![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দ দেয়া নামে পরিচয়
খুব সকালে ঘুম ভাঙল একদিন ।প্রিয় জনের মিষ্টি স্বরে ভালোবাসার আলপনায় সূর্য পূর্ব আকাশে উঁকি দিতেই মেহেদী রাঙা হাতে এক কাপ সবুজ চা এগিয়ে দিয়ে মৃদু আওয়াজে বলেছিল "ওগো শুনছ" আমি অবাক হয়ে লাফিয়ে উঠে জিগ্যোস করলাম তুমি? উত্তর আরো থমকে গেলাম " সারা রাতের ভালোবাসা সকালে বুঝি পর হয়ে যার । আমি আর কিছু বলিনি শুধুই ভেবেছি বাস্তবতা যেন এরকম না হয় আমার সাথে।
©somewhere in net ltd.