![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তাহসিব হাসান
প্রতিবাদ হোক অস্ত্রের বিরুদ্ধে,
প্রতিবাদ হোক জনতার,
প্রতিবাদ হোক ধর্মান্ধের বিরুদ্ধে,
প্রতিবাদ হোক একতার!
প্রতিবাদ হোক আঁতাতের বিরুদ্ধে,
প্রতিবাদ হোক মানবতার,
প্রতিবাদ হোক খুনিদের বিরুদ্ধে,
প্রতিবাদ হোক সততার!
জেগে উঠুক জনতা,
জেগে উঠুক একতা....
০১ লা মে, ২০১৮ রাত ২:৩৬
তাহসিব বলেছেন: ধন্যবাদ
২| ৩০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৪
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আমার সুরে সুর মিলায়ে বলতে চাই.....
"প্রতিবাদ হোক মিথ্যা তথ্য প্রচারের
প্রতিবাদ হোক অন্যায়ের।
প্রতিবাদ হোক ভোজালের
প্রতিবাদ হোক নোংরা রাজনীতির"
আমার ব্লগে নিমন্ত্রণ।
০১ লা মে, ২০১৮ রাত ২:৩৭
তাহসিব বলেছেন: অবশ্যই যাবো। যদিও আমি সময় পাই না। ব্লগিং ছেড়ে দিয়েছে।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৮
কাওসার চৌধুরী বলেছেন: আপনার দুইটা পোস্ট এক সাথে। ছড়াটি চমৎকার হয়েছে।
০১ লা মে, ২০১৮ রাত ২:৩৮
তাহসিব বলেছেন: ৩ টা প্রায় একসাথে। এগুলো আগেই লেখা ছিল ফেসবুকে। সেখান থেকে এনে দিয়েছি।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৭
কানিজ রিনা বলেছেন: চল চল চল উর্ধ গগনে বাজে মাদল
অরুন প্রাতের তরুন দল চলরে চলরে চল।
ঊষার দোয়ারে হানিয়া আঘাত আমরা আনিব
রাঙা প্রভাত আমরা টুটাব তীমীর রাত
বাধাঁর বিন্দাচল। চল চল চল। নজরুল।
তরুনরা গর্জে উঠুক ভোট দখলদার
অন্যায়ের দূর্নীতির ধর্ষকের জঙ্গীর
চাঁদাবাজীর চোর বাটবারের বিরুদ্ধে।
ধন্যবাদ কবিতা সুন্দর হয়েছে।
০১ লা মে, ২০১৮ রাত ২:৪৩
তাহসিব বলেছেন: অসাধারণ
৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: প্রতিবাদ কেউ করতে চায় না। বিশেষ করে সাধারন মানুষ। ছাত্ররা মাঝে মাঝে প্রতিবাদ করে। তবে সব ছাত্র না।
০১ লা মে, ২০১৮ রাত ২:৪৩
তাহসিব বলেছেন: হুম, সত্য!
৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪০
বিজন রয় বলেছেন: বাংলাদেশের মানুষ এখন কোমরভাঙা, তাই কেউ প্রতিবাদ করেন না।
তবে কবিতায় আগুন আছে।
+++
০১ লা মে, ২০১৮ রাত ২:৪৪
তাহসিব বলেছেন: ধন্যবাদ দাদা!
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৯
ব্লগ মাস্টার বলেছেন: সাব্বাস ।