![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত
দু'জন অভিযাত্রী শহরের বাইরে ভ্রমণরত,
একে অপরের সঙ্গী এবং প্রতিশ্রুতিবদ্ধ হলো পূনঃসাক্ষাতের;
প্রথম-জন সাহসী হয়ে অতীতে অন্তর্ধান হন,
দ্বিতীয়জন রয়ে গেল বর্তমানে
ইতিহাসের চাকা পরিভ্রমণরত...
তারপর কোন একদিন শহরে এক রমণীর সঙ্গে প্রথম অভিযাত্রীর সাক্ষাৎ
সে তাকে অতীত শহরের কথা বলল
রমণী তার বন্ধুকে অভিযাত্রীর কথা বলল
রমণীর বন্ধুটি ছিল দ্বিতীয় অভিযাত্রী;
অতঃপর তার শহরের বাহিরে গমন
প্রতিশ্রুতি দিল আবার পূনঃসাক্ষাতের ৷
*_--_*_--_*--_*--_*--_*--_*--_*--_*--_*--_*--_*
১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৭
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ধন্যবাদ কবি ভ্রাতা ৷
২| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৩:৪৯
আমিন পরবাসী বলেছেন: এটা কি হল? মিলাতে পারছি না।
১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৯
জাহাঙ্গীর.আলম বলেছেন:
সময় কিন্তু স্থির আমরা চলমান ৷
তাই না ৷
৩| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: এটা নিয়ে একটা রহস্য গপ লেখা যাবে
১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৮
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল বলছেন মাসুম ভাই ৷
শুভকামনা..
৪| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৪
লিরিকস বলেছেন: +
২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৫
জাহাঙ্গীর.আলম বলেছেন:
পড়ার জন্য ধন্যবাদ আপনাকে ৷
৫| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৫
হাসান মাহবুব বলেছেন: অতীত,বর্তমান আর ভালোবাসার চক্রবূহ্য। কোন একটা কিছু বাকি থেকে যায় তাই হয়তো চক্রে ঘোরাই সার। ভালো লাগলো কবিতা।
২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৪
জাহাঙ্গীর.আলম বলেছেন:
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ৷
৬| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ রহস্য রহস্য কবিতা!
২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৭
জাহাঙ্গীর.আলম বলেছেন:
রহস্য ?
ভাল থাকুন প্রফেসর ৷
৭| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৫
অন্ধবিন্দু বলেছেন:
বোর্হেসের কথা মনে পড়ছে। উপদেশ-ভাবনা গভীর ভাবে উপলব্ধি করার চেষ্টা করছি যদিও কোথায় যেন অসম্পূর্ণ লাগছে। আচ্ছন্ন হতে পেরেছি, ধন্যবাদ !
৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০১
জাহাঙ্গীর.আলম বলেছেন:
কিছুটা অক্ষমতা নয়ত পাঠকের উপলব্দিজাত হোক ৷
আপনার ভাষায় পাঠক ভাবুক হোক ৷ আত্মবিশ্লেষণের প্রত্যাশায় ৷
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !