নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

মাইকেল মধুসূদন দত্তের চতুর্দ্দশপদী কবিতাবলী পর্ব-৫

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

মাইকেল মধুসূদন দত্তের চতুর্দ্দশপদী কবিতাবলী পর্ব-৫



পর্ব-১

পর্ব-২

পর্ব-৩

পর্ব-৪





৪৬

বঙ্গদেশে এক মান্য বন্ধুর উপলক্ষে৫৬

হায় রে কোথা সে বিদ্যা যে বিদ্যার বলে

দুরে থাকি পার্থ রথী তোমার চরণে

প্রণমিলা দ্রোণগুরু  আপন কুশলে

তুষিলা তোমার কর্ণ গোগৃহের রণে ?৫৭

এ মম মিনতি দেব আসি অকিঞ্চনে৫৮

শিখাও সে মহাবিদ্যা এ দূর অঞ্চলে ৷

তা হলে পুজিব আজি মজি কুতুহলে

মানি যাঁরে পদ তাঁর ভারত-ভবনে 

নমি পায়ে কব কানে অতি মৃদুস্বরে

বেঁচে আছে আজু৫৯ দাস তোমার প্রসাদে৬০

অচিরে ফিরিব পুনঃ হস্তিনা-নগরে

কেড়ে লব রাজ-পদ তব আশীর্ব্বাদে ৷

কত যে কি বিদ্যা-লাভ দ্বাদশ বৎসরে

করিনু দেখিবে দেব স্নেহের আহ্লাদে ৷



৪৭

শ্মশান

বড় ভাল বাসি আমি ভ্রমিতে এ স্থলে

তত্ত্ব-ধীক্ষা-দায়ী স্থল জ্ঞানের নয়নে ৷

নীরবে আসীন হেথা দেখি ভস্মাসনে

মৃত্যুতেজোহীন আঁখি হাড়-মালা গলে

বিকট অধরে হাসি যেন ঠাট-ছলে 

অর্থের গৌরব বৃথা হেথা এ সদনে

রূপের প্রফুল্ল ফুল শুষ্ক হুতাশনে

বিদ্যা বুদ্ধি বল মান বিফল সকলে ৷

কি সুন্দর অট্টালিকা কি কুটীর-বাসী

কি রাজা কি প্রজা হেথা উভয়ের গতি ৷

জীবনের স্রোত পড়ে এ সাগরে আসি ৷

গহন কাননে বায়ু উড়ায় যেমতি

পত্র-পুঞ্জে আয়ু-কুঞ্জে কাল জীব-রাশি

উড়ায়ে এ নদ-পাড়ে তাড়ায় তেমতি ৷

৪৮

করুণ-রস

সুন্দর নদের তীরে হেরিনু সুন্দরী

বামারে মলীন-মুখী শরদের শশী

রাহুর তরাসে যেন  সে বিরলে বসি

মৃদে কাঁদে সুবদনা ঝরঝরে ঝরি

গলে অশ্রু-বিন্দু যেন মুক্তা-ফল খসি 

সে নদের স্রোত অশ্রু পরশন করি

ভাসে ফুল্ল কমলের স্বর্ণকান্তি ধরি

মধুলোভী মধুকরে মধুরসে রসি

গন্ধামোদী গন্ধবহে সুগন্ধ প্রদানি ৷

না পারি বুঝিতে মায়া চাহিনু চঞ্চলে

চৌদিকে বিজন দেশ হৈল দেব-বাণী

কবিতা-রসের স্রোতঃ এ নদের ছলে

সেই ধন্য বশ সতী যার তপোবলে 



৪৯

সীতা বনবাসে

ফিরাইলা বনপথে অতি ক্ষুণ্ন মনে

সুরথী লক্ষণ রথ তিতি চক্ষুঃ-জলে

উজলিল বন-রাজী কনক কিরণে

স্যন্দন দিনেন্দ্র যেন অস্তের অচলে ৷

নদী-পারে একাকিনী সে বিজন বনে

দাঁড়ায়ে কহিলা সতী শোকের বিহ্বলে

ত্যজিলা কি রঘু-রাজ আজি এই ছলে

চির জন্যে জানকীরে ? হে নাথ  কেমনে

কেমনে বাঁচিবে দাসী ও পদ-বিরহে ?

কে কহ বারিদ-রূপে স্নেহ-বারি দানে

(দাবানল-রূপে যবে দুখানল দহে)

জুড়াবে হে রঘুচুড়া এ পোড়া পরাণে ?

