নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

ইরানী মুভির দৃষ্টিভঙ্গি বা ভবিষ্যতযাত্রা কোন পথে?(movie review)

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০





The past



একজন ইরানী আহমেদ( Ali Mosaffa ) ভীষনভাবে চায় তার ফরাসী স্ত্রী (Bérénice Bejo )ও সন্তানরা(অবশ্য প্রথম সন্তানের লুসির পিতা একজন জার্মান) তার সাথে নিজ দেশে নিয়ে যেতে যেখানে আছে বিস্তৃত চারণভূমি আর নানান স্বাদের মুখরোচক খাবার  সে নিজেও একসময় এক ইরানীয়ান-ফ্রেঞ্চ রেস্টোরেন্টের পাচক ছিল ৷ কিন্তু তার স্ত্রী এদিকে আরেক ইরানীয়ান ইমিগ্রান্ড ( Tahar Rahim ) সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়(যার স্ত্রী হাসপাতালে কোমায় ও এক পুত্র সন্তান আছে)  যার দরুন সে চায় ডিভোর্স নিতে ৷ এদিকে জানা যায় লুসির কারনে ঔ মহিলা আত্মহত্যার দরুন আজ হাসপাতালে ৷ কারন লুসিই তাকে তার মার সাথে তার স্বামীর সম্পর্কের কথা ই-মেইলে জানায় ৷ লুসি আসলে চায় না তার মার নতুন সম্পর্ক ৷ এরকম এক অমিমাংসিত জটিলতার আবর্তের কাহিনী নিয়ে আজগর ফার্হাদি পরিচালিত ফরাসী ভাষার ছবি The past ( le passé ) ৷ শেষে দেখা যায় স্ত্রীর জাগরনের জন্য সেই দ্বিতীয় প্রেমিক হাসপাতালে স্ত্রীর শয্যাপার্শ্বে ৷ আসলে ছবিটিতে সমাধান কূয়াশাচ্ছন্ন ও নানামুখি ৷ ছবিটি আজগর ফার্হাদির কাহিনীর ফরাসী রূপান্তর ৷





The past ( le passé ) ছবির কাভার



A Separation (2011)



আজগর ফার্হাদির আরেকটি সৃষ্টি A Separation (2011) যার কাহিনীও ফ্যামেলী-ড্রামা নির্ভর ৷ নাদের (Peyman Maadi) ও সিমিনের (Leila Hatami ) সম্পর্কের টানাপোড়ন চলে বিদেশে অভিবাসনের সিদ্ধান্ত নিয়ে ৷ সিমিন চায় তার মেয়ে তেরমেহের নিশ্চিত ভবিষ্যত আর নাদের তার এলজাইমার রোগগ্রস্ত বাবাকে ছেড়ে যেতে রাজি নন ৷ সম্পর্কের এ পর্যায়ে নতুন গৃহপরিচালিকা নিয়ে নাদেরের সঙ্গে বিরোধ আদালত পর্যন্ত গড়ায় ৷ এ ছবিটি অস্কারের বেষ্ট ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে ২০১১ সালে পুরুস্কৃত ৷





অস্কার হাতে আজগর ফার্হাদি





ছবি দুটি দেখার পর আমার কাছে মনে হয়েছে ড্রামাগুলো নিরীক্ষাধর্মী নাকি পাশ্চত্যমুখী তার বিচার আপনাদের উপর রইল ?ইরানী ছবির ঐতিহ্য কি সরে যাচ্ছে না পাশ্চত্য কে ফলো করছে ? সমাজের দর্পন না এক্সপেরিম্যানটাল মুভি? ভবিষ্যত বলবে!!



The past টরেন্ট



A Separation টরেন্ট













মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.