![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত
সমীকরণ
- ক্যারোলিন ক্যাডি
কেউ বলেছিল
জটিল সমীকরণগুলো নিয়ে কাজ করা
পদব্রজের মতন
যেথায় প্রকৃত ও সুন্দর সীমানাতটরেখা
সংখ্যাসমূহ বৃদ্ধিরত
যেমন শৈল্পিক কারুকাজ ৷
জনবহুল কামরায়
এক মহিলা যাকে আমার অপছন্দ
–গীতরত
কথায় ও শ্রবণে
তবুও সে সংগীতময়
এবং তাৎক্ষনাৎ
সংখ্যার যুক্তিতে
আমি তাকে পছন্দ করলাম
যদিও সে ভারসাম্য করেছিল কিছুর
পারিনাই আমি ৷
করিডোরগুলো প্রশস্ত ও দোদল্যরত
–যদিও আমি হারালাম না
পদব্রজরত
সামনের কিছু সময়
বা নিমজ্জমানরত
ভারসাম্য ৷
########################################
কবি পরিচিতিঃ ক্যারোলিন ক্যাডি'র জন্ম ১৯৪৪ সালে অস্ট্রোলিয়ার পার্থে বেড়ে উঠা যুক্তরাষ্ট্রে ও জাপানে ৷ তার কবিতায় ভ্রমণ ও পর্যবেক্ষণে উঠে আসে চীন এন্টারটিকা পশ্চিম অস্ট্রোলিয়ার বিস্তৃত প্রান্তর সংযোগ ঘটে সংস্কৃতি ও ভুগোলের ৷ কবিতা ও সংঙ্কলন Singing at Night (1980); Working Temple (1997); Esperance: New and Selected Poems (2007) স্বীকৃতি-প্রাপ্তিঃ ওয়েসলে রাইট পুরস্কার তিব্বত কেবিনেট পুরস্কার (২০১০)অস্ট্রোলিয়ার প্রিমিয়ার বুক পুরস্কার জাতীয় বুক কাউন্সিল বানঝো পুরস্কার ৷ সাংহাই ও পশ্চিম অস্ট্রোলিয়ার দুস্থানের মাঝেই বসবাস করেন তিনি ৷
©somewhere in net ltd.