নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভরসার গান

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা

মানব ও মানবতা

রঙের দুনিয়ায় আমি এখনও ছাত্র,তবে শখের বশে লেখক, সাংবাদিক, অনুবাদক আবার কখনো আরও অনেক কিছু।

মানব ও মানবতা › বিস্তারিত পোস্টঃ

ওরাও জেগে উঠেছে !! কওমী মাদরাসার ছাত্রদের এমন সচেতনতা প্রশংসনীয়!!

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

সাভারের এ মর্মান্তিক ঘটনা নিয়েও হেফাজত ইস্যু চলে আসছে। কেউ কেউ ইচ্ছে করেই প্রসঙ্গটি টেনে আনছেন অযথা। অন্তত একটি সুখবর হলো- হেফাজতের যারা তৃণমূল কর্মী- কওমী মাদরাসার সেইসব তরুণদের কিছু সচেতন যুবকরা ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করে যাচ্ছে। হয়তো সীমিত- কিন্তু তাদের উদ্যোগ এবং এ জেগে ওঠা প্রশংসনীয়।

Click This Link

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

নিরীহ জন বলেছেন: বর্তমানে জাগ্রত হওয়ার সাথে সাথে সেই জাগ্রত হওয়ার বিষয়টা জানান দেওয়াও গুরুত্বপূর্ণ বিষয়। অথচ জানান না দিয়েও দেশ ও জাতির জন্য বহু মানুষ জেগে থাকে সেটাও এক বাস্তবতা। কিন্তু এই বাস্তবতা অনেক সময় ঠুনকো হয়ে দাড়ায় না জানানোর কারণে। আমার যদ্দুর মনে হয় হেফাজত এই জানানোর জায়গাটায় দুর্বল। নিজের জন্য না হোক অন্তত স্বার্থান্বেষীদের স্বার্থোদ্ধার রোধে তারা এই জায়গাটায় সবল হোক।

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

আফিফা মারজানা বলেছেন: ওদেরকে "তারা" জাগতে দিতে চায়না ।তবু ওরা জাগবেই

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

জাতির চাচা বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ।দেশের সকল ভালো কাজে কওমী মাদ্রাসার ছেলেদের পাবো এই প্রত্যাশা করছি।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই জাগরন জাগ্রত থাকুক সবসময়।


ডিএমসিতে রক্ত দিয়ে আসার পথে ইমাম সাহেবকে পেয়ে- বলেছিলাম- একটা অনুরোধ রাখেন- যদি পারেন মিম্বর থেকে রক্ত দেয়ার ফজিলত বর্ণনা কইরেন।

আর চোখ, কিডনী এইসব মরনোত্তর দানে যে কোন গুনাহ নাই, মানবতার উপকার আছে পারলে বুঝাইয়েন।।

আবারো বলি - এই জাগরন জাগ্রত থাকুক সবসময়।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০

উদাসী স্বপ্ন বলেছেন: নাস্তিকদের রক্ত নেয়া কি হালাল?

৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

নিরীহ জন বলেছেন: নাস্তিকদের রক্ত কি লাল?

৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

ইসপাত কঠিন বলেছেন: জাবের আহমেদ
এনাম মেডিকেলের রুগীদের জন্য এই মুহুর্তের প্রয়োজনীয় মেডিসিনের লিস্ট .
শেয়ার করুন সবাই. প্লিজ!!
"হিন্দু না মুসলিম ওরা ঐ জিজ্ঞাসে কোনজন?
কান্ডারী বল ডুবিছে মানুষ সন্তান মোর মার"


Inj. Seftriaxon
Inj. Ketorolac
Inj. Omeprazole
Inj. TT
Inj. TIG IV Saline
IV Hartman Solution Thread Silk
>>>> জাবে

ধন্যবাদ জাবেরদের মত মানুষদের

৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০২

বাংলাদেশি বাংগালী। বলেছেন: এই জাগরন জাগ্রত থাকুক সবসময়।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: কিন্তু তাদের উদ্যোগ এবং এ জেগে ওঠা প্রশংসনীয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.