নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

চাঁদ উঠুক, বা নাই উঠুক আজ হরতাল । হরতালে পালনীয় কর্মসূচিঃ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭

( অবশ্যই কর্পোরেট হওয়া আবশ্যক)



১। সকাল ১২ টায় ঘুম থেকে উঠে ব্রেক সেকেন্ড খাওয়া ।

২। সকাল ১ টায় টিভির রিমোট বউয়ের থেকে ধস্তাধ্বস্তি করে নিয়ে বিজ্ঞাপন দেখতে বসা । মাঝে মাঝে খবর শোনা কোথায় কি হলো ।

৩। দুপুর ৩ টায় গোসল ও লাঞ্চিত হওয়া । বউয়ের প্যান প্যানানি শোনা বেড়াতে যেতে হবে, বেড়াতে যেতে হবে । ( মনে হয় ঈদ লাগচে । বউরে গালি দিতে গিয়ে নিজেরে দেয়া ।)

৪। দুপুর ৫ টায় এ জার্নি বাই রিকশা উইথ বউ । মগবাজার টু হাতিরঝিল ।

৫। বিকাল ৭ টা পর্যন্ত হাতিরঝিলে চটপটি ফুচকা হাকিয়ে বউ সমেত ঘরে ফেরা ।

৬। সন্ধ্যা ৯ টায় আবারো বউয়ের সাথে ধ্বস্তাধ্বস্তি । হিন্দী সিরিয়াল বনাম হরতালের খবর ।

৭। অবশেষে ঘুমের ঘোরে গিয়ে একটি সফল হরতাল পালনের হিসাব নিকাশ ।

( অবশ্যই কর্পোরেট হওয়া আবশ্যক)



১। সকাল ১২ টায় ঘুম থেকে উঠে ব্রেক সেকেন্ড খাওয়া ।

২। সকাল ১ টায় টিভির রিমোট বউয়ের থেকে ধস্তাধ্বস্তি করে নিয়ে বিজ্ঞাপন দেখতে বসা । মাঝে মাঝে খবর শোনা কোথায় কি হলো ।

৩। দুপুর ৩ টায় গোসল ও লাঞ্চিত হওয়া । বউয়ের প্যান প্যানানি শোনা বেড়াতে যেতে হবে, বেড়াতে যেতে হবে । ( মনে হয় ঈদ লাগচে । বউরে গালি দিতে গিয়ে নিজেরে দেয়া ।)

৪। দুপুর ৫ টায় এ জার্নি বাই রিকশা উইথ বউ । মগবাজার টু হাতিরঝিল ।

৫। বিকাল ৭ টা পর্যন্ত হাতিরঝিলে চটপটি ফুচকা হাকিয়ে বউ সমেত ঘরে ফেরা ।

৬। সন্ধ্যা ৯ টায় আবারো বউয়ের সাথে ধ্বস্তাধ্বস্তি । হিন্দী সিরিয়াল বনাম হরতালের খবর ।

৭। অবশেষে ঘুমের ঘোরে গিয়ে একটি সফল হরতাল পালনের হিসাব নিকাশ ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

মোমেরমানুষ৭১ বলেছেন: হা হা হা হা হা

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

স্বস্তি২০১৩ বলেছেন: খুবই মজা পেলাম! হা হা হো হো......। :P :P :P

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

হেডস্যার বলেছেন:
ধস্তাধস্তি খালি টিভি রিমোট নিয়া করলে হবে?? ;) ;)

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মজা পাইলাম।


ব্যাচেলর লাইফের কথা কন এইবার।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

ভিটামিন সি বলেছেন: ভাবছিলাম আইজকা আর লগইন ই করুম না, খালি পইড়াই যাইমু। কিন্তু পারলাম কই? আপনার জন্য লগ ইন কইরা মন্তব্য লিখতেই হইচ্ছে।

"ওই মিয়া, আপনে যে হরতাল আর বউ নিয়া ব্যাফুক গোবেসণা মুলক পুষ্ট দিলাইন, আপনেরে দেখতে তো এখনো ১৮+ ই মনে হয় না। আপনি হরতালেরই কি বুঝেন আর বিয়ারই কি বুঝেন কইনচান দেহি??? আফনার কাছে মাইয়্যা বিয়া দিছে কোন হালায়??""

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

আল ইফরান বলেছেন: হেডস্যার বলেছেন:
ধস্তাধস্তি খালি টিভি রিমোট নিয়া করলে হবে?? :-B ;) B-)) :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.