![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দ দেয়া নামে পরিচয়
টেউয়ের তালে ছন্দ লয়ে নদীর কলতন,
মেঘ ডাকা, নীল আকাশে, ইলশেঘুড়ির মাতন।
নাও মাঝি তার নৌকা নিয়ে যাচ্চে বহুদূর,
শব্দ প্রেমিক শব্দ নিয়ে লিখছে কি দারুন।
শব্দ তাতে মনের কথা, আবেগের মিলন,
শব্দে কবি বেঁচে থাকে অনন্ত জীবন,
শব্দ মাঝে খুঁজে বেড়ায় বিজয় স্বাধীনতা,
শব্দে কবির প্রতিবাদে ছাড়ে পরাধীনতা।
শব্দে কবি ফোঁটিয়ে তুলে প্রকৃতির আবেশ,
শব্দে কবির হারানো প্রেমের মানবীরই প্রবেশ।
শব্দে কবির অশ্রু ঝড়ে অসহায়ের তরে,
শব্দে কবির নাইরে আপন নীল আকাশের নীড়ে।
.
(অসমাপ্ত কবিতা-কনস্ট্রাকশন ৪৯তম ব্যাচের জন্য উৎসর্গ)
©somewhere in net ltd.