![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং
হায়েনার শিশ্নে অনিরাপদ জরায়ু
জাহাঙ্গীর বাবু
হায়েনার শিশ্নে অনিরাপদ জরায়ু
চিত্রল হরণী ভয়ে কাঁপে দুরু দুরু
অনিরাপদ বন,জঙ্গল,জনপদ
মানুষের রুপে হায়েনার উল্লাস।
কন্যা জায়া জননী ভীত সন্ত্রস্থ !
দুধের শিশু কন্যা,হামাগুড়ি দেয়া
হাটি হাটি পা পা,
প্রথম,দ্বিতীয়,তৃতীয়, চতুর্থ,পঞ্চম
ক্লাসের কিশোরী বালিকা,উচ্ছল তরুনী,
হাসোজ্জল পরিবারের ফুল অনিরাপদ।
কায়দা পড়া বালক অনিরাপদ।
জানোয়ারের চোখে অনিরাপদ মলদ্বার!
রাস্তার ধারে ধর্ষিতার ছিন্ন ভিন্ন বিবস্ত্র পঁচা লাশ,
ফুল ফল তরু লতা কাঁদে ধর্ষিতা বোনের চিৎকারে
বিচারের বানী কাঁদে নীরবে!
মিডয়ায় ধর্ষিতার ছবি,ক্যাপশন,ন্যাড়া মাথা!
ধর্ষকের হাসোজ্জল ব্যাঙ্গাত্মক হাসি!
দেশ,সমাজ,জাতির প্রতি বৃদ্ধাঙ্গুলি!
হিংস্র যৌন বিলাসী লালসার জিহ্বার কাছে।
ন্যাড়া জাতি,আমজনতা, বিবস্র, লাচার!
ওরা কতিপয় ধর্ষক সংখ্যায় লঘু;
কি করে চালায় তান্ডব অবাধ্য অসভ্যের দল!
অস্ত্রের বৈধতা দিয়ে দাও মা বোন কন্যারদের
বিচারের অপেক্ষায় না থেকে মারো নয় মরো।
জরায়ুর সম্ভ্রম বাঁচাও।নারীর সম্ভ্রম বাঁচাও।
হায়েনার শিশ্নে অনিরাপদ জরায়ু।
রুখে দাঁড়াও, মা,বোন,কন্যা,স্ত্রী,
রুখে দাঁড়াও ।নারীর সম্ভ্রম বাঁচাও।
৩১-৭-২০১৭ ইং
০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।
আমি কি করব , এই যে প্রতিবাদের আহবান করলাম। ভূল ত্রুটি যাই হোক অস্ত্র হাতে না নিয়ে শব্দে শব্দে প্রতিবাদ করলাম। বানান কয়েকটা ঠিক করেছি। ভালো থাকবেন।
২| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: বানানে বেশ কিছু ভুল আছে। ঠিক ক'রে নিয়েন।
সম্ভ্রম কি জরায়ুর হয়?
০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৭
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: সম্ভ্রম নারী ,পুরুষ ,মানুষের হয়। কবিতা যেভাবে লিখেছি যা বলতে চেয়েছি ,সেভাবেই লিখেছি। বানান কয়েকটা ঠিক করেছি। কয়েকটা শব্দ জুড়ে দিয়েছি।খুশি হয়েছি সুন্দর মন্তব্যের জন্য।ভালো থাকবেন।
৩| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সমসাময়িক সুন্দর কবিতা
৪| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবে হবে নিরাদ পদ সমাজ ?
৫| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৪২
ধ্রুবক আলো বলেছেন: সমসাময়িক বিষয় নিয়ে কবিতা লিখেছেন। ++
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৬
বিজন রয় বলেছেন: রুখে দাঁড়াও, মা,বোন,কন্যা,স্ত্রী,.............. আর আপনি কি করবেন?
সমসাময়িক বিষয় নিয়ে কবিতা লিখেছেন।
+++++
কয়েকটি বানান ঠিক করে দিন।