![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহরাব হাসান
তুমি কি জোর দিয়ে বলতে পার ভারতের নাটক ফাটক মুন্নি শিলার সুরসুরি মার্কা সিনেমাই ভারতীয় কালচার?টিভি সিরিয়াল কিংবা সিনেমার রমরমা ব্যবসা পুঁজিপতিদের কারখানা স্বরুপ।শ্রমজীবিদের উপর নির্যাতন পুঁজিপতিদের কালচার যেটা সিনেমার মধ্যদিয়ে বিশ্বব্যাপী বজায় আছে।সেটা আমাদের দেশের বলো কিংবা হলিউড বলিউড ।ভারতীয় সিনেমা বা সিরিয়াল বাংলা কালচারকে গ্রাস করে ফেলল কিংবা ভারতীয় কালচার বাংলাদেশে প্রবেশ করছে এই ধারণা সম্পূর্ন ভিত্তিহীন।আসলেই কি ভারতীয় কালচার কে এই শিলা পাগলু সিরিয়ালে প্রতিনিধিত্ব করছে? এসব সিনেমা ছাড়া আর কোন সিনেমা আসছে না? মৃণাল,জন আব্রাহাম বুদ্ধদেব বসুর সিনেমা কি বাংলাতে আসেনি। এখন প্রশ্ন হলো এসব শিলা জাওয়ানি গিলছে কারা? যারা গিলছে দোষ কি তাদের? এসব গেলা পাবলিকের নিকট কি এইসব বুদ্ধিজীবি দেশীয় কালচার করে করে মাথা চুলকাচ্ছে তারা কি কালচার কি তুলে ধরেছেন? আসলেই বলতে হয় দেশীয় কালচার বলতে কি? আমারতো মনে হয় যেখানে মানুষ থাকে,যেখানে মানুষ কাজ করে ,যেখানে মানুষের অনুভূতি আছে।
২| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:৩৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ রাত ১১:৩২
িনষ্ঠুর বলেছেন: ভাদা আলার্ট