নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

,

বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা

জাহাঙ্গীর.আলম

..................বিশাল যন্ত্রণার অর্থ হচ্ছে বিশাল শুদ্ধতা ৷৷ সর্বস্বত্ব সংরক্ষিত

জাহাঙ্গীর.আলম › বিস্তারিত পোস্টঃ

কর্কট জলজ সমকাল এবং ...

৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:২০





কর্কট জলজ সমকাল



একটা ছায়া আমার সাথে থাকে যেন ঘুমহীন সঙ্গী; বিচ্যুত উন্মোচন

দন্তহীন ভাঙ্গা আয়নায় নিজেকে সাজাই প্রতি সকালে ক্রীতদাস সাজে,

অচূর্ণ ভয়াল ধনূকাঙ্গন ভক্ষণ করি দোলকের ইশারায়

শেষে মিশে যাই মুখোশী ছায়াবাজী অদ্ভূত খেলায়

পরে আর স্মৃতির বেচাকেনায় নিক্তির হেলনে,

পেয়েও কোথায় হারাই অসূচ নিলাম্বরী হেলায়

তবু তাপে আর প্রয়োজনে প্রিয়তে ঘটে অস্বচ্ছ সংযোগ,

রেসের খেলার টিকিটের মতন ঝরা ব্যবহার আমাদের

ঝর্ণার জলে বিস্ফোরণের অপেক্ষা আহ..অশরীরী অপেক্ষা

মিশে যাই ছন্দহীন অমিমাংসিত সেই ক্ষরণময় ক্লান্তির অসীমে ৷



ব্যবচ্ছেদ



পিঁয়াজের খোসার মতন নিজেকে উন্মুখনত করছি মহান ভূগোলকের উৎসে

তবু একটুও ছড়াচ্ছে না, মেখে দেওয়া কারও নন্দনের সূবাসবন্ধকী

চেয়ে আছি প্রতিবিম্বে উৎকর্ষের শেষ জারিত বিবস্রে

তাকিয়ে থাকি, ধ্বংস করি, আবার মুগ্ধ হই

তারপর আর হয়ে উঠে না সেই অচেনা আমা’তে ৷



দেহান্তরে



একটা ফ্রেমে বাধাঁনো প্রেম চাই আমার

মুখবুকের বিভ্রাট প্রেম নয় জান্তব দানবীয় অসূরীয় প্রেম

তাইতো পড়ে থাকি শেষ গোরের স্থানীয় বাসিন্দা হয়ে

তার বুকে আচড়হীন এপিটাফের সূউচ্চ দোলকে ৷





[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]][][][][][][][][]][]

(খসড়া )

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:০০

পার্থ তালুকদার বলেছেন: একটা ফ্রেমে বাধাঁনো প্রেম চাই আমার । ........ খুবই ভাল লাগলো ।

০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ৷ ভাল থাকুন ৷

২| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৮

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
উৎসবের শুভেচ্ছা ৷ ভাল থাকুন ৷

৩| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫০

মামুন রশিদ বলেছেন: প্রথম দুটিতে আত্মসন্ধানের স্বরুপ উন্মোচন আর শেষেরটিতে প্রেমাষ্পদের প্রতি অনুরাগের আমরণ শপথ- অপূর্ব কাব্য পাঠের অভিগ্গতা নিলাম ।

০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৮

জাহাঙ্গীর.আলম বলেছেন:
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ৷



শুভেচ্ছা সব সময় ৷

৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


খুব ভাল লাগল কবিতাগুলো +++

০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:

পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ৷


শুভকামনা ৷

৫| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৮

হাসান মাহবুব বলেছেন: নিজের সাথে নিজের দ্বন্দ্ব, আবার নিজেকেই ভালোবাসা, অপ্রাপ্তি আর আকাঙ্খার মাঝের শীতলতা থেকে হঠাৎ একটা টুকরো কেটে নিলেই হয়তো দেখা যাবে কোনো বর্ণিল গোলক।

ভালো লাগলো কবিতাগুলো। প্রথম দুটো বেশি ভালো।

০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩২

জাহাঙ্গীর.আলম বলেছেন:
আপনার চোখের বিশ্লেষণী মন্তব্যের জন্য ধন্যবাদ ৷


শুভকামনা আপনার জন্য ৷

৬| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: শব্দের ব্যবহার কিছুটা জটিল, শৈল্পিক, এবং যথাযথ।

ভাল লাগা রইল।

০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:

উপযুক্ত শব্দের যথার্থ ব্যবহার নিয়ে বিশাল দ্বিধাদ্বন্ধ সর্বদা ৷



মঙ্গল হোক প্রোফেসর ৷

৭| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ভাবনার বহিঃপ্রকাশ কবিতা ছাড়া অন্য কিছুই ঠিক মত করতে পারেনা বোধহয়!
বেশ কিছু ভাবনার খোরাক নিয়ে গেলাম!

০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:

অনেক বিকট সত্য বলেছেন কবি ৷


কবিতায় জাগ্রত থাক ভাবনা ও প্রেরণা ৷

৮| ০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৬

সুমন কর বলেছেন: শেষের দুইটি চমৎকার লাগল।

০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২

জাহাঙ্গীর.আলম বলেছেন: স্বাগত ৷

পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ৷


শুভকামনা ........

৯| ০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৩

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো। অনুভব করলাম।

তাইতো পড়ে থাকি শেষ গোরের স্থানীয় বাসিন্দা হয়ে
তার বুকে আচড়হীন এপিটাফের সূউচ্চ দোলকে ৷

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৪

জাহাঙ্গীর.আলম বলেছেন:
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ৷


কৃতজ্ঞতা ৷

১০| ২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০০

খোরশেদ খোকন বলেছেন: তাইতো পড়ে থাকি শেষ গোরের স্থানীয় বাসিন্দা হয়ে
তার বুকে আচড়হীন এপিটাফের সূউচ্চ দোলকে

চিত্রকল্পের নৈপুণ্যে অসাধারন কবিতা, শুভেচ্ছা...

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:
স্বাগত ৷

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ৷

শুভকামনা ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.