![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুরা শুরুতে সালাম ও শুভেচ্ছা জানবেন । জনশ্রুতি আছে যে , বাংলাদেশের একটি অবহেলিত , অনুন্নত , মঙ্গা পিরিত , দরিদ্র পিছিয়ে পরা অঞ্চল হচ্ছে আমাদের রংপুর বিভাগ । এটা অস্বিকার করছি না । কিন্তু এই গ্লানি আমাদের প্রতি পদে পদে বয়ে বেড়াতে হচ্ছে । এই কারনে আমরা বার বার যোগ্যতার প্রমান দিয়েও নিচে নেমে পরছি । এবার আমাদের সোচ্চার হতে হবে । প্রতি ক্ষেত্রে আমাদের এগিয়ে যেতে হবে । এ জন্য চাই সবার সহযোগিতা , মানসিকতা , সাহস আর উত্সাহ । এগুলই হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র প্রেরণা । এবার মূল কথায় আসি , আপনারা সবাই হয়তো জানেন , বেসরকারী টি ভি চ্যানেল ATN বংলা , FILM জন্য " ATN Bangla-Talent Hunt" নামে বাংলাদেশের সর্ববৃহত্ রিয়েলেটি শো করছে । এই শোতে রংপুর বিভাগ গংগাচরা উপজেলার ধনতোলা গ্রামের । সাইফুল ইসলাম সুজন এর বড়ো মে এষা অংশগ্রহণ করেছে । ইতোমধ্যে প্রথম রাউন্ড শেষ হয়েছে । । এবার ফাইনাল রাউন্ড ।
বন্ধুরা আমি অনেক দিন থেকে ফেসবুকে আর বিভান্ন ব্লগে লেখা লেখি করছি , কোন দিন কার কাছে কিচ্ছু চাই নি আজ চাচ্ছি ! কিন্তু আমার জন্য নয় ! আমাদের রংপুরের মেয়ের জন্য ভোট চাচ্ছি । একটি ভোট , আপনার একটি ভোটেই পারে এই মেয়ে কে প্রথম সারির অভিনেএী হিসেবে প্রতিষ্ঠিত করা । তাই সকল বন্ধুদের অনুরোধ করছি ,আপনারা সবাই S M S এর মাধ্যমে অন্তত্য একটি করে ভোট দিন । আর রংপুর বিভাগের সকলকে বলছি , আমরা আর পিছনে পরে থাকতে চাই না , আমরা সামনে আসতে চাই , আপনারা সবাই ভোট দিন ।
ভোট করার নিয়মঃ
রবি নম্বর থেকে TH(স্পেস)ESHA লিখে 2877701নম্বরে sms করুন যত বার খুশি।
সবাই কে ধন্যবাদ
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩
জাহাঈীরআলমবকুল বলেছেন: ধন্যবাদ
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: বকুল ভাই, লেখাটা খুব পরিচিত লাগছে! আপনি নিজেই কি এটা লিখেছেন? না করো লেখা কাটছাট করেছেন? জানালে খুব উপকৃত হবো।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩০
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: ভাই দেখছি লাইনে আছেন দয়া করে উত্তর দিন
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: আমাদের রংপুরের এই মেয়ের জন্য শুভ কামনা রইল। সেই সাথে আমি নিজেও এসএমএস করছি। ছবিটাকে ফেসবুকে পোষ্ট করছি।