![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দ দেয়া নামে পরিচয়
দূরত্বের নীরবতা, অভিমানের ভার, আর মায়ার নরম ফাঁদে কেটে গেছে চার বসন্ত।
না পূর্ণতা, না শূন্যতা—শুধু এক অন্তহীন অপেক্ষা।
প্রেম, যা বলা যায় না; শুধু অনুভবের ভারে নুয়ে থাকে।
তবুও প্রার্থনা, এই নিঃশব্দ প্রেম যেন চিরকাল অটুট থাকে—অদৃশ্য, অথচ অনড়।
২| ১২ ই জুন, ২০২৫ দুপুর ১:০৬
মারিয়া আফরিন বলেছেন: সুন্দর লিখেছেন।
৩| ১২ ই জুন, ২০২৫ দুপুর ১:৪৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা। এই নিঃশব্দ প্রেমের পরিণতি কী?
৪| ১২ ই জুন, ২০২৫ রাত ৮:৫৪
শায়মা বলেছেন: প্রেম চিরকাল অটুট থাকুক!!!
৫| ১৪ ই জুন, ২০২৫ সকাল ১১:৩৭
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০২৫ সকাল ১০:৫০
ইয়া আমিন বলেছেন: শব্দ নয়, অনুভবই এখানে মুখ্য। একান্ত নিঃশব্দ ভালোবাসার এই চিত্র আঁচরে আঁচরে ছুঁয়ে গেল হৃদয়। কিছু সম্পর্ক বোঝানোর জন্য ভাষা নয়, আত্মার নীরবতাই যথেষ্ট।