নীরবিলা ধীরে সাধ্বী নির্ম্মিত পাষাণে 

৫০

কত ক্ষণে কাঁদি পুনঃ কহিলা সুন্দরী

নিদ্রায় কি দেখি সত্য ভাবি কুস্বপনে ?

হায় অভাগিনী সীতা  ওই যে সে তরি

যাহে বহি বৈদেহীরে আনিলা এ বনে

দেবর  নদীর স্রোতে একাকিনী মরি 

কাঁপি ভয়ে ভাসে ডিঙ্গা কান্ডারী-বিরনে 

অচিরে তরঙ্গ-চয় নিষ্ঠুরে লো ধরি

গ্রসিবে নতুবা পাড়ে তাড়ায়ে পীড়নে

ভাঙ্গি বিনাশিবে ওরে  হে রাঘব-পতি

এ দশা দাসীর আজি এ সংসার-জলে 

ও পদ ব্যতীত নাথ কোথা তার গতি 

মুর্চ্ছায় পড়িলা সতী সহসা ভূতলে

পাষাণ-নির্ম্মিত মুর্ত্তি কাননে যেমতি

পড়ে বহে ঝড় যবে প্রলয়ের বলে ৷

৫১

বিজয়া-দশমী

যেয়ো না রজনি আজি লয়ে তারাদলে 

গেলে তুমি দয়াময়ি এ পরাণ যাবে 

উদিলে নির্দ্দয় রবি উদয়-অচলে

নয়নের মণি মোর নয়ন হারাবে 

বার মাস তিতি সতি নিত্য অশ্রুজলে

পেয়েছি উমায় আমি  কি সান্ত্বনা-ভাবে

তিনটি দিনেতে কহ লো তারা-কুন্তলে

এ দীর্ঘ বিরহ-জ্বালা এ মন জুড়াবে ?

তিন দিন স্বর্ণদীপ জ্বলিতেছে ঘরে

দূর করি অন্ধকার শুনিতেছি বাণী

মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণ-কুহরে 

দ্বিগুণ আঁধার ঘর হবে আমি জানি

নিবাও এ দীপ যদি কহিলা কাতরে

নবমীর নিশা-শেষে গিরীশের রাণী ৷৬২



৫২

কোজাগর-লক্ষ্মীপূজা

শোভ নভে নিশাপতি এবে হে বিমলে 

হেমাঙ্গি রোহিণি তুমি অঙ্গ-ভঙ্গি করি

হুলাহুলি দিয়া নাচ তারা-সঙ্গি-দলে 

জান না কি কোন্ ব্রতে লো সুর-সুন্দরি

রত ও নিশায় বঙ্গ ? পূজে কুতুহলে

ধন্য তিথি ও পূর্ণিমা ধন্য বিভাবরী 

হৃদয়-মন্দিরে দেবি বন্দি এ প্রবাসে

এ দাস এ ভিক্ষা আজি মাগে রাঙা পদে

থাক বঙ্গ-গৃহে যথা মানসে মা হাসে

চিররুচি৬৩ কোকনদ বাসে৬৪ কোকনদে

সুগন্ধ সুরত্নে জোৎস্না সুতারা আকাশে

শুক্তির উদরে মুক্তা মুক্তি গঙ্গা-হ্রদে 

৫৩

বীর-রস

ভৈরব-আকৃতি শূরে দেখিনু নয়নে

গিরি-শিরি বায়ু-রথে পূর্ণ ইরম্মদে

প্রলয়ের মেঘ যেন  ভীম৬৫ শরাসনে

ধরি বাম করে বীর মত্ত বীর-মদে

টঙ্কারিছে মুহুর্মুহুঃ হুঙ্কারি ভীষণে

ব্যোমকেশ-সম কায় ধরাতল পদে

রতন-মন্ডিত শিরঃ ঠেকিছে গগনে

বিজলী-ঝলসা-রূপে উজলি জলদে ৷

চাঁদের পরিধি যেন রাহুর গরাসে

ঢালখান উরু-দেশে অসি তীক্ষ্ন অতি

চৌদিকে  বিবিধ অস্ত্র ৷ সুধিনু তরসে

কে এ মহাজন কহ গিরি মহামতি ?

