নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

বাংরেজী বৈশাখ ২০১৪

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৯

আমি ২০১৩ সালের পহেলা বৈশাখে পান্তা ভাত খাইনি।

আমি ২০১৪ সালের পহেলা ফাল্গুনে পাঞ্জাবি পরি নাই। :D



আমারা অনেকেই এভাবে

পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন ইত্যাদি তারিখগুলো ইংরেজী সন দিয়ে গনণা করে থাকি।



কারণ বাংলা সন মনে থাকেনা, শুধু ১৪০০ জিনিসটা মনে থাকে। :P



এর কারণ আমরা বাংলা সনটা ব্যবহারে অভ্যস্ত নই।

সব কিছুই ইংরেজী দিয়ে চলছে, হয়তো আগামীতে ১৩ ফেব্রুয়ারি, ১৪ এপ্রিল এভাবে দিবসগুলো উদযাপন হবে।



১৩ ফেব্রুয়ারি কি হয়?

-এইদিন হলুদ রঙের শাড়ি পরে।

১৪ এপ্রিল কি হয়?

-মানুষজন পান্তা ভাত খায়। :P



খাতা কলমে না হোক অত্যন্ত মনে রাখার জন্য হলেও বাংলা তারিখ সন ব্যবহার করতে পারি। কারণ হাজারো হোক গায়ে বাঙালি তকমাটা তো লাগানো আছে।



যাই হোক এডভ্যান্স মানে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার সরি, ইয়ে মানে দু:খিত শুভ নববর্ষ বাংলা ