![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রঙের দুনিয়ায় আমি এখনও ছাত্র,তবে শখের বশে লেখক, সাংবাদিক, অনুবাদক আবার কখনো আরও অনেক কিছু।
তার নাম সাওবান। রাসূল সা. এর একজন গোলাম। রাসূলের খাদেম। একজন সাহাবীও। এ পরিচয়গুলোর চেয়ে ভিন্ন এক পরিচয়ে তিনি সবার কাছে পরিচিতমুখ ছিলেন।
রাসূলের জন্য তিনি ছিলেন ‘পাগলপারা ভক্ত’। ক্ষণিকের জন্যও তিনি রাসূল থেকে দূরে থাকতে পারতেন না। নবীর সামান্য অনুপস্থিতিতে অস্থির হয়ে যেতেন তিনি। এমনকি তার চেহারার রং বদলে যেত।
একদিন এই সাহাবী তার প্রিয়তম মানুষ রাসূলকে একান্তে কাছে পেয়ে বলে ফেললেন, হে আল্লাহর নবী! আমি কি জান্নাতে গেলে আপনাকে দেখতে পাবো! আপনি থাকবেন কত উঁচুতে, অন্য নবীদের সাথে আনন্দে! আর কে জানে কোথায় থাকবো আমি! বিশ্বাস করুন ইয়া রাসূলাল্লাহ! আমাকে যদি জান্নাত এবং জাহান্নাম থেকে কোন একটি বেছে নিতে বলা হয়- আমি যদি তখন দেখি যে জাহান্নামে গেলে আপনাকে দূর থেকে দেখা যাবে- আমি জান্নাত বাদ দিয়ে ঐ জাহান্নামকে বেছে নিবো। আমি ঐ আগুনে বসে আপনার দিকে তাকিয়ে থাকবো। আপনার দর্শনশূন্য জান্নাতের চেয়ে ওটাই আমার কাছে অনেক বেশি শান্তি ও স্বস্তিদায়ক।
রাসূলের জন্য পাগলপারা ভক্তের মুখে এমন অদ্ভুত ভালোবাসার কথা শুনে আল্লাহ পাকের আরশে যেন গুঞ্জন ধ্বনিত হলো। নেমে এলেন জিবরাঈল। তিনি নিয়ে এসেছেন সুসংবাদ। মহান শক্তিমানের পক্ষ থেকে সূরা নিসার ৬৯ নং আয়াত। যার অর্থ- যারা আল্লাহ এবং তার রাসূলকে মান্য করে, তারা তো থাকবে আল্লাহর পক্ষ থেকে নেয়ামতপ্রাপ্ত আম্বিয়া, সিদ্দীকীন এবং শহীদদের সাথে। বন্ধু হিসেবে এরা কতই না চমৎকার।'
২| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
রওনক বলেছেন: ভাই সালাম নেন। আপনি ভাই অসাধারন ১টা আয়াতের কথা লোখেছেন। আমি কখনও খেয়াল করি নাই।
@এম এম হোসাইন - কোরআনের আয়াতর পর আপনি আর কোন রেফারেন্স চান? আপনার কাছে এর চেয়ে বড় রেফারেন্স কী?
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪
মানব ও মানবতা বলেছেন: ধন্যবাদ ভাই। অনেকেই রেফারেন্স চায়, আমি সবসময় দেইনা। ব্লগ তো আর ব্ই সংকলন নয়, এখানে শুধু শেয়ার করার জন্য দেই। যার প্রয়োজন সে খুঁজে নিক। অসত্য হলে জানিয়ে দিক।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮
এম এম হোসাইন বলেছেন: পোস্টে প্লাস। তবে রেফারেন্স দিলে ভাল হবে।