নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

জিপির নতুন বিজ্ঞাপন, জাত গেল জাত গেল---

২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১১



একটি মেয়েকে একজন মাঝ বয়সী লোক ফলো করতে থাকে । প্রথম দিকে দেখে মনে হয়েছে একজন মাঝ বয়সী লোক একটি মেয়েকে ডিস্টার্ব করছে । স্বাভাবিক ভবেই নানান রকমেরপ্রশ্ন উদ্ভব হয় । কি করে একজন বাবার বয়সী লোক, মেয়ের বয়সী মেয়েকে ডিস্টার্ব করছে । শেষের দিকে গিয়ে দেখা যায় ঐ লোকটির আসলে ওইটা মেয়েই ছিল । এই হল জিপির বিজ্ঞাপন ।

বহু পূর্বে মানুষের কামনা বোধ বাসনা ইত্যাদি স্বাভাবিকতা থেকে ভেঙ্গে দিয়ে ভোগবাদী সমাজে আঘাত করার জন্যই নানা রকমের পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে । বিজ্ঞাপনে ভিন্ন কিছু আরো ভিন্ন কিছু দেখিয়ে ভোক্তাদের বোকা বানানোর কায়দা বহু আগের । মাছের রাজা ইলিশ, বাতির রাজা ফিলিপস,রবির এবার হবেই । সাম্প্রতিক কাউয়ার চর ইত্যাদি নানান রকমের ভিন্নতর আইডিয়া নিয়ে বিজ্ঞাপন নির্মান করে ভোক্তা বোকা বানানো কায়দায় জিপির নতুন বিজ্ঞাপন একেবারেই অন্যরকম । বলতে গেলে সুরেলিজম । প্রচলিত ধ্যান ধারনা, সামাজিক যে বাস্তবিকতা সেসব দিক বিবেচনা করলে একজন পুরুষ একজন মেয়ে প্রতিনিয়ত ইভটিজিং সহ নানা ভাবে শারিরিক মানুসিক আঘাত করে আসছে । স্বাভাবিক ভাবে জিপির এই বিজ্ঞাপন দেখে ইভটিজিং ই মনে হয়েছিল, তাও আবার প্রচলিত সমাজ বাস্তবতার বাহিরে থেকে । শেষের বিজ্ঞাপনের তেলেসমাতিতে পাসার দান উল্টে গিয়ে ইভটিজার বাবা হয়ে গেলো ।

সাবাস জিপি, সাবাস । হয়তো দেখতে হবে মায়ের বয়সী কোন মেয়েকে কোন পিচ্ছি ছেলে পিছন পিছন ইভটিজারের মত ঘুরতে ঘুরতে শেষে গিয়ে দেখা যাবে সে মা বলে ডাকছে ।

জিপির বিজ্ঞাপনকে নিন্দা জানাই । বন্ধ হোক জিপির এই বিজ্ঞাপন ।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

মুরশীদ বলেছেন: ++++্

২| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবচে বিরক্তির লাগে শেষে বাবা যখন টেলিফোন মেয়ের জন্য উদগ্রীব মেয়ে ঝাঝালো কন্ঠে উত্তর দেওয়া!!!!

শ্রদ্ধা পিতৃ ভ্ক্তির বিপরীতে অসহিষ্নুতার কি দারুন শিক্ষা!!!!!

২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

জাহিদ ১৯৯ বলেছেন: হা.............

৩| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

জাহিদ ১৯৯ বলেছেন: :( :( :( :(

৪| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

শিপু ভাই বলেছেন:
এখনো দেখি নাই।

৫| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:


লু মজা পাইলাম -

বিজ্ঞাপনটি বাস্তবিক কন্সার্ন থেকে করা হইছে - এইখান ইভটিজিং মাইরা দিলেন লু রে লু -




আপনার অবজারভেশন পাওয়ার তো আওমীলীগ টাইপের

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৪০

জাহিদ ১৯৯ বলেছেন: আপনিই প্রমান দিচ্ছেন আপনিই আওয়ামীলীগ

৬| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ছািব্বর বলেছেন: টাকা ভাই টাকা । এইসকল বিকৃত মানষিকতার লোকদের টাকার দরকার , নীতি নয় । সমাজ চুলোয় যাক, এদের টাকা পেলেই হল ।

৭| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

আহলান বলেছেন: দেখি নাই

৮| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৭

sohagamin বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: সবচে বিরক্তির লাগে শেষে বাবা যখন টেলিফোন মেয়ের জন্য উদগ্রীব মেয়ে ঝাঝালো কন্ঠে উত্তর দেওয়া!!!!

শ্রদ্ধা পিতৃ ভ্ক্তির বিপরীতে অসহিষ্নুতার কি দারুন শিক্ষা!!!!!

৯| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৫

বাংগাল গাজী বলেছেন: হ আমরা আমরাই তো। নাচমু, গামু, বন্ধু বানামু, কান্না দেখামু, ভাঁড়ামি করুম। শেষে দেশটার পুটূ মাইরা টাকা গুলান ওদের হাতে তুইলা দিমু। এটাই নব্য ইংরেজীয় কায়দা (ইস্ট ইন্ডিয়া কোম্পানির মত)।

১০| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:১০

একজন ঘূণপোকা বলেছেন: দেখি নাই।

১১| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪২

কামরুল ইসলাম রুবেল বলেছেন: বাবার সাথে মেয়েটার কথোপথনকে চরম বেয়াদবী বলে মনে হচ্ছিল। আমি যদি আমার বাবার সাথে এভাবে কথা বলতাম কোনদিন তাহলে কনফার্ম কান ধরে বাড়ি থেকে বের করে দিত।

২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৪

জাহিদ ১৯৯ বলেছেন: হুম

১২| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৭

বিভ্রান্ত মানুষ বলেছেন: বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:


লু মজা পাইলাম -

বিজ্ঞাপনটি বাস্তবিক কন্সার্ন থেকে করা হইছে - এইখান ইভটিজিং মাইরা দিলেন লু রে লু -




আপনার অবজারভেশন পাওয়ার তো আওমীলীগ টাইপের
বিকারগ্রস্থ মস্তিস্ক ar matha asholaie gse
বিকারগ্রস্থ মস্তিস্ক akta abal

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.