আইল শব্দ বহি স্তব্ধ আকাশে

বীর-রস এ বীরেন্দ্র রস-কুল-পতি 

৫৪

গদা-যুদ্ধ

দুই মত্ত হস্তী যথা ঊর্দ্ধশুন্ড করি

রকত-বরণ আঁখি গরজে সঘনে

ঘুরায়ে ভীষণ গদা শূন্যে কাল রণে

গরজিলা দুর্য্যোধন গরজিলা অরি

ভীমসেন ৷ অধীরে ধরা থর থর থরি

কঁপিলা টলিল গিরি সে ঘন কম্পনে

উথলিল দ্বৈপায়নে জলের লহরী

ঝড়ে যেন  যথা মেঘ বজ্রানলে ভরা

বজ্রানলে ভরা মেঘে আঘাতিলে বলে

উজলি চৌদিক তেজে বাহিরায় ত্বরা

বিজলী গদায় গদা লাগি রণ-স্থলে

উগরিল অগ্নি-কণা দরশন-হরা 

আতঙ্কে বিহঙ্গ-দল পড়িল ভূতলে ৷৷৬৬

৫৫

গোগৃহ-রণে

হুহুঙ্কারি টঙ্কারিলা ধনুঃ ধনুর্দ্ধারী

ধনঞ্জয় ধনঞ্জয় প্রলয়ে যেমতি ৬৭

চৌদিকে ঘেরিল বীরে রথ সারি সারি

স্থির বিজলীর তেজঃ বিজলীর গতি 

শর-জালে শূর-ব্রজে সহজে সংহারি

শূরেন্দ্র শোভিলা পুনঃ যথা দিনপতি

প্রখর কিরণে মেঘে খ-মুখে নিবারি

শোভেন অম্লানে নভে ৷ উত্তরের প্রতি

কহিলা আনন্দে বলী চালাও সানন্দে৬৮

বিরাট-নন্দন দ্রুতে যথা সৈন-দলে

লুকাইছে দুর্য্যোন হেরি মোরে রণে

তেজস্বী মৈনাক যথা সাগরের জলে

বজ্রাগ্নির কাল তেজে ভয় পেয়ে মনে ৷৬৯

দন্ডিব প্রচন্ডে দৃষ্টে গান্ডিবের বলে ৷

৫৬

কুরুক্ষেত্র

যথা দাবানল বেড়ে অনল-প্রাচীরে

সিংহ-বৎসে ৷ সপ্ত রথী বেড়িলা তেমতি

কুমারে ৷অনল-কণা-রূপে শর শিরে

পড়ে পুঞ্জে পুঞ্জে পুড়ি অনিবার-গতি 

সে কাল অনল-তেজে সে বনে যেমতি

রোষে ভয়ে সিংহ-শিশু রজে অস্থিরে

গরজিলা মহাবাহু চারি দিকে ফিরে

রোষে ভয়ে ৷ ধরি ঘন ধূমের মুরতি

উড়িল চৌদিকে ধূলা পদ-আস্ফালনে

অশ্বের ৷ নিশ্বাস ছাড়ি আর্জ্জুনি বিষাদে

ছাড়িলা জীবন-আশা তরুণ যৌবনে ৷

আঁধারি চৌদিক যথা রাহু গ্রাসে চাঁদে

গ্রাসিলা বীরেশে যম ৷ অন্তের শয়নে

নিদ্রা গেলা অভিমন্যু অন্যায় বিবাদে ৷৭০



সূত্রঃ ইন্টারনেট,

মধুসূদন কাব্য সমগ্র-বাংলা একাডেমী,

মধুসূদন রচনাবলী-সম্পাদনা সব্যসাচী রায়,কলিকাতা




পাদটীকাঃ

৫৬ ৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে রচিত ৷

৫৭ ৷ মহাভারতের গোগৃহ যুদ্ধের প্রসঙ্গ ৷

৫৮ ৷ নিঃস্ব ৷

৫৯ ৷ আজও ৷

৬০ ৷ দয়ায় ৷ ফ্রান্সে নিদারুণ আর্থিক সঙ্কটকালে বিদ্যাসাগর মহাশয় কবিকে সাহায্য পাঠিয়েছিলেন ৷

৬১ ৷ ----------

৬২ ৷ মেনকা ৷ বাংলা শাক্তপদাবলীর অন্তর্গত আগমনী ও বিজয়াসঙ্গীত থেকে উপাদান সংগৃহীত ৷

৬৩ ৷ অম্লান সৌন্দর্য ৷

৬৪ ৷ বাস করে ৷

৬৫ ৷ ভয়ানক ৷

৬৬ ৷ মহাভারতের গদাপর্বের প্রসঙ্গ ৷

৬৭ ৷ মহাভারতের বিরাটপর্বের প্রসঙ্গ ৷

৬৮ ৷ রথ ৷

৬৯ ৷ মৈনাক পর্বত ও ইন্দ্রের বিরোধের পৌরণিক প্রসঙ্গ ৷

৭০ ৷ মহাভারতের দ্রোণ পর্বের প্রসঙ্গ ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.