নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিকৃষ্ট পৃথিবীতে জন্ম নেয়া নগন্য ব্যক্তি,ভূখণ্ডে খুঁজে চলেছি মনুষত্ব; শুধু মানুষ হওয়ার চেষ্টায়?

জাহেদুর রহমান সোহাগ

শব্দ দেয়া নামে পরিচয়

জাহেদুর রহমান সোহাগ › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গা নির্যাতনে নিবেদিত আমার এই কবিতা "হায়রে মানবতা"

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৮

হায়রে মানবতা



ঘর-বাড়ী ছেড়ে আজ রোহিঙ্গাদের দল,
খুঁজে বেড়ায় সারা বেলা পাই না কোন বল।
নির্যাতিত তারা এখন রঞ্জিত রাজপথ,
ঐক্য হয়ে কখন তারা নিবে শপথ।
মুসলিম জাতি অবাক হয়ে দেখছে তামাশা,
কূলহারা ঐ জাতি করছে প্রানের আশা।
আমরা সবাই খেলছি হলি উল্লাসে মাতোয়ারা,
আমার ভায়ের রক্তে তারা আনন্দে আত্মহারা।
নিজের সামনে মরছে স্বজন,বাড়ছে যন্ত্রনা,
আমরা গিয়ে কখন তাদরে দিব শান্তনা।
লিখে কি আর আমরা তাদরে করতে পারি স্বাধীন,
শব্দে প্রতিবাদ করছি সবাই ,আর লিখছি সারাদিন ।
শান্তিকামী সৈনিকেরা ,কোথায় তাদের বেদনা,
ভাইয়ের রক্তের নির্যাতনে তাদের হৃদয় কাঁদেনা।
অন্তর তাদের শিলা প্রাচীর ,হায়রে মানবতা,
তোদের জন্য ছুঁড়ে দিলাম আজকের এই কবিতা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২২

বাবুলবাদশাগ বলেছেন: জানি না আল্লাহ তাদের কবে হায়নাদের হাত থেকে মুক্তি দেবে। শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.