নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভরসার গান

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা

মানব ও মানবতা

রঙের দুনিয়ায় আমি এখনও ছাত্র,তবে শখের বশে লেখক, সাংবাদিক, অনুবাদক আবার কখনো আরও অনেক কিছু।

মানব ও মানবতা › বিস্তারিত পোস্টঃ

ভয়ের কিছু নেই, আমরা ভালো-ই থাকবো

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০



বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কি আপনি চিন্তিত? গৃহযুদ্ধের আশংকায় শঙ্কিত? এসব শুধু শুধু ভয় করে লাভ নেই। জন্মগতভাবেই আমরা এবং আমাদের দেশ উত্তেজনাপ্রিয়। আমাদের জন্মই তো হল লড়াই করে, রক্তসাগর ডিঙিয়ে। স্বাধীনতার পর থেকে চলছে, নিত্য নতুন আন্দোলন। এক ইস্যু শেষ হয়, নতুন ইস্যু জন্ম নেয়। আমরা রাস্তায় নামি, ভাংচুর করি, কিছু মানুষের মৃত্যু হয়, আজরাইলের কাজ সহজ করে দিই।



২০০৭ আর ২০০৮ এ যখন রাজনীতি বন্ধ ছিল, পত্রিকার পাতাগুলো খুললে রাজনীতিবিদদের ছটফটানি দেখা যেত। দম বন্ধ হয়ে আসছিল সবার। কবে আবার খোলা হবে দরজা, রামদা হাতে আবার কবে মাঠে নামবে তারা?



সহিংসতা আর ভাংচুরের এসব নারকীয় দৃশ্য আমাদের জন্য স্বাভাবিক। হতাশার কিছু নেই। এরই মধ্যে সময় বয়ে যাবে। আমাদের পাশের দেশগুলো আরও এগিয়ে যাবে, আমরা পিছিয়ে যাবো। পেছানোর এ গতিতেও কিছু কিছূ সাফল্য আসবে, সেটাও তার নিজস্ব গতিতে। এ নিয়ে উদ্বেলিত হওয়ার কিছু নেই।



বাংলাদেশের সবচেয়ে ভাগ্যবানদের ব্যবসা হল মিডিয়া। এমন কোন দিন নেই, যেদিন প্রধান শিরোনাম করার জন্য তাদের হা করে বসে থাকতে হয়, এমনি কি আর এত এত পত্রিকা আর টেলিভিশনের জন্ম হয় প্রতি বছর?

আমরা ভালোই আছি। ভালোই থাকবো এভাবে।



রাজনীতির বিষাক্ত ছোবল আমাদের গা সওয়া হয়ে গেছে। কিন্তু তবুও ঝরে যায় কিছু প্রাণ, যাদের রক্তে তৈরী হয় নতুন ইস্যু, আন্দোলন আরও জেগে উঠে, শুধু নিভে যায় প্রাণহারানো মানুষগুলোর পরিবারের আশা-ভরসার প্রদীপটি।



আমার খুব জানতে ইচ্ছে করে, আকাশের ফেরেশতারা কি গোল হয়ে বসে এ দেশটির নারকীয় দৃশ্যগুলো দেখেন? তাদেরও কি মায়া হয় এ অভাগা মাতৃভূমির জন্য? তারাও কি অবাক হন আমাদের মৃত বোধশক্তি দেখে? মারামারির নির্লজ্জ দৃশ্য দেখে?

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

মানব ও মানবতা বলেছেন: আমি শিবির কিংবা লীগ নই, এখানে রাজনৈতিক কিছু লিখে লাভ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.