নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

অনুবাদ কবিতা

২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯



জোনাকীরা



রাত্রি শেষে গ্রীষ্মের শুষ্ক বিরাণভূমি



জোনাকীরা জেগে উঠে স্ফুলিঙের মতন



কল্পনায় অশারীরীর উপস্থিতি



ঝলসে উঠে, মৃত তরুণ বন্ধুদের আত্মারা



দূরথেকেই কাছাকাছি তোমার পিতা ৷



এখন তারা কোন কষ্ট নিয়ে আসবেনা ,



অনুতাপ নয় , খুবই ফিকে তাদের উপস্থিতি ৷



ছোট্টবেলা তোমার কাছাকাছি ,



পিদিমের আলোয় তোমার স্মৃতির সরক ,



বিছানায় যাওয়ার আগে ধরে রাখো শেষ মুহুর্তগুলো ,



জলন্ত পোকাগুলোকে



হাতের মুঠোয় আটকে রাখো ,



চলে যেতে দাও তাদের ৷ ফিরে আসুক উজ্জ্বলতা ,



দিগন্ত জোড়া বাতায়ন



মনে পড়ে যায় চারদিকে সুগন্ধী গোলাপ



থাকো যদি , জোনাকীরা পরিণত হয়



আবার , তোমার গল্পের কোন আংশ নয় ,



যেথা তোমার ঘুমের অজান্তে , সুন্দরতম



এবং নিশ্চুপ চারদিক ৷







মূলঃ মারিলীন ক্যালেট



০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০



মারীলিন ক্যালেটের জন্ম যুক্তরাষ্ট্রের অ্যালাবামার মন্টগুমেরিতে আর বেড়ে উঠা নিউওয়ার্কে ৷ তিনি এযাবৎ ১৫টি বই রচনা করেন যার মধ্যে অন্যতম প্যাকিং লাইটঃ নিউ এন্ড সিলেকটেড পোয়েমস্(২০০৯), সারকে, আফটারঅ্যায়ারস্, দ্যাবিগ্গেম, সুরেয়ালিষ্ট কবি বেনজামিন প্যারে-এর কবিতার অনুবাদ(২০১১) ও লাষ্ট লাভ্ পোয়েমস্ অব পল এলোয়ার্ড (অনুবাদ)৷ তিনি বর্তমানে টেনেসি বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ রাইটিং-এর পরিচালক ও একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে শিক্ষাকতা করেন ৷ এছাড়াও ভার্জেনিয়া সেন্টার ফর্ দ্যা ক্রিয়েটিভ আর্টস-এর তত্ত্বাবধায়নে ফ্রান্সের অভিলায় পোয়েট্রি ওয়ার্কশপ পরিচালনা করেন ৷ প্রথম ছবিটি তার যাকিং লাইটঃ নিউ এন্ড সিলেকটেড পোয়েমস্(২০০৯) বইয়ের প্রচ্ছদ যেখান থেকে এ কবিতা নেওয়া হয়েছে ৷



কবির নিজস্ব ওয়েবসাইট লিংক

















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.