নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

দুটি রাশান মুভি রিভিয়্যু

০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮



In the Fog (2012) "V tumane" (original title)

সময়ের কষ্টিপাথরে দেশপ্রেম?(movie review)

১৯৪২ সালের জার্মানী অধিকৃত প্রাত্তন সোভিয়েতের প্রেক্ষাপট নিয়ে একটি যুদ্ধভিত্তিক ছবি৷কেন্দ্রীয় চরিত্র Sushenya (Vladimir Svirskiy),যাকে জার্মানীরা ধরে নিয়ে যায় কিন্তু পরে ছেড়ে দেয়৷কারণ অবশ্য ছবির শেষে জানা যায়৷তবে স্থানীয়রা তাকে বিশ্বাসঘাতক হিসাবে মনে করে এমনকি তার স্ত্রীও৷এদিকে তার ছোটবেলার বন্ধু Burov (Vladislav Abashin) তাকে নিতে আসে স্থানীয় কমান্ডারের সাথে সাক্ষাৎ করার জন্য আসলে মেরে ফেলার জন্য ৷ কিন্তু নানাবিধ ঘটনাপ্রবাহে সে বেঁচে যায় বরং বাকি দুইজন মারা পড়ে, কেন্দ্রীয় চরিত্র সবসময় চায় নিজের বিশ্বাসঘাতক দুর্নাম ঘুচাতে যার জন্য সে সবকিছু করতে রাজি থাকে(বন্ধু আহত বা মৃত লাশ নিয়ে দীর্ঘ পথ অতিক্রম)৷এসবের ভিতরে তৎকালীন সোভিয়েত কম্যুনিস্ট দলের সাথে স্থানীয় ও পার্টিজান সম্পর্কও প্যারালাল ভাবে দেখানো হয় এতে ৷ ১২৭মিঃ দৈর্ঘ্যের এই রাশান ছবিটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিস্ট্য হলো সিনেমাটোগ্রাফার Oleg Mutu –র অসামান্য fog বা কুয়াশার চিত্রায়ণ ৷Vasili Bykov-র উপন্যাস অবলম্বনে Sergei Loznitsa-র পরিচালিত ও চিত্রনাট্যে এইছবি নানা দেশে প্রদর্শিত ও পুরুস্কৃত হয়৷ যারা mystry ও war ভিত্তিক ছবি দেখেন তাদের ভাল লাগবে আশা করি ৷

আইএমডিভি লিংক

সাবটাইটেলসহ টরেন্ট















Elena

সময়ের সাথে সম্পর্ক পরিবর্তনশীল(movie review)

প্রাক্তন নার্স Elena-র সাথে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের অদ্ভূত বৈবাহিক সূত্রে আবদ্ধ ৷অদ্ভূত এই কারনে যে Elena যা খরচ করে তার হিসাব স্বামীকে মেমো বাবত জমা রাখতে হয় ৷ঔ পুলিশ অফিসারের আগের ঘরে মেয়ে আছে,আপতত দৃষ্টিতে বাবা-মেয়ের সম্পর্ক শীতল হলেও তারা পরস্পরকে ভালবাসে ৷আর Elena র পূর্বের ঘরের ছেলের ঘরে নাতী-নাতনী থাকে ৷ বেকার ছেলেকে Elena পেনসনবাবদ অর্থসাহায্য করে, দীর্ঘদিন যাবত ছেলের ব্যবসার জন্য অর্থ চেয়ে আসছে ৷স্বামীর হার্ট এটাকের পর Elena-র দীর্ঘদিনের সম্পর্ক অন্যদিকে টার্ন নেয়, সেটাই চমক ছবিটির ৷ Andrey Zvyagintsev পরিচালিত এই ছবির বড়দিক Elena-র চরিত্রে Nadezhda Markina-র সাবলীন ও নৈবক্তিক অভিনয়শৈলী ৷আর ক্যমেরার angle ও ব্যাকগ্রাউন্ড music (Philip Glass) পরিবেশের সাথে অদ্ভূতভাবে মিলে গিয়ে mistry-র আবহ তৈরী করেছে ৷

১০৯ মিনিটের ড্রামাভিত্তিক ছবিটি আস্তে আস্তে ভাল ও মনে রাখার পর্যায় চলে যাবে আশা করি সব সিনেমাপ্রেমীর ৷

আইএমডিভি লিংক



টরেন্ট





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.