![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://twitter.com/NasirJamshed_
https://twitter.com/NasirJamshed77
https://twitter.com/NasirJamshid
https://twitter.com/NasirJamshaid
https://twitter.com/nasirjamsheed
নাসির জামসেদের নামে টুইটারে খুলা ৫টা প্রোফাইলের লিংক। এইগুলা সবই জামশেদের নামে খুলা। যে প্রোফাইলটা থেকে বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচ নিয়ে টুইট করা হয়েছে ওইটা একটা পেরোডি প্রোফাইল। আর আমাদের সরকারের স্বল্প বা পূর্ণ মেয়াদী প্রোটেকশনের জন্য কনডম হিসাবে ব্যাবহার করা
Dr.Imran H Sarker এইটা নিয়া পোস্ট দিয়া তার জাগ্রত চেতনা ব্যাবহার করতে চাইতেছে আর আমরা মুরক্কু বাঙ্গালীও প্রোফাইলটাতে না গিয়ে হইচই শুরু করে দিয়েছি।
এখানে একটা টুইট আছে এরকম, " ম্যানচেস্টার ইউনাইটেড, তোমরা যদি কোন ভালো ডিফেন্ডার চাও তাইলে মিসবাহরে নিয়া যাও কাজে দিবে "
আরেকটা এরকম " উমর আকমল ব্রাইট কালার পছন্দ করে, আরও পছন্দ করে নেইল পালিশ, শাড়ি, চুরি "
আরেকটা আছে পাকি অভিনেত্রী বিনা মালিককে নিয়ে এরকম, " মিসবাহ আমাকে বলল তোমার বডি হল সেলিম মালিকের মত আর তুমি খেলো বীণা মালিকের মত। কিন্তু আফ্রিদি বলল তোমার বডি এবং খেলা দুইটাই বীণা মালিকের মত। " এইটা আমি ভালো অনুবাদ করতে পারি নাই এইখানে শেজাদের সাথে আফ্রিদির গে সম্পর্ক থাকার কথা বলা হয়েছে মনে হয় অথবা বীণা মালিকের সাথে আফ্রিদির।
এখন আর বাংলায় নয় ওইখানের হুবহু কিছু স্ট্যাটাস উল্লেখ করতেছি।
"Misbah always happy with a dot."
"Umar Akmal have more foundation on his face than in his batting. "
""De Villier can bat, ball, wicketkeep, field. Is anything he can no do?" Waqar say. "That shot Younis just do" I say. "
ইংল্যান্ড এর মইন আলিকে নিয়ে একটা টুইট করছে এইরকম
" Friday me Moin meet palm reader. He say I gonna score 100 today. He tell Moin what numbers to bet in casino. Moin lose $500. We want refund."
ভারতের জহির খানকে নিয়ে বলেছে এরকম " Rahat Ali look like Zaheer Khan if Zaheer Khan have sun bath for too long."
বলতে চেয়েছে জহির খানকে সে হিন্দু ধরে নিয়েছে এবং বলেছে যহির খান গোসল করেনা হিন্দুদের মত।
তো এতক্ষণে কি ইমারানের মত তোমাদের চেতনাও কি জাগ্রত হইছে। আমি সেহজাদের দালালি কেন করতেছি জানতে চাও?
সেহজাদের দালালি করার চেয়ে আমার অনেক কাজ আছে। পাকিস্তানের ধুয়া তুলে ইমরান এইচ সরকারের মত আওয়ামীলীগের অসময়য়ের প্রটেকশনের জন্য কনডম হিসাবে আর কত ইউজ হবা।
এইবার অন্তত জাগো। দেশে বিপ্লব ঘটানোর জন্য না জাগলেও অন্তত প্রকৃতির আহবানে সাড়া দেওয়ার জন্য জাগো। তোমরা তো এইটাই পারো সবচেয়ে বেশি।
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৬
মনের মত কেউ বলেছেন: টিস্যু লাগবে গণ্ডমূর্খ?
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৫ রাত ৩:৫০
মোহামমদ অাবুল বাশার বলেছেন: বাহ ! পাকিসতানের পতি তোমার দরদ দেখে আবেগে কাইনদা হালাইছি