নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভরসার গান

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা

মানব ও মানবতা

রঙের দুনিয়ায় আমি এখনও ছাত্র,তবে শখের বশে লেখক, সাংবাদিক, অনুবাদক আবার কখনো আরও অনেক কিছু।

মানব ও মানবতা › বিস্তারিত পোস্টঃ

লেখায় লেখায় চলে গেল অনেক বেলা

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০১

গতকাল আমার ২০০তম পোস্ট প্রকাশিত হল এই ব্লগে। এই প্রবাসের নিঃসঙ্গ ছাত্রজীবনে ব্লগ লেখা আমার আনন্দ ও স্বস্তির অন্যতম উপকরণ। আমার প্রবাসজীবনের বয়স এবং ব্লগে আমার উপস্থিতি একসমান। ২ বছর ৫ মাস। এর মধ্যে লিখে ফেললাম প্রায় ২০০ লেখা।



সাহিত্য কিংবা জ্ঞানের মানদন্ডে এর কোনটি উত্তীর্ণ না হলেও কিছু কিছু লেখায় আপনাদের অভাবনীয় সাড়া আমার ব্লগজীবনের সেরা সঞ্চয়। ‌'কে এই মাওলনা' শিরোনামে ১০ পর্বের ধারাবাহিক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ব্যক্তিগত জীবনের অজানা গল্পগুলো নিয়ে ১২ পর্বের ধারাবাহিক পড়ে অনেকেই তাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। এ পর্যন্ত প্রাপ্ত ১২৯৩ টি মন্তব্যের বিপরীতে আমার করা মন্তব্যের সংখ্যা মাত্র ৩১৪। আমার এ অক্ষমতার জন্য বন্ধুদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।



ইসলাম নিয়ে এ ব্লগের কিছু ব্লগারের অজ্ঞতাজনিত লাফালাফি এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার হীন উদ্দেশে কারো কারো অতি আগ্রহ আমাকে সবসময় আহত করে। আমার বিশ্বাসে এ দুটোই ইসলামের জন্য অবমাননাকর এবং ধর্ম সম্পর্কে তাদের জ্ঞানস্বল্পতার পরিচায়ক।



ছদ্মনামে লেখালেখির এ ব্লগটি ইতোমধ্যে আমার কোন কোন বন্ধু জেনে গেছে। এদের কেউ আমাকে জানিয়েছেন, আমার সবগুলো পোস্ট তারা পড়ে ফেলেছেন। তাদের অতি আগ্রহ ও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে।



ব্লগ হয়ে উঠুক আমাদের সৃজনশীলতা চর্চা এবং সত্য ও সুন্দরের নিরপেক্ষ প্রকাশের মাধ্যম। আমার প্রত্যাশা এটুকুই।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

বলাক০৪ বলেছেন: গুড, গুড। চালিয়ে যান। আমিও পিছিয়ে নেই। চার বছর দশ মাসে পঞ্চাশটি পোস্ট! কম কি?

২| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

বোকামন বলেছেন:






ব্লগ হয়ে উঠুক আমাদের সৃজনশীলতা চর্চা এবং সত্য ও সুন্দরের নিরপেক্ষ প্রকাশের মাধ্যম। আমার প্রত্যাশা এটুকুই।

সহমত
শুভকামনা নিরন্তর..
আমার ব্লগে নিমন্ত্রন রইলো
ভালো থাকবেন

৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

আলতামাশ বলেছেন: ভাই, আপনি আমার এক জন প্রিয় ব্লগার, হয়তো সবচেয়ে প্রিয় ব্লগারও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.