নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

. . .

....

জাফরুল

ভবিষ্যতে একটা হাসপাতাল বানাতে চাই। যেখানে স্বার্থ আর অর্থ-বিত্তের মোহে মনসিক অসুস্থ মানুষগুলিকে চিকিৎসা দেয়া হবে।

জাফরুল › বিস্তারিত পোস্টঃ

বিয়া আমি করুম না, আমারে বাঁচান....

০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:২১

কি বিপদ বলুনতো দেখি!X(

আমার বিয়ে নিয়ে এরা এত উঠে পরে লাগলো কেন? আমিতো বুড়ো হয়ে যাচ্ছি না, মাত্র বড় হচ্ছি। বছর দুই আগে শুরু হয়েছে এই অত্যাচার আমার দুই সহকর্মির মাধ্যমে। তারা সারাক্ষণ জ্বালাতন করতো বিয়ে করার জন্য। প্রথম দিকে মজা পেতাম। চুপচাপ শুধু হাসতাম।:) এরপর মাত্রা বেড়ে গেল।

প্রলুব্ধ করার জন্য বলত -‌‌‌‍‌'যত আগে বিয়ে করবেন ততই মজা, এক দিন পরে বিয়ে করা মানে একটা দিন আনন্দটাকে মিস করা, ইত্যাদি ইত্যাদি।'

একদিন রেগে গিয়ে বললাম -আরে ভাই নিজে অল্প বয়সে বিয়ে করে ভুল করেছেন বলে আমাকেও একই ভুল করতে বলছেন?X((

যাক এরা একটু কমেছে।

কিন্তু ইদানিং অন্যদের তাফাল্লিং বেড়ে গেছে। হাসিমুখে কতক্ষণ চুপ করে সহ্য করা যায় বলেন? কাল একজনের সঙ্গে একচোট হয়ে গেছে। ছালা.. একটু বেশি বেশি।;)



আজ আবার এক বড় ভাই অনেক দিন পর ফোন দিল, প্রথমেই জিজ্ঞেস করলো বিয়ে করেছি কিনা। বললাম -সময় কোথায়! সারাক্ষণ অফিসে ব্যস্ত থাকতে হয়। সপ্তাহে একদিন ছুটি পাই, সেদিন ব্যস্ত থাকি আরো বেশি। সুতরাং বিয়ে করার সময় কই!;)

তিনি হাসলেন।



বছরখানেক আগে মা বিয়ের কথা তুলতেই আপাকে সাফ জানিয়ে দিলাম ত্রিশের আগে কোন কথা নয়।





এর নিচে আর কেউ পইড়েন না, মনে মনে একটু বিড়বিড় কইরা লই:)

________________________________________________



বিয়ে করতে তো আমারও মনে চায়, মাগার টাকা কই? যে হারে সোনার দাম বেড়েছে....:)

বউয়ের পছন্দমত সোনা দিতে না পারলে সারাজীবন খোটা দিতে থাকবেX(

আপা-ভাবীদেরকে আগেই বলে রেখেছি -শ্বশুরবাড়ী থেকে একটাকার জিনিসও নেব না, নিজের যা থাকবে তা-ই দিয়ে সংসার সাজাবো, বউয়ের খোটা শুনবে কে?;)

সুতরাং বিয়েটা একটু দেরিতেই করতে হচ্ছে:((:((:((

মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:২৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৩০

আউলা বলেছেন: আহারে ভাই সমবেদনা রইল।

৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

রাখালছেলে বলেছেন: বাহ বাহ...এই না ব্লগার...চালিয়ে যাও গুরু ... :-B :-B :-B :-B

৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৭

আর.হক বলেছেন: সোনার দাম বাড়ছ কে কইছে... কমছে

৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:২৫

খাটাস বলেছেন: ত্রিশের আগে কোন কথা নয়। গুড থট।
শ্বশুরবাড়ী থেকে একটাকার জিনিসও নেব না- কথা টার জন্য প্লাস।
ভাল থাকবেন, শুভ কামনা।

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩

জাফরুল বলেছেন: দ্বিতীয় লাইনের ইচ্ছেটা অনেক আগে থেকেই লালন করছি।

শুভ কামনা আপনার জন্যেও।

৬| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৩৯

দুরন্ত-পথিক বলেছেন: পালিয়ে যান কোথাও,তাহলে এই বিয়ার ঘ্যানঘ্যানানি থেকে বাচবেন।

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৫০

জাফরুল বলেছেন: আইডিয়া খারাপ না, মাথায় রইলো।

৭| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৪৫

মাক্স বলেছেন: আরে বিয়া কৈরা ফালান একদিন পরে করা মানেই একটা আনন্দের দিন নষ্ট :P

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৭

জাফরুল বলেছেন: :P :P :P

৮| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:২১

শিশির সিন্ধু বলেছেন: খালি বলেন আপনার আপাতত সোনার সমস্যা আছে..ঠিক হইলে বিয়া করবেন .........তারপর দেখেন বাকী জিবন বিয়া কথা কেউ তুলবো না =p~ =p~

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৪৩

জাফরুল বলেছেন: =p~ =p~=p~ =p~=p~ =p~=p~ =p~

৯| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৪:৪৫

বাংলার হাসান বলেছেন: পুরুষ মানুষ ২ প্রকার। জীবিত ও মৃত। আপনি এখনো জীবিতের কাতারে আছেন।

