নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভরসার গান

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা

মানব ও মানবতা

রঙের দুনিয়ায় আমি এখনও ছাত্র,তবে শখের বশে লেখক, সাংবাদিক, অনুবাদক আবার কখনো আরও অনেক কিছু।

মানব ও মানবতা › বিস্তারিত পোস্টঃ

ইসলাম রক্ষার এ যুদ্ধ কে শেখালো? কার সাথে চলছে যুদ্ধ??

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

সারাদেশের নারকীয় তান্ডবের খবর ইতোমধ্যে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। এ বর্বরতায় শিহরিত হয়েছি আমরা সবাই। ক্ষোভ এবং প্রতিবাদের জন্য প্রাণ বলিদানের এ কৌশল ছাড়া কি আর কোন উপায় খুঁজে পায়নি ক্ষুব্ধ দল বাংলাদেশ জামায়াতে ইসলামী?



আমরা আদালতের বিচার এবং অপরাধের সাক্ষী প্রমাণের বাহ্যিক সবকিছুতে বিশ্বাসী। অভ্যন্তরের যাচাই আমাদের কাজ নয়। এতে যদি কোন পক্ষপাত হয়ে থাকে, তবে তা বিচারকদের দায়ভার। ইসলামের নির্দেশনা এরকমই।



ধরা যাক তাদের ভাষায়, মাওলানা সাঈদী নিরপরাধ এবং রাজনৈতিক কারণেই তাকে ফাঁসির রায় দেয়া হয়েছে। আল্লাহতে বিশ্বাসী হিসেবে তাদের উচিত ছিল এর দায়ভার স্বয়ং স্রষ্টার হাতে ছেড়ে দেয়া এবং রাজনৈতিকভাবে এর প্রতিবাদ জানানো। পৃথিবীর এ মঞ্চে আরও তো অনেক আলেম ও বিশেষ ব্যক্তিদেরকে অন্যায় ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে, এটাই তো প্রথম নয়।



রায় হওয়ার পর এখনও তো তিনি বেঁচে আছেন এবং পৃথিবীর আলো বাতাস ভোগ করছেন। অথচ এরই মধ্যে প্রাণ হারিয়েছে প্রায় অর্ধশত মানুষ। নিহতদের তালিকায় চোখ বুলালেই দেখা যাচ্ছে, এদের তিন চতুর্থাংশের বয়স ১৭-২৫। এরা সবাই টগবগে তরুণ। কারা এদেরকে কিসের উস্কানীতে মাঠে নামিয়ে হত্যাযজ্ঞে ঠেলে দিল? কার জন্য এতগুলো প্রাণ ঝরে গেল? কারা পিটিয়ে মারছে পুলিশকেও? এমন নৃশংস রাজনীতির প্রতি মানুষের অশ্রদ্ধা ও নিন্দার তীর গিয়ে ঠেকছে ইসলামের গায়ে, এর চেয়ে বড় বেদনার আর কী হতে পারে?



ইসলামের নামে রাজনীতি করে আসা দলটির দিকনির্দেশকরা আজকের সহিংস কর্মকান্ডে নিজেদের অধৈর্য এবং অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন। পরম শক্তিমান আল্লাহ পাকের কাছে একজন সাঈদী এবং একজন সাধারণ মানুষ একই মর্যাদার মূল্যবান। তবে কেন একজনকে বাঁচাতে এতগুলো মানুষকে উস্কে দিয়ে ঠেলে দেয়া হচ্ছে উম্মত্ত প্রতিবাদের উগ্রতায়?



