নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

এবারো পার পাবে রানা প্লাজার মালিক

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪

এমন শোকভূল সময়ে রাষ্ট্র পতি শপথ গ্রহন করলেন।রানা প্লাজায় ম্ৃতের সংখ্যা বাড়ছে।সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত লাশের সংখ্যা ১৩৮।আগামীকাল রাষ্ট্রিয় শোক ঘোষনা করা হলেও কোন কিছু বন্ধ থাকবে না।বি এন পি থেকেও হরতাল প্রতাহার করা হয়েছে।

আগামীকাল কালো পতাকা উত্তেলন করা হবে,কালো ব্যাজ ধারন করা হবে।প্রেস ক্লাবের সামনে মানবন্ধন সহ নানান রকম কর্মসূচি পালন করার মধ্য দিয়ে শোকময় করা হবে দিনটি।



২০০৫ সালে সাবারে স্পেকট্রাম গার্মেন্টস ধ্বসে ৮১ জন মারা যায়।সে ঘটনায় পার পেয়ে যায় মালিকরা।তাজরীন গার্মেন্টস ট্রাজেডিতেও পার পেয়ে যায় মালিকরা।রানা প্লাজা ভবন ধ্বসেও মালিকরা পার পেয়ে যাবে এটা পরিষ্কার বিষয়।তাহলে শ্রমিকেরা দিনের পর দিন ঘাম দিয়ে মালিকদের সম্পদের পাহাড় গড়ে দিয়ে লাশ হবে?



নিহতদের পরিবারকে ২০ হাজার ও আহতদের ৫ হাজার টাকা দেবার ঘোষনা দিয়েছে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্তরাণালয়।একেকটি লাশের মূল্য দাঁড়ালো নগদ ২০ হাজার টাকা।



গার্মেন্টস থেকে প্রতি বছর আয় হয় ২০ মিলিয়ন ডলার।

তাজরীন গার্মেন্টসে বেঁা যাওয়া শ্রমিক সুমি একনো আমেরিকাতে ক্ষতি পূরনের দাবি আদায়ের প্রতিনিধিত্ব করছে।



উদ্ধার কাজ শেষ হতে নাকি এখনো ৪-৫ দিন লাগবে!!!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

ইলিয়াছ রাইয়ান বলেছেন: এই আমার লজ্জা আমাদের লজ্জা

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮

বাকরুদ্ধ আমি বলেছেন: রামপালে বিদ্যুত কেন্দের কাজকে আড়াল করতে এই ভবন ধসিয়ে দিয়ে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হয় নি তো ?

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২১

জাহিদ ১৯৯ বলেছেন: আজ হোক কাল হোক রানা প্লাজা ইস্যু হয়ে দাঁড়াবে বিরোধী দল ও সরকারী দলের কাছে।রামপাল চাপা পরতেও পারে।মিথ্যা কিছু নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.