![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহরাব হাসান
কেউ পথশিশুগোর মাঝে আম বিলি করে নিজেরে হিট করে।মহান ভাবে।ভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে।ফরমালিন হোক বা অফরমালিন হোক কেউ কেউ আবার প্রশ্ন উঠাতে পারে পথশিশুগো আম দিয়ে ভোগবাদী করে তুলছে।শ্রমিক এর সাথে পুঁজিবাদিদের দ্বন্দ ইত্যাদি ইত্যাদি।
কেউ ইউনুসরে চ্যাটের বাল বলে মহা ক্রিটিক হয়ে যায়।
কেউ আবার সন্ধ্যা বেলায় সংসদ দেইখা চুদুর বুদুর নিয়া ভাষাবিদ সাজে।
সবখানেই হিট হবার প্রবনতা।চারদিকে হিট আর হিট।
আমি শালা গ্যাসের চুলার পাশে দাঁড়িয়ে নিজে নিজে হিট হই।
২| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:০৩
জাহিদ ১৯৯ বলেছেন: ভালো বলেছেন, শুভ কামনা আপনার জন্য
৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:০৭
লিঙ্কনহুসাইন বলেছেন: পথশিশুগোর মাঝে আম বিলি করেছে যারা তাদের হাজার সালাম জানাই ।
অন্য প্রসঙ্গ নিয়ে পোষ্ট দিতে পারতেন ! নিজে তো কিছুই করবেননা আবার অন্যরা করলে বদনাম করেন ।
আপনি যে একটা আবুল ব্লগার তায় আর বুঝার বাকি নাই ।
৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ২:২৪
জাহিদ ১৯৯ বলেছেন: আপনার জন্যেও শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:১৯
নিয়েল হিমু বলেছেন: পথ শিশু গুলো এমন অনেকেই আছে যারা আমটা কিভাবে খেতে হয় এটাই জানে না । আস্ত একটা বড় আম যেটাতে কেউ ভাগ বসাবে না হাতে পেলে তাদের উজ্জল চোখ দুটোর কি রূপ দেখা যায় তা আপনি কোন দিন দেখবেন না ।
এনি ওয়ে কেউ আপনার লেখা বা কর্ম কান্ড না খাইলে কি আর করবেন চুলার পাসে খারায়াই হিট হন ।