নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

নির্বাচিত ফেসবুক তন্ত্র : একটি রম্যরচনা

২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

দিন দিন যেভাবে রাজনৈতিক দল

গুলোর প্রচার - প্রসার,

জনপ্রিয়তা,ভাবমূ

র্তি রক্ষার্তে ফেসবুক

যেভাবে ব্যবহার হচ্ছে ,

তাতে অদূর ভবিষ্যতে লাইক আর

কমেন্টসের ভিত্তিতে সরকার

নির্বাচিত হলেও অবাক হওয়ার

থাকবে না .

নারী পুরুষ শিশু বৃদ্ধ আবাল বৃদ্ধ

বনিতা সকলের লাইক বাটনে ক্লিকের

মাধ্যমে সকলেই ভোট প্রদান

করতে পারবেন ।

ভোট তখন নাগরিক অধিকার

না থেকে নিজের

খেয়ালখুশিহয়ে যাবে । নির্বাচিত

গণতান্ত্রিক সরকার না বলে ফেসবুক

তান্ত্রিক সরকার হতে পারে ।

নাগরিক সকল অভিযোগ

দাবী ইত্যাদি নির্বাচিত ফেসবুক

তন্ত্রের অফিসিয়াল পেজে সবাই

লিখতে পারেন ,তাতে করে সরকার

আর জনগনের মধ্য স্বচ্ছত ও

জবাবদিহিতার জায়গাটা পরিষ্কার

হয়ে যাবে।

নির্বাচিত ফেসবুক তন্ত্র প্রতিষ্ঠার

জন্য প্রথমেই যেটা দরকার

তাহলো ফেসবুক একাউন্ট। একজন

ব্যক্তি একাধিকবার ভোট

দিতে পারেন সেক্ষেত্রে তার

একাধিক ফেসবুক একাউন্ট

থাকতে হবে।

মারহাবা ফেসবুক,মারহাবা ফেসবুক

তন্ত্র।

তবে নির্বাচিত ফেসবুক তন্ত্র লাইক

কমেন্টস না ফলোয়ারের

ভিত্তিতে হবে তা নির্ধারন

করে দিবে নির্বাচিত ফেসবুক কমিশন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.