![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহরাব হাসান
সময়ের সাথে সাথে শত্রু বন্ধু হয়ে যায় আর বন্ধু হয়ে যায় শত্রু।
আপনি যেটাই খান না কেন তা দু নম্বর, রাষ্ট্র আপনাকে ঠকাচ্ছে।আপনি গান শোনেন,কি গান শোনেন?
এইটা আপনার ব্যক্তিগত পছন্দের থাকতে পারে না।
আপনি সিনেমা দেখেন,কি সিনেমা দেখেন?
এখনেও আপনার ব্যক্তি গত পছন্দ থাকতে পারে না।
এক শিল্পী দর্শকের সাথে লিয়াজু করবে না দর্শক শিল্পীর সাথে।
আপনার সিনেমা দেখা রাষ্ট্র নির্ধারন করে দিবে না আপনি?
আপনি বিবাহ অথবা নিকাহ করলে রাষ্ট্র নির্ধারন করে দিবে না আপনি নির্ধারন করবেন?
এখনে রাষ্ট্র যেমন প্রেম প্রেমিকা নির্ধারন করে দেয় ঠিক তেমনি নির্ধারন করে দেয় ঘরের বউ।
আপনি প্রেম করলে আপনার যোগ্যতার মাপকাঠি বাইক, কেফসি, আই ফোন, ব্রান্ডিং করা শার্ট প্যান্ট ব্লা ব্লা ব্লা।
বিবাহ করার যোগ্যতা সার্টিফিকেট , চাকুরিতে কতটাকা ঘুষ খান ব্লা ব্লা।
রাষ্ট্র আপনাকে ভোগ লালসা শাষন শোষন ইত্যাদির নির্ধারন করে দিয়ে সকল ক্ষেত্রে হস্তক্ষেপ করছে।
একজন পরিচালক সিনেমা বানানোর ক্ষেত্রে কার সাথে লিয়াজু করে সিনেমা বানাবে?
অবশ্যই দর্শকের সাথে না করে রাষ্ট্রের সাথে করবে।
রাষ্ট্রের সাথে লিয়াজু না করে সিনেমা বানানো রাষ্ট্র দ্রোহিতা সেক্ষেত্র যাদের আপনি বন্ধু ভাবতেন তারা আপনার শত্রু।যদি তারা রাষ্ট্রর মধ্য থেকে রাষ্ট্রের সাথে লিয়াজু করে থাকে।
আপনি একা নন আপনার আশে-পাশে সামনে-পিছনে অনেক আছে যারা প্রতিনিয়ত রাষ্টোদ্রোহিতা করে যাচ্ছে যাদের দেখে সাহস পাবেন উৎসাহ বেড়ে যাবে।
হয়তো কোন একদিন দেখবেন তার নেই, রাষ্ট্রের সাথে লিয়াজু করে আপনার শত্রু হয়ে গেছে।
©somewhere in net ltd.