আগের কমেন্টে “ন” টা আসে নাই, তাই আগের কমেন্টটা মুছে দিলে কৃতার্থ হবো।

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৪৪

জাফরুল বলেছেন: আরো কয়টা দিন বাঁচতে চাই :D :D :D

১০| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৩

দি সুফি বলেছেন: 'যত আগে বিয়ে করবেন ততই মজা, এক দিন পরে বিয়ে করা মানে একটা দিন আনন্দটাকে মিস করা, ইত্যাদি ইত্যাদি।'

ভাল কথাই তো বলছে ;) ;)
ত্রিশের আগেই বিয়ে করেন, দেরি করবেন কেনু?
আর সোনার দাম তো কমছে! B-)) B-))

১১| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৮

ভিটামিন সি বলেছেন: ভাই বিয়া করেন। বিয়া না করলে জীবনটাই বৃথা। সোনার দাম তো অনেক কমেছে। সিঙ্গাপুরে ২২ ক্যারেট ৩৮,৯০০.০০ টাকা ভরি। যাই হউক, বিয়ের পর সকালবেলা ভাবী যখন গোসল সেরে এসে আপনার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে ঘুম থেকে ডেকে তুলবেন, আর আপনি চোখ খুলে দেখবেন ভাবী চায়ের কাপ হাতে দাড়িয়ে আছে, মনে হবে আপনি স্বর্গের সপ্তম স্তরে আছেন। এটা আমার বিয়ের পরের অনুভুতি। ৩০ এ বিয়ে করবেন। বাচ্চা হবে ৩৩/৩৪ এ। আপনি বাচবেন ৫৭ বছর। আপনার ছেলে/মেয়ের ২২/২৩ বছর বয়সেই আপনি ফট্টাস। তারপর আপনার ছেলে/মেয়ের দায়িত্ব কার কাছে দিয়ে যাবেন? ওকে তো প্রতিষ্ঠিত করে যেতে পারবেন না। এটা আমার থিওরি। কলাগাছ আপনার, আপনি কাটবেন না রাখবেন আপনার ব্যাপার্।

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৪৭

জাফরুল বলেছেন: ভাই আপনার থিওরিতে দ্বিমত পোষণ করার কোন কারণ নেই, কিন্তু চাইলেও তো করা যায় না পারিপার্শ্বিক কিছু ব্যাপারের কারণে।

দ্যাখেন নি বিড়বিড় করে কি বলেছি ;) ;)

১২| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১৪

অনুগমন বলেছেন: বউয়ের পছন্দমত সোনা দিতে না পারলে সারাজীবন খোটা দিতে থাকবে। বিয়া টা খালি করেন তারপরেই বুঝবেন।

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৪৮

জাফরুল বলেছেন: :(( :(( :((

১৩| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২০

মাহবু১৫৪ বলেছেন: আপনার ধারনা ভুল। সোনার দাম কমেছে। খোজ নিয়ে দেখুন বাজারে।

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৭

জাফরুল বলেছেন: তাই নাকি! তাহলেতো আজই সেরে ফেলতে হবে....

১৪| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮

ঊদাসপথিক বলেছেন: আপনার সহকর্মীরা অভিজ্ঞ মানুষ। আপনার ভাল চান বলেই বিয়ে করতে বলেছেন।
বিয়ে নিয়ে এক বড় ভাই উপদেশ দিছিল আমারে, সেটাই কপি করে দিলামঃ

"বিয়াটা সময় থাকতে করা ভাল। নিজ পায়ে দাড়ায়া বিয়া করমু এই আশায় থাকলে বিয়ার পর অনেক কিছুই খাড়াইব না।"

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৩

জাফরুল বলেছেন: আপনিও একই কথা কইলেন, এখন আমি কই যামু.... :(( :(( :((

১৫| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩

আত্নভোলা বলেছেন: আহা আহা......

১৬| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৯

সজিব ইসলাম বলেছেন: ফাঁকে নিজের একটা এড মেরে দিলেন।
মহিলাদের খোটার কথার কথা কচ্চেন, তাতো নিঃস্বাষ বন্ধ হওয়ার আগ পর্যন্ত সুনতে হবে করন
আপনি যদি আপনার বউকে আকাশের চাঁদ এনে দেন তবে সে বলবে ওমুকের স্বামী তার বউকে পুরো আকাশ দিয়েছে আর তুমি দিয়েছ ঘোড়ার ডিম।

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:২০

জাফরুল বলেছেন: আপনি যদি আপনার বউকে আকাশের চাঁদ এনে দেন তবে সে বলবে ওমুকের স্বামী তার বউকে পুরো আকাশ দিয়েছে আর তুমি দিয়েছ ঘোড়ার ডিম।


হাসতেই আছি.....

১৭| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯

সমুদ্র কন্যা বলেছেন: একটু দেরিতেই করেন কিন্তু বউয়ের থেকে না নেয়াই ভাল।

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:২২

জাফরুল বলেছেন: কিন্তু সজিব ইসলামের কথা যদি সত্যি হয়......

১৮| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৪

স্বপ্নহীন নায়ক বলেছেন: ঊদাসপথিক বলেছেন: আপনার সহকর্মীরা অভিজ্ঞ মানুষ। আপনার ভাল চান বলেই বিয়ে করতে বলেছেন।
বিয়ে নিয়ে এক বড় ভাই উপদেশ দিছিল আমারে, সেটাই কপি করে দিলামঃ

"বিয়াটা সময় থাকতে করা ভাল। নিজ পায়ে দাড়ায়া বিয়া করমু এই আশায় থাকলে বিয়ার পর অনেক কিছুই খাড়াইব না।"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.