নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

"জীবন মানেইফার্স্ট লুক :

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০১

জীবন মানেই ফার্স্ট লুক :



গতকাল রাত ১০:৩০ থেকে ১১ টার মাঝা মাঝি সময়ে ফার্মগেট থেকে ছ নম্বর বাসে চড়ে বাসাতে ফিরছিলাম। ফাকা বাস অনেক্ষন যাবত তেজগাও স্কুলের পাশে দাড়িয়ে আছে,দু এক জন করে যাত্রী উঠলেও বাস ভরতে অনেক দেরি। জানালা দিয়ে রাস্তার দিকে চোখ রাখতেই দেখলাম এক যুবতী কাপড় পাল্টাচ্ছে। তাতক্ষনিকভাবে লোভাতুর কামাতুর দৃষ্টি সহ নানা রকমের সেক্সুয়াল চিন্তা শুরু হয়ে যায়।

দৃষ্টি ফিরিয়ে নিয়ে দ্বিতীয় বার তাকাতে গিয়ে মনে হলো আমি কেন তাকাচ্ছি?

মেয়েটি প্রচলিত সোসাইটি থেকে বর্জিত।

এর জন্য আমি, আমার কামাতুর দৃষ্টি যেমন দায়ী,তেমনি দায়ী প্রচলিত সমাজ ব্যবস্থা, সর্বোপরিভাবে মৌলিক চাহিদার অভাববোধ।

মুহূর্তের মধ্যে আমার অনুশোচনা শুরু হয়ে গেলেও প্রথমবার তাকানোর যে মানসিকতা সেটা আমাকে প্রচলিত সোসাইটির প্রতিনিধিত্ব করে। যেটা আমার ভন্ড মানসিকতার বহি:প্রকাশ যা দ্বিতীয়বার শোধরানোর সুযোগ নেই ।



অনেকটা এরকম,একজনকে খুন হওয়া দেখে চূপচাপ থেকে পরবর্তি সময়ে ঐ খুন হওয়া ব্যক্তিওটা কে নিয়ে অনুশোচনা করার মত।

সিদ্ধান্তটা ফার্স্ট লুকেই। যা হবার তা, দেখাতেই প্রমান পেয়ে যায় ।



সবশেষে নিজেকে তৈরি করা জীবনের প্রত্যেকটা লুকের ফার্স্ট লুকের ভালো বিষয়টার জন্য।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫

আহলান বলেছেন: দ্বিতীয়বার না তাকিয়ে খুউব ভালো করেছেন .... মেয়েটার অসহায়ত্বের সুযোগ আপনি নেননি ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.