নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

রবি শর্ট ফিল্ম প্রতিযোগিতা না রবির বিজ্ঞাপন প্রসারঃ

২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৫



গত বেশ কিছু দিন ধরে রবির একটা লোভনীয় পোষ্ট কয়েক হাজার লাইক আর শেয়ার হওয়া দেখে অনেকের মতো আমারো বিষয়টা নজর কাড়ে।

শর্ট ফিল্ম প্রতিযোগীতায় জিতলেই ৩ লাখ টাকা মূল্যের ক্যামারে পাওয়া যাবে।বাহ! একেবারে সূবর্ন সুযোগ।কিছুতেই এই অফার মিস করা যাবে না।লোকজন হুমড়ি খেয়ে পরলো এই প্রতিযোগিতায়।সবাই এই পোষ্ট শেয়ার করতে থাকলো।অনেকে ক্যামেরা নিয়ে ফিল্ম বানাতে হুড়োহুড়ি শুরু করে দিয়ে নিজের ক্রিয়েটিভিটি নামক মাথার পোকাকে রবির পিছনে লাগালো।

ধুমছে শর্ট ফিল্ম বানাইয়ে রবির নির্ধারিত পেজে আপলোড করা সমাপ্ত হবার পর শুরু হল লাইক ভিক্ষা।এই প্রতিযোগিতায় বিচারক ফিল্ম দাতা নিজেই।নিজে যত তার শর্ট ফিল্মের পেজে লাইক কামাইতে পারবে সে তত ৩ লাখ টাকার ক্যামেরার কাছা কাছি যেতে পারবে।

এখানে লাইক দেবার নানান রকমের ফন্দি ফিরিঙ্গি।এ পেজে লাইক দাও ও পেজে লাইক দাও।



মাননীয় ফিল্ম মেকার গুষ্ঠ,

আপনারা যে অতি লোভে তাতি নষ্ট স্বরুপ ফিল্ম বানাইছেন তাহা কি বানাইছেন আপনার নিজেই জানেন না।যদি জানতেন তাহলে লোকজনের নিকট লাইক ভিক্ষা করিয়া বেড়াইতেন না।

এই প্রতিযোগিতা করে রবির কি লাভ স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসতে পারে।অনেক পীরজাদা ফিল্ম মেকার উত্তর দিয়েছেন এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের সোনার দেশে কিছু গোল্ডেন ফিল্ম মেকারের পয়দা হবে তাতে করে দেশে ফিল্ম মহল আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে।

রবির এই প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেকে বিজ্ঞাপিত করছে না?এখন প্রশ্ন হল রবির প্রসারের জন্য এই বিজ্ঞাপন কতটুকু প্রয়োজন?রবি তার প্রসারের জন্য বিজ্ঞাপনের পিছনে মোটা আংকের টাকা ঢালে।তাহলে ফেসবুকে এমন মহতি প্রতিযোগিতার আয়োজন কিসের জন্য?

বর্তমান পাবলিক রিলেশনের জন্য ম্যান টু ম্যান ক্যানেকশনের উত্তম মাধ্যম হল ফেসবুক।আর রবি চটি ফিল্ম মেকার দ্বারা নিজেকে প্রসার করে নিচ্ছে।



যদি লাইকের ভিত্তিতেই ফিল্ম প্রতিযোগিতা হয়।তাহলে রবির নিকট আকুল আবেধন ফিল্ম প্রতিযোগিতায় ফিল্ম শব্দটি তুলে দিয়ে শুধু মাত্র লাইক প্রতিযোগিতা রাখরুন।কে কতটুকু লাইক কামাইতে পারেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এইটাই তো স্বাভাবিক.........


রবি ৩ লাখ টাকা খামোকা কেন দিবে????????

তাদের বিজ্ঞাপনের জন্যই।

২| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩০

জাহিদ ১৯৯ বলেছেন: কথাটা রবির উপর না।যারা রবির এই বিজ্ঞাপনী ফাঁদে পা দিয়ে লাইক নিয়ে মাতম শুরু করছে তাদের উপর।রবি করতেই পারে ব্যাপারটা খুবই স্বাভাবিক।কিন্তু অস্বাভাবিক তখনই যখন রবি ফিল্ম ফেস্ট করতে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.