নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

অনুবাদ কবিতা

১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১



#কবিতা#

আমি দেবদূত দেখেছিলাম

ও গায়কী পাখিদের হত্যা করা হয়েছিল

আমি ঘোড়া দেখেছিলাম,

সৈন্যদের,

শোকার্ত বধূদের,

কর্তিত বৃক্ষ এবং ভয়ার্ত ও ক্রন্দনরত মহিলাদের ৷





দেখেছিলাম সড়ক-বিস্বাদময় পবন,

বেগে চলা রেসের গাড়িগুলো, নৌকাগুলো, নিষ্পাপ শিশুদের ৷



বললাম- 'হে জলতরঙ্গের দেবতা, এইরূপ ঘটনা '

বলো আমায় মৃত্তিকা, অনল, যজ্ঞর, প্রচ্ছায়া, বাস্তবতা সম্পর্কে,

জ্ঞাতসারে বাড়ীর ব্যাপারে জিজ্ঞাসা করা হলো না, কিছুই না ৷




লেখা

স্বেচ্ছাবন্দী সে এক দাগহীন পৃষ্টায়

সেখানে বাড়ী নির্মাণ করেছে

এক রমণীর জন্য, যে

মোড়কহীন স্বীয়

জগতে ৷ সে মৃদু আলোয় উদ্ভাসিত করে

এ ধরণীকে ক্রমাগত তার কষ্ট দিয়ে

তবুও সে বাস করে,

যা তার নয় নিজস্ব ৷




###############################################

ইংরেজীতে আক্ষরিক অনুবাদ করেন হাফিজ খায়ের এবং সেখান থেকে পুর্ণাঙ্গ ইংরেজী মার্ক ফোর্ডের ৷ মূল কবিতাটি আরবীতে লিখিত ৷



কবি পরিচিতিঃ আল-সাদিক আল-রাড্ডি ১৯৬৯ সালে সুদানের খার্তুম-এ জন্ম গ্রহণ করেন ৷ সেদেশের আল-সুদানি পত্রিকার সাহিত্য-সম্পাদক ছিলেন ও রাজনেতিক কারণে চাকুরীচ্যুত হন ৷ মূলত আরবী ভাষায় কবিতা লিখেন ৷ ২০১২ সাল থেকে মিশরের নৃ-তাত্ত্বিক পেদ্রী জাদুঘরের poet in residence হিসাবে আছেন ৷ বর্তমানে লন্ডনে বসবাস করেন ২০১২ সাল থেকে ৷ প্রকাশিত গ্রন্থঃ Songs of Solitude (1996) The Sultan's Labyrinth (1996) and The Far Reaches of the Screen... (1999 & 2000); Saddiq's collected poems (2009).তাঁর অনেক কবিতা বিখ্যাত সাহিত্য সাময়িকীগুলোতে প্রকাশিত হয়েছে ৷



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.