নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

আনন্দ পাত্র

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২

আনন্দ পাত্র



স্মৃতি বেদনার কান্না হাসির জাগতিক ক্রমবিকাশের



পরস্পরের মমতায় জড়িতে এক নরাধম পতিত হল



এই ভুবনে সুখের আস্ফোলন-দুঃখবিলাস জীবন কি



বৃক্ষ কিংবা নদী এই হচ্ছে বহুযুগের বিতর্ক,



জীবন মানে তো পার্থক্য- জন্ম ও মৃত্যুর,



অপেক্ষা ও স্বার্থকতা -নরাধমের কালের গহ্বরে



পতনের শব্দ হয়ে উঠে নির্মম, বিস্ময়কর জীবন



সরলরেখার চলমানতা-ধর্মের(অধর্মের) কল বাতাসে নড়ে



-লাফ দেওয়ার আগে দেখে নিও কেননা



কর্ম ফেরানো যায় না, পেছনের দরজা বহুকাল ধরে



অদৃ্শ্য-নিষিদ্ধ ফলের দৃশ্য চয়নে চোখের পাপ-



মহাপাপ-যার ক্ষমা নেই ৷ ক্ষমাহীন ক্ষমা চায় না



-কারও কাছে-



আর শহুরে শারীরিক প্রেমের উন্মাদনা



সকলি খুঁজে দেহের উষ্ণতা-প্রেম কোথায়, বইয়ের পাতায়



সবার চোখের আড়ালে বেলুনের মাঝে উপরে উঠে-



উপরে উঠে-উপরে-অসীমে



হঠাৎ একদিন তার সন্ধান প্রকাশিত হয় ;



জীর্ণ, শীর্ণ, কর্দমাক্ত, নিঃসাড়, অবুঝ, নিশ্চুপ, মিলীয়মান,



ক্লান্ত-নিরাকার-প্রেমহীন সমাধি মাঝে-ভূমির গহীনে ৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হঠাৎ একদিন তার সন্ধান প্রকাশিত হয় ;

জীর্ণ, শীর্ণ, কর্দমাক্ত, নিঃসাড়, অবুঝ, নিশ্চুপ, মিলীয়মান,

ক্লান্ত-নিরাকার-প্রেমহীন সমাধি মাঝে-ভূমির গহীনে ৷


ভালো লাগলো

২| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

জাহাঙ্গীর.আলম বলেছেন: কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.