| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোভের নেশায়, ভাবি স্বপনে,
রাজকোষ স্ফীত, কী কারণে,
মন উচাটন, বাধন শাসনে।
তস্কর দল কী হাওয়া ভাননে?
কী দারুণ সুযোগ শুভ লগণে,
আড়ালে নিবেদিত, মুদ্রা হরণে।
তব ভুবনে, বিবি ভবনে,
করে চুরি, অতি যতনে,
মহাবিদ্যা – সিদ্ধ সাধনে।
জ্ঞান পাপী মেধা মননে,
স্মিত হাসি, ভোলে ভুবনে,
বীর সাজি, বিনা কারণে।
আদি দাস, প্রভু সেবনে,
সাবাসে অধিপতি রাজনে,
নিবিষ্ট আলোচনা নাশনে।
পুকুর চুরি, হেরি নয়নে -
গতানুগতিক জীবন যাপনে,
ভুলে গেছে পাবলিক মদনে।
শ্যেন হাসে, বাংলার কাননে।
এই ভালে, বাংলার বদনে;
মরে বাঁচি, বিনা মরণে-।
-------------------------------
©somewhere in net ltd.