![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রঙের দুনিয়ায় আমি এখনও ছাত্র,তবে শখের বশে লেখক, সাংবাদিক, অনুবাদক আবার কখনো আরও অনেক কিছু।
আরব আমিরাতের প্রথম প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান (১৯১৮-২০০৪) এর নাম আজও আরবজাহানে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করা হয়। আরব আমিরাতের বিস্ময়কর উত্থানের শুরু তার হাত ধরেই। কিন্তু পাশাপাশি তিনি ছিলেন মানবীয় গুণাবলীতে সমৃদ্ধ একজন নেতা। তাকে নিয়েই একটি ঘটনা।
কোনো এক জনসমাগমে তিনি সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাত ও খোলামেলা কথা বলছিলেন। এক মহিলা তার কাছে আকুতি জানালো, আমার স্বামী অনেকদিন ধরে জেলবন্দী। তার অপরাধ সামান্য এবং শাস্তির মেয়াদ শেষ হতে এখনও দু বছর বাকি। স্বামীবিহীন সংসার চালাতে গিয়ে আমি বিপর্যস্ত ও অসহায় হয়ে পড়ছি। আপনি যদি তার এই দু বছর মাফ করে দেন, আমার জন্য বড় মঙ্গল হবে। শেখ জায়েদ মহিলার কথা শুনলেন এবং কাগজে তার স্বামীর নাম ও জেলখানার নাম লিখে নিলেন। অভয় দিয়ে বললেন, ইনশাল্লাহ আমি ব্যাপারটি দেখব। আপনি নিশ্চিন্ত থাকুন।
সারাদিনের কাজকর্ম শেষে রাতে যখন তিনি মজলিসে বসে কথা বলছিলেন বন্ধুদের সঙ্গে, হঠাৎ তার মহিলার কথা মনে পড়লো। তখনই পকেটে হাত দিয়ে দেখেন, কাগজটি হারিয়ে গেছে। ব্যস্ততার ফাঁকে কোথায় রেখেছেন বা পড়ে গেছে, কোনোভাবেই বের করতে পারছেন না। অথচ তিনি তো ওই মহিলাকে কথা দিয়েছিলেন ব্যাপারটি বিবেচনার। এদিকে ওই মহিলাকেও এখন খুঁজে বের করা অসম্ভব প্রায়। এতো ভিড়ের মধ্যে কে মনে রেখেছে তার অবয়ব আকৃতির কথা। তবে এখন কী করা!
একজন সাধারণ প্রজা মহিলার কাছে প্রদত্ত আশ্বাস তবে কি তিনি এড়িয়ে যাবেন! কিন্তু ওই মহিলা যে স্বামীর পথ চেয়ে বসে আছেন! পরদিনই তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, আরবআমিরাতে সবগুলো জেলখানায় যতো বন্দী এমন আছে, যাদের শাস্তির মেয়াদ আরও দু বছর বাকি আছে, তাদের সবাইকে যেন ছেড়ে দেয়া হয়।’ এতে নিশ্চিতভাবেই ওই লোকটিও মুক্তি পাবেন, যার স্ত্রী গতকাল শেখ জায়েদের কাছে স্বামীর জন্য ক্ষমাপ্রার্থনা করে আকুতি জানিয়েছিলেন।
দেশের সমৃদ্ধির জন্য সবার আগে নেতাদের মানসিক সমৃদ্ধি প্রয়োজন। পক্ষান্তরে আমাদের দেশে চারিদিকে দলান্ধ ও সংকীর্ণমনা নেতাদের লোকদেখানো আয়োজন। এজন্যই তাদের এবং আমাদের পার্থক্য এত যোজন যোজন।
২| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৪
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: নেতাকে এমনি হতে হয়, শাসন ও সোহাগ।
আমাদের নেতাদেরও এরকম গুন আছে, চুরি ও চামারি।
৩| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৩
আলী খান বলেছেন: ঘটনা সত্য...........
৪| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাহ! একজন সত্যিকারের জনদরদী নেতার কথা জানলাম। ধন্যবাদ।
৫| ২৭ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৪
আমিনুর রহমান বলেছেন:
স্যালুদ !
৬| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ২:০৮
মানবতার ভাই বলেছেন: হেইল শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ... (y)
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৬
কোবিদ বলেছেন:
চমৎকার মানসিকতা।
মহান সৃষ্টিকর্তা আমাদের
সবার মাঝে এমন মন মানসিকতার
আহব তৈরী করেন যেনো। আমিন