![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রঙের দুনিয়ায় আমি এখনও ছাত্র,তবে শখের বশে লেখক, সাংবাদিক, অনুবাদক আবার কখনো আরও অনেক কিছু।
কাবা শরীফের ইমামদেরকে নিয়ে দৈনিক আমারদেশের যে খবর ছাপা হয়েছিল, তা নিঃসন্দেহে নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য। পাঠকদের প্রতিবাদে সেদিন আমার দেশ তার অনলাইন থেকে তা সরিয়ে নিয়েছিল। তবুও সরকার তার ধর্মপ্রীতির মহান উদাহরণ হিসেবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে এ নিয়ে মামলা করেছে এবং আরও গণজাগরণ মঞ্চ সম্পর্কিত আরও অনেক রাজনৈতিক কারণে সরকারের অত্যাচার সইতে না পেরে আমারদেশ বন্ধ হয়ে গেল।
গতকাল প্রথম আলো যে গল্প ছাপিয়েছে- তাতে গণজাগরণ মঞ্চের নেতা-নেত্রীদেরকে হেয় করা হয়েছে এবং এ নিয়ে প্রতিবাদের ঝড় টের পাওয়া যাচ্ছে। এই সময়ের একমাত্র দেশপ্রেম সরবরাহকারী সরকারের আজ্ঞাবহ এই গণজাগরণ মঞ্চের যে মানহানি হলো- এতে তো প্রথমআলোর দেশপ্রেম প্রশ্নবিদ্ধ হওয়ার কথা। সরকারের দেশপ্রেমের নজির হিসেবে মতিউরকে কি গ্রেফতার করা হবে? প্রথম আলোর বিরুদ্ধে কি মামলা হবে? হয়তো না। তবে কি আমরা ধরে নিচ্ছি, সরকারের ভেতর ‘দেশপ্রেমের’ চেয়ে ‘ধর্মপ্রেম’ বেশি উপচে পড়ছে। আমরা কি এখন আওয়ামী লীগের দিকে আঙুল উঁচিয়ে বলবো- ‘তুই তালেবান, তুই তালেবান’। নাকি এসব নির্বাচনপর্যন্ত খাঁিট মুসলমান হয়ে থাকার উদ্দেশ্যপ্রণোদিত প্রয়াস? ‘মদীনাসনদ’ কি সেই ঘৃণ্য উদ্দেশ্যের নতুন অস্ত্র!!
বামবন্ধুরা কি পারবেন প্রথমআলোর বিরুদ্ধে সামান্যতম কোন ব্যবস্থা নেয়ার দাবী জানাতে? পারবেন না, জানি। সরকারের দেশপ্রেমের নমুনা দেখার সুবর্ণ সুযোগ আপনারা পাবেন না। আমরা কিন্তু সরকারের ইসলামপ্রেমের এবং কাবার সম্মানের নমুনা দেখতে পেরেছি। এই প্রবল ধর্মপ্রেম যদি দেশপ্রেমের কাছে হেরে যায়, তবে কি আওয়ামী লীগ তার বামবন্ধুদেরকে এভাবেই হেয় করবে?
বড়ই বিচিত্র বাংলাদেশ।
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩২
মেলবোর্ন বলেছেন: বড়ই বিচিত্র বাংলাদেশ। --তারচেয়ে বিচিত্র এর গনতন্ত্র ও রাজনীতিবিদরা এরা যে কোন নীতিতে চলে নিজেরাই জানে না। সবই ধান্দাতন্ত্র
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৮
আলতামাশ বলেছেন: আপনার ফেবু আইডির লিন্ক পেতে পারি?
Altamash