![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহরাব হাসান
খুবই ভালো লাগলো।একেবারে জয় জয় কার।আমাদের সন্তান খুবই ভালো উপমা হতে পারে।যারা বানাইছে তারা টেকা পয়সা কামাইয়া সৌদি আরবে গিয়া বাড়ি না বানাইলেই হয়।দেশের টাকা,দেশীয় সংস্কৃতি বেঁচে থাকুক।আসলে আমি বুঝি না আমি ক্যান আমার বাপো বুঝে না দেশীয় সংস্কৃতি কি?তুমি বাছা বুঝলাম হিন্দী সিনেমারে ঘৃনা করতেছো।বাছা তুমি কি সত্যই খালি বাংলা গান শুনো?তোমার ঘরে জি বাংলা চলে নাতো?কিংবা তোমার রং ফর্সা করা ক্রীম বাংলাদেশে তৈরি তো?
অনেকের কাছে একটা জিনিস শুনতেছি-
আমরা আমাদের দেশীয় সিনেমা দেখছি।ভালো মানের সিনেমা।শিলা মুন্নি নান্ডি ফাস্টির চেয়ে আমাদের পোড় খাওয়া পোড়ামন সিনেমা অনেক ভালো।ভালোই তো।খারাপ আবার কেডায় কইছে?
কিন্তু বাছা কথা হলো ভারতীয় নান্ডি ফস্টি আর আমাদের দুটোই তো ব্যবসা করে।দুটোই আগ্রাসন,ভালো মানের আগ্রাসন।
কথা হলো কি আগ্রাসন?
- এককথায় উত্তর মানুষের মোহ গ্রস্থ করার আগ্রাসন।তাহলে সিনেমা কি টাইপের হতে হবে ম্যারম্যারা?আরে বাছা ইরানের দিকে তাকাও ওদের সিনেমা কি ব্যবসা করতেছে না?
আপনি এখন বলবেন সিনেমা বানামু,দেখবো কেডায়? আরে বেটা ডিরেক্টরের মায়েরো বাপ দর্শকের চিন্তা করতে তোরে কেডায় কইছে?
কোন কবি কি কোন পাঠকের চিন্তা করে কবিতা লেখে কিংবা কোন উপন্যাসিক?
দেশীয় সিনেমা দেশীয় সংস্কৃতি কি আমারে একটু বুঝাতো।দেশীয় সংস্কৃতি কি?যে কারনে প্রচত্যা ঘৃনা ঠিক একই কারণে পোড়ামন কেও।
২| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৫৮
জাহিদ ১৯৯ বলেছেন: কি মানে?
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
বেকার যুবক বলেছেন: মানে কি?