাটা ভাই রা খুব ই শান্ত-শিষ্ট!!!!

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

মনের মত কেউ বলেছেন: কথা গুলো ছিল লীগ ভার্সেস দল। রঘ কাটাদের পাইলেন কই?????
চেতনার চুলকানি শুরু হয়ে গেলো নাকি????????

৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

এই আমি সেই আমি বলেছেন: ্জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বর্তমানে খালেদা জিয়া জে এস সি চালিত এবং ভবিষ্যৎ কান্ডারী তারেক জিয়ার বিিএন্পিতে আপনাির মত শিক্ষিত লোকের সমাবেশ এ আর বিচিত্র কি ?

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯

মনের মত কেউ বলেছেন: ""মিনিমাম একটা পারিবারিক স্ট্যাটাস না থাকলে বিএনপিপন্থী হওয়া বা বিএনপির রাজনীতি করা যায়না""

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.