আল্লাহ পাক বলেন, যে একজনকে অন্যায় ভাবে হত্যা করল সে যেন সব মানুষকে ধ্বংস করে দিল।’ (সূরা মায়েদা-৩২) অন্যত্র তিনি বলেছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না।’ (সূরা বাকারা-১৯৫)

জামাতের ভুলে যাওয়া উচিত নয়, আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমাদের উপর যেসব আপদ-বিপদ আসছে- তা তোমাদেরই কৃতকর্মের সামান্য ফসল। বেশিরভাগই তিনি ক্ষমা করে দিয়ে থাকেন।’ (সূরা শুয়ারা-৩০)



আগামী দিনগুলোতে কি ভয়াবহ পরিস্থিতি আসছে- তা নিয়ে আমরা শঙ্কিত। এ শঙ্কার আগুনে ঘি ঢেলে দিচ্ছে রাজনীতির সাথে ইসলামের উদ্দেশ্যপ্রণোদিত মিশ্রণ। নিজেদের স্বার্থ উদ্ধারে আজ যে দুটি বিষয় আমাদের দেশে দিনদিন হাতের মোয়া হয়ে উঠছে- তা হচ্ছে ইসলাম এবং নিরীহ মানুষের প্রাণ। আহা! পরম দয়াময় আর কত অসহায়ত্ব দেখলে এ জাতি ও মানচিত্রের প্রতি তার করুণাদৃষ্টি দেবেন?? আর কত উম্মত্ততা ও মূর্খতা দেখলে তিনি আমাদেরকে সুবুদ্ধি দিয়ে উদ্ধার করবেন?

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: ইসলাম জাত ও মানবতার অনেক উদ্ধের দিক নির্দেশক , তাকে
নিয়ে ব্যক্তি বা রাজনীতির সাথে জড়িয়ে মুলত ইসলামেরই ক্ষতি
সাধনে ব্যস্ত একদল , তাদের আল্লাহ সুমতি দিন ।

২| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬

কালবৈশাখীর ঝড় বলেছেন:
অব্যাহত নৈরাজ্য মেনে নেয়া যায় না।
প্রজন্ম মিলিশিয়া বাহিনী চাই
জনগনের জানমাল রক্ষা ও সন্ত্রাসি রাজাকারদের দমনের জন্য সরকারকে কৌশলি হতে হবে।
অব্যাহত নৈরাজ্য দমনে ঢাকায় ও আক্রান্ত ৯ টি জেলায়, প্রতিটি থানা ভিত্তিক লাঠিধারি মিলিশিয়া বাহিনী গঠন করতে হবে।
Click This Link

৩| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২

২০১৩ বলেছেন: "ধরা যাক তাদের ভাষায়, মাওলানা সাঈদী নিরপরাধ এবং রাজনৈতিক কারণেই তাকে ফাঁসির রায় দেয়া হয়েছে। আল্লাহতে বিশ্বাসী হিসেবে তাদের উচিত ছিল এর দায়ভার স্বয়ং স্রষ্টার হাতে ছেড়ে দেয়া এবং রাজনৈতিকভাবে এর প্রতিবাদ জানানো। পৃথিবীর এ মঞ্চে আরও তো অনেক আলেম ও বিশেষ ব্যক্তিদেরকে অন্যায় ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে, এটাই তো প্রথম নয়। "

ভালই কইছেন, মনে করেন আপনারে ধরে গ্রামের বিচারকরা মেরে ঠ্যাং ভেঙ্গে দেয়ার রায় দিল , আপনার জ্ঞাতি গোষ্ঠীরা কি মেনে নিয়ে বসে থাকবে নাকি প্রতিবাদ জানাবে।

৪| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬

ইলুসন বলেছেন: @২০১৩

হ! ঠিকই কইছেন। বিচারকের প্রতিবাদ জানাইতে গিয়া গ্রামের সাধারণ মানুষের বাড়িঘর লুট পাট করা লাগব, আর রাস্তাঘাট, রেললাইন উপড়ানি লাগব। খুব ভালা আপনের বিচার!

৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:০৩

ঝটিকা বলেছেন: ভালো লিখেছেন। নিরিহ মানুষ গুলো এভাবে প্রাণ হারাচ্ছে,আমার খুবই খারাপ লাগছে। কই সাইদি, কাদেরদের ছেলে রা তো রাস্তায় নামছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.