![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং
ছি: চেতনা ছি:!
জাহাঙ্গীর বাবু
ছি: চেতনা ছি:! করছি আমরা কি?
বলছি আমরা কি,দেখাচ্ছি আমরা কি
ইতিহাস আসলে ক্ষমা করবে কি?
ভাষা দিবস নিয়ে কৌতুক হচ্ছে !
একুশে ফেব্রুয়ারি নিয়ে কেন হচ্ছে ?
বাবর আলী অবাক বিস্ময়ে দেখেছে!
একুশে ফেব্রুয়ারী মহান স্বাধীন দিবস!
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে
মাতৃভাষার প্রাপ্তি!,
হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে
শহীদ দিবস!
অশিক্ষিত, কালো টাকার মালিক যখন ,
ঠিকাদারী,টেন্ডারবাজী,দলবাজি,
ব্যাক্তি স্তুতি ভূলে যায়
সৃষ্টি কর্তা বলে কেউ আছে!
নিজেকে রাখে মুখোশের আড়ালে,
সৃষ্টি করে তাবেদারীর নতুন ইতিহাস!
সত্য তখন হারিয়ে যায় কালের গর্ভে।
তবে,ইতিহাস নষ্ট হয়,বিলীন হয়,
পরিবর্তিত হয় পেশী শক্তির কলমে,
ক্ষমতার তলোয়ারে,বন্ধুকের নলে
বিচারকের দাড়িপাল্লায়,
অন্ধ আইনের দাবার খেলায়।
বিধাতার খেলায় সত্য উম্মোচিত
হয়,হবে একদিন! প্রত্যাশা।
নষ্ট বিবেকহীন ক্ষমতার লেজুড়ে
চাটুকার মুক্ত হয়তো হবেনা,
ইতিহাসের কোন একটা অংশ
কোন একটা পাতা সাক্ষী দেবে সত্যের।
চেতনার ধ্বজ্জাধারীদের নির্লিপ্ততা
দলকানা,অন্ধ ভক্তি,পূজার পূন্যতায়
একদিন নষ্ট হবে, ভুমিকম্প হবে
ছারখার হবে শাষনের কল।
শোষিতের অভিশাপ নিস্ফলহলেও,
ইহ জগতের কান বন্ধ হলেও
পরজগতে নিশ্চই বিচার হবে।
বাকরুদ্ধ চিত্তে,অস্পৃশ্য চেতনায় বলি
ছি: চেতনা ছি:
ক্ষমা করো ভাষা শহীদ,ক্ষমা করো
হে মহান একুশে ফেব্রুয়ারি,
আমি,আমরাই
তথাকথিত চেতনার ধ্বজ্জাধারী।
ছি: চেতনা ছি:
সিঙ্গাপুর
২৪-২-১০১৮ ইং
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৬
মো: বোরহান উদ্দীন ইমরান বলেছেন: বিশ্বাস হচ্ছেনা যে আমি আমার জন্মভূমিতে এসব দেখছি
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১
সিনবাদ জাহাজি বলেছেন: ছিঃ চেতনা ছিঃ
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫
কানিজ রিনা বলেছেন: সত্যি অবাক হলাম এরা কি এদেশের বাঙালী
নাকি পাকিস্তানী। লজ্জা কোথায় রাখি।
বেশ ভাল দিক তুলে ধরেছেন এদেশে বাস
করে এখনও একুশের চেতনা অর্থ না জানাদের
ঘার ধাক্কা দিয়া উচিৎ।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৭
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: দিস ইজ বিনুদোন। ডোন্ট মাইন্ড বেরাদার
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২০
আবু তালেব শেখ বলেছেন: ব্যাপক বিনোদন।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: এই বিষয় গুলো বিনোদন হিসেবে নিবেন।