![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং
শুরু হলো বিজয়ের মাস ২০১৬
অনুভবে বিজয়ের ভাব
জাহাঙ্গীর বাবু
বছর ঘুরে এলো একাত্তরের রক্তস্নাত মুক্তির উল্লাস
বছর শেষ ,আমি সেথায়,যেথায় ছিলাম বছরের শুরুতে
শুন্যতায় স্বীয় জীবনের প্রাপ্তি,এসেছে ডিসেম্বর মাস
আশাহত জীবনে কাটেনা হতাশা ,দেশ আছে বেশ.
উন্নয়নের ধারাবাহিকতা শুনছি
জ্যাম ,ঝামেলা ,খুড়াখুড়ি দেখছি।
দ্রব্যমূল্যের চোরাই উৎরাই দেখছি।
মানব মানের উন্নয়ন হোক না হোক
খাঁচার (অবকাঠামো /স্ট্রাকচার ) উন্নয়ন দেখছি !
বেকার আসছে প্রবাসে ,
হতাশায় এখন ভুগছে উচ্চ মধ্যম আয়ের দেশে !
পাশের দেশের ব্যাবসার প্রসার
কাঁটাতার নিয়ে কি আছে বলার!
পাশের দেশের ভৌগোলিক বিস্তার
উল্লাস মানুষ হত্যার ,
পুশব্যাক ,পুশইন ইস্যু ,চাপা পরে সংখ্যা লঘু
মানবতার ঘেরাও হাইকমিশন ,জামানা ক্ষমতার ?
শুরু হলো বিজয়ের মাস
মনের মাঝে ও ভাবে বিজয়ের ভাব
চলছে দেশ মন্দ কি ?
মুদ্রার এ পিঠ ও পিঠ একই ,কেউ কম কেউ বেশি !
কেউ খুঁজে গণতন্ত্র স্বাধীনতার ,অন্তরে বাসনা ক্ষমতার।
শুরু হলো বিজয়ের মাস
মনের মাঝে অনুভবে বিজয়ের ভাব
শান্তির কামনার বাণী কাগজের পাতায় ,পোষ্টারে ,আস্তাকুঁড়ে
কেউ হয়তো ভোগ করছে শতভাগ স্বাধীনতার সুখ।
মনটাকে জিজ্ঞেস করি ,কি কেমন আছো?
ঊত্তর ,আছি আগের মতোই
ন -গণতন্ত্রে ভালো আছি ,স্ব -গণতন্ত্রে আমার কি?
পথের মানুষ থাকবে পথে ,তেলির মাথায় আরো তেল হবে ,
পুরাই তেল তেলে থাকবে ওরা ,
কারা ? জানো তো ,কেন বিব্রত করো !
শুরু হলো বিজয়ের মাস
মনের মাঝে অনুভবে বিজয়ের ভাব
নতুন কিছু কষ্ট জমা করে বিজয়ের গান গাইছি ,
আমার সোনার বাংলা , ভালোবাসি।
সিঙ্গাপুর ,১-১২-২০১৬ ইং
©somewhere in net ltd.