![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এই হত্যার দায় স্বীকার করছি।
____________________________________________________
আজকের হত্যার দায় কি কেউ স্বীকার করেছে?
আইএস অথবা জামাত শিবির, কে এই নির্মমতা দেখিয়েছে।
সজিব ওয়াজেদ কি পেয়েছেন কোন তথ্য? বিশ্বাসযোগ্য সুত্র হতে।
জঙ্গি নাকি বিএনপি কে করেছে এই হত্যা, কে সেটা ইনুর মতে।
পিলার ধরে কে নাড়া দিয়েছে? মাতৃগর্ভে থাকা গুলিবিদ্ধ কোন শিশু?
শাস্তিটা কি দিয়েছেন শুনি?লাত্তি মেরে করেছেনতো গর্ভপাত অন্য কোন একাত্তরের যীশু?
আর সম্পাদকদের রিটা খাজ নতুন কি বলেছেন? আল-কায়েদা, একিউআইএস ঘটনা ঘটিয়েছে।এইরকম কিছু?
নাকি প্রধানমন্ত্রীর ধমকে প্যান্ট নষ্ট হয়েছে। ছেড়ে দিয়েছে রিটা খাজের পিছু।
লোকটা কি জাপানিজ ছিল? নাকি আজিজ মার্কেটের পটল কারবারি?
এইবার কি বলা হবে?পটল কারবারি পটল তুলেছে আমরা কি করতে পারি?
র্যাব এর পরিকল্পনাটা কি? গ্রেফতার করে নিয়ে আসবে কোন দুঃখিনীর হতভাগাকে।
দিন দশেক ফিজিওথেরাপির পর হতভাগা স্বীকার করবে, আমিই হত্যা করেছি,
আপনারা যার কথা বলছেন তাহাকে।
ডিবি কি করবে শুনি?মুক্তিপণের টাকা আদায় করার এইতো সুজুগ, ভালো দেখে কাউকে ধর।
কি বল এই কটা টাকাও দিতে পারবে না, সেতো থামিয়ে দিতে চেয়েছিল শুদ্ধস্বর।
ওমা! সে কি?একটি বড় ভাইও কি পাওয়া যায় নাই?একটি অমর কণ্ঠ হত্যার দায় চাপিয়ে দেয়ার?
আজ সময় হয়েছে তাই আমার। এই হত্যার দায় নিজের কাদে নেওয়ার।
আমি সত্য প্রতিষ্ঠায়,গণতন্ত্র রক্ষার স্বার্থে, চ্যাটে মগ্ন হয়ে সিগারেট ফুকতে ফুকতে নিটনকে হত্যা করেছি।
তোমরা সব অশুদ্ধ চিন্তা বাদ দিয়ে দাও।আমাকে এসে ধরে নিয়ে যাও।
আমি এই হত্যার দায় স্বীকার করছি।
২| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৭
ফারুক এহসান বলেছেন: আবারও প্রচলিত সব কথা শোনা যাবে জামাত-শিবির, বিএনপি এইগুলি করেছে, যুদ্ধাপরাধের বিচার বানচাল এর লক্ষ্যে চালানো হয়েছে এই হামলা ব্লা ব্লা ব্লা ম্যাতকার
৩| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭
আমি আবুলের বাপ বলেছেন: আমি সত্য প্রতিষ্ঠায়,গণতন্ত্র রক্ষার স্বার্থে, চ্যাটে মগ্ন হয়ে সিগারেট ফুকতে ফুকতে নিটনকে হত্যা করেছি।
তোমরা সব অশুদ্ধ চিন্তা বাদ দিয়ে দাও।আমাকে এসে ধরে নিয়ে যাও।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমরা সব অশুদ্ধ চিন্তা বাদ দিয়ে দাও।আমাকে এসে ধরে নিয়ে যাও।
আমি এই হত্যার দায় স্বীকার করছি। ...................+++
ভাই রিমান্ডে নিলে হাসিনাও এই হত্যার দায় স্বীকার করবে................