নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভরসার গান

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা

মানব ও মানবতা

রঙের দুনিয়ায় আমি এখনও ছাত্র,তবে শখের বশে লেখক, সাংবাদিক, অনুবাদক আবার কখনো আরও অনেক কিছু।

মানব ও মানবতা › বিস্তারিত পোস্টঃ

তবে আর কেন ইসলামের নামে রাজনীতি?

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪

আপাতত দেশের সবচেয়ে গরম ইস্যু ব্লগার। হেফাজতে ইসলামের ডাকা এ লংমার্চ উত্তাপ ছড়াচ্ছে চারিদিকে। এদের একমাত্র দাবী, ব্লগে ইসলাম নিয়ে ফাজলামো বন্ধ করতে হবে।

এর পক্ষে বিপক্ষে এ ব্লগে অনেক মানুষ আছেন, সবাই যার যার স্বার্থ ও চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত হয়ে পক্ষ বুঝে নিয়েছেন। কে কোনদিকে, তা নিয়ে আমার মাথাব্যথা নেই। অবাক হওয়ারও কিছু নেই।

এ পরিপ্রেক্ষিতে অবাক হয়েছি ইসলাম শব্দযুক্ত একটি রাজনৈতিক দলের নিরব ভূমিকা নিয়ে। রাজনৈতিক স্বার্থ তাদেরকে এত অন্ধ বানিয়ে রেখেছে, একজন সাঈদী কিংবা কয়েকজন নেতার ইস্যু তাদের কাছে মহান আল্লাহ এবং নবীর সম্মান ও মর্যাদা রক্ষার ইস্যুর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।

ব্লগে ইসলামের অবমাননার বিরুদ্ধে আন্দোলন চলছে মাস হয়ে গেল। অথচ এ দলটির কোন বিবৃতি, প্রতিবাদ কিংবা কোন কর্মসূচী আমাদের চোখে পড়েনি। যে কোন মূল্যে যে কোন স্বার্থ জলাঞ্জলী দিয়ে হলেও ক্ষমতাটা চাই- তাদের হাবভাব দেখে এমনটাই মনে হচ্ছে।

হেফাজতে ইসলামের সাথে তাদের খাতির নিয়ে কথা উঠছে। যারা হাটহাজারীওয়ালাদেরকে চিনেন, তাদের কাছে এসব কথা পাগলের প্রলাপ মনে হবে। হাটহাজারীর সাথে জামাতের চরম বিদ্বেষ, জামাতের কোন নেতা কর্মীল আত্মীয় স্বজন ঐ মাদরাসায় হয়তো ভর্তিও হতে পারবে না। সামান্য জামাত সংশ্লিষ্টতা পেলে চোখের পলকে ঐ মাদরাসা থেকে বহিস্কার করে দেয়া হয়।

সম্পূর্ণ অরাজনৈতিক ইস্যুটিকে নিজেদের পক্ষে কাজে লাগাতে জামাতকর্মীরা ৬ এপ্রিল কি করে সেটাই এখন দেখার বিষয়। আশা করবো, ইসলামের অবমাননার শাস্তির এ দাবীকে তারা নিজেদের নেতাদের মুক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাববেন না। দল কিংবা নেতার স্বার্থের কাছে যদি ইসলামের স্বার্থ মহান না হয়, তবে আর কেন ইসলামের নামে রাজনীতি?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২১

রওনক বলেছেন: যে কারনে স্বাধীনতার নামে রাজনীতি!
স্বাধীনতা ব্যবসায়িদেরও শাস্তি দিতে হবে।

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আশা করবো, ইসলামের অবমাননার শাস্তির এ দাবীকে তারা নিজেদের নেতাদের মুক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাববেন না। দল কিংবা নেতার স্বার্থের কাছে যদি ইসলামের স্বার্থ মহান না হয়, তবে আর কেন ইসলামের নামে রাজনীতি?

চোরা না শুনে ধর্মের কাহিনী!!!!



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.