নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

মানুষের জীবনে অতীত কি মুছে যায়?(movie review)

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩









Yesterday Never Ends

"Ayer no termina nunca" (original title)

বর্তমান সময়ের একজন অন্যতম Spanish চিত্রপরিচালক Isabel Coixet, যার উল্লেখযোগ্য ছবি হলো , My Life Without Me(2003), The Secret Life of Words(2005), Paris, je t'aime (2006), Elegy(2008)৷ যদিও নিজেকে একজন নারীবাদী হিসেবে পরিচয় দিলেও তার ছবিতে পুরুষচরিত্রের যথেষ্ট ভূমিকা থাকে৷তার এইবছরের ছবি Yesterday Never Ends যার চিত্রনাট্যও নিজের করা ৷ছবিটি এক প্রাক্তন দম্পতিকে ঘিরে,যাদের দেখা হয় ডিভোর্স সন্ক্রান্ত সমাধানস্হলে-----ছবি শেষে দেখা যায় সমাধিস্থল৷ ইসাবেলের ছবির আরেকটি বৈশিস্ট্য হলো কম বা গুটিকয়েকটি চরিত্র বা performer-কে ঘিরে৷ এই স্পেনীশ ভাষার ছবিতে যদিও কম চরিত্র তারপরও সমাজ, বিশ্বমন্দা, বারবণিতা, স্পেনের বর্তমান অর্থনৈতিক দূরবস্থা ইত্যাদি narrative বর্ণনায় উঠে এসেছে৷বর্তমানে জার্মানীতে বসবাসরত স্পেনীশ শিক্ষক (Javier Cámara) তার প্রাক্তন সহধর্মীর চিঠির ফলশ্রুতিতে স্পেনের কাতালান লোকেশনের কোনস্থানে দেখা করতে আসেন৷যদিও অনেক ধীরগতির কাহিনীতে চমক হলো যখন জানা যায় তাদের একমাত্র সন্তান মৃত,ছাড়াছাড়ির কারণ, বর্তমান অবস্থা বিশেষ করে প্রধান মহিলা চরিত্রের(Candela Peña),উনার বর্তমান পেশা বোঝা যায় না৷২০১৭ সালের প্রেক্ষাপটে বেকগ্রাউন্ড ডায়লগভিত্তিক এই ছবিটির আরেকটি বৈশিস্ট্য ক্যামেরার কাজ যার পিছনে আছেন বর্তমান স্পেনের প্রভাবশালী Cinematographer Jordi Azategui.সাদাকালো এবং রজ্ঞিন দুই মাধ্যমেই চিত্রায়িত(অতীত ও বর্তমানকাল) এই ছবিটি মালাগা (Málaga) Spanish Film Festival’২০১৩- তে ৪টি পুরস্কার জিতে নেয়----শ্রেষ্ট প্রধান নারী চরিত্র,বিশেষ জুরি এওয়ার্ড,শ্রেষ্ট সিনেমাটোগ্রাফার,শ্রেষ্ট সম্পাদনা৷ যারা ভিন্নধর্মী ছবি খোজেন তারা সময় নিয়ে ছবিটি পরিবার নিয়ে দেখতে পারেন৷

সাবটাইটেলসহ ভাল প্রিন্ট খুজলে নেটে পাওয়া যেতে পারে,আমি গুগুলের এবং শ্পেনীশ জানা বন্ধুর সাহায্য নিয়ে ছিলাম৷

আইএমডিভি লিংক



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: সোফায় বসা দু'জনের ছবিটি দারুণ অভিব্যক্তিময়!

১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
যাপিত জীবনের অনুভবের ছায়াশিল্পের ক্ষণকাল ৷

মন্তব্যের জন্য ধন্যবাদ ৷ সর্বদা ভাল থাকবেন ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.