![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রঙের দুনিয়ায় আমি এখনও ছাত্র,তবে শখের বশে লেখক, সাংবাদিক, অনুবাদক আবার কখনো আরও অনেক কিছু।
1) প্রসিদ্ধ পণ্ডিত এবং বুজুর্গ ব্যক্তিত্ব মুহাম্মাদ ইবনুল মুনকাদির বলেন, আমার ভাই রাতভর নামাজ পড়তো। আর আমি সারারাত মায়ের পা টিপে দিতাম। আমার ভাইয়ের রাতের বিনিময়ে কেউ আমার রাতটুকু নিতে চাইলে আমি কখনোই তা দেব না। মায়ের পায়ের কাছে বসে রাত পার করে দেওয়া ওই জায়নামাজে পুরো রাত নামাজের চেয়েও আমার কাছে অনেক বেশি ভালো ও পছন্দনীয়।
2) বিখ্যাত মুহাদ্দিস ও এবং ইমাম হাইওয়া বিন শুরাইহ। সকালে যখন তিনি অসংখ্য ছাত্রকে ইলম ও হাদীস পড়াতেন, তখন হঠাৎ তার মা ডেকে বলতেন, এই হাইওয়া, যা তো বাপ, মুরগিগুলোকে খাবার দিয়ে আয়! মায়ের এমন আদেশ শোনামাত্র তখনই হাদীসের দরস ছেড়ে সবাইকে রেখে উঠে যেতেন তিনি। তারপর মুরগিগুলোকে গম ছিটিয়ে দিয়ে আবার এসে বসতেন ছাত্রদেরকে পড়াতে।
3) হজরত উমর বিন জর যখন মারা গেলেন তখনও তার বাবা জর বেঁচে ছিলেন। লোকেরা এসে বাবাকে জিজ্ঞেস করলো, উমর আপনাদের সঙ্গে কেমন আচরণ করতো? ব্যাথাতুর বাবা বললেন, আমি যখন তার সঙ্গে রাতে বের হতাম, সে আমার সামনে সামনে পথ চলতো। আর যখন দিনে তার সঙ্গে কোথাও যেতাম, সে আমার পেছনে পেছনে হাঁটতো। কোনোদিন সে এমন ঘরের ছাদে উঠেনি, যে ছাদের নিচে আমি আছি।
4) হজরত আওন বিন আব্দুল্লাহ। একদিন তার মা যখন তাকে ডাকলেন, মায়ের ডাকে সাড়া দিতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে তার আওয়াজ স্বাভাবিকের চেয়ে উঁচু হয়ে গেল। তিনি আঁতকে উঠলেন, এ কী হলো! তখনই তিন দু জন গোলাম আল্লাহর নামে মুক্ত করে দিলেন, যাতে মায়ের ডাকে সাড়া দেয়ার সময় আওয়াজ অতিমাত্রায় উঁচু হওয়ায় কোনো গোনাহ হয়ে থাকলে তা তিনি মাফ করে দেন।
5) হজরত উরওয়া বিন যুবাইর বলতেন, যে সন্তান তার মা-বাবার দিকে চোখ বড় করে তাকায়- সে আর যা-ই হোক, মায়ের অনুগত সন্তান নয়।
-অনুবাদ ঃ তামীম রায়হান
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫
সাধারণ মুসলমান বলেছেন: সুন্দর ৷ এখন অনেকে এসবকে বাড়াবাড়ি বলে বসবে ৷ কারণ আমাদের ইসলাম চর্চাকেও মুক্তচিন্তার ফ্যাশন পেয়ে বসেছে ৷ আদব ইসলামের অমূল্য অংশ ৷ যার শত শত প্রমাণ হাদিসবিশারদরা জানেন ৷
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭
স্টকহোম বলেছেন: হায়রে মা!!! এই সমস্ত সন্তানের কি বিচার হওয়া উচিৎ ?http://somewhereinblog.net/blog/nanabhai/29923061
"আমি একজন মা। আমার দুধের দাবী ছাড়বো না। রোজ হাশরের ময়দানে তুই আমার দুধের দাম শোধ করবি।তোকে আমি মাফ করবো না!"
Click This Link
এদেরকে কি করা উচিৎ?
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩
বেলা শেষে বলেছেন: Salam & Respect for tomuch good writing.
good luck to you, up to next time...