![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহরাব হাসান
শেষে বেচে থাকাটাই লাভ -
হিন্দী গানের পালা বদলের হাওয়ায় নাচছে আমার প্রজন্ম। নাচতে না জানলে উঠান বাকা,প্রবাদটা ভূল প্রমান করতে গিয়ে প্রজন্ম আমার উঠান ছাড়াও বাসে,পার্কে,অফিসে,নিজের ঘরে ,ডিজে পার্টিতে নাচতে ব্যস্ত। প্রজন্ম আমার প্রমান করেই ছাড়বে তারা নাচতে জানে,উঠান আসলে বাকা না ।
প্রজন্ম হেড ফোন কানে লাগিয়ে রাস্তায় বেড়োয়।
পালা বদলের হাওয়া প্রজন্মের গায়ে নতুন করে যোগ হয়েছে লুঙ্গি ড্যান্স। আগে যেখানে শিলা জাওয়ানী নান্ডি ফস্টি ছিলো ।
প্রজন্মের ঘুম ভাঙ্গে লুঙ্গি ড্যান্স শুনে । প্রজন্ম রাস্তায় চলে লুঙ্গি ড্যান্স নিয়ে ,প্রজন্ম এখন দাড়িয়ে আছে লুঙ্গি ড্যান্সের উপর । প্রজন্ম আমার ঘরে ফিরে ফেসবুক খুলে রাজনীতি কপচায় । প্রজন্ম আমার ভার্চুয়ালে বিভক্ত হয়ে পরে সুশীল ফেসবুকার,কর্পোরেট ফেসবুকার,মডেল ফেসবুকার,চুতিয়া ফেসবুকার সহ নানা নামে ।
সব শেষে প্রজন্মের পরিচয় লুঙ্গি ড্যান্সার । প্রজন্ম আমার শেষে হিসাব করে বেচে থাকাটাই লাভ ।
©somewhere in net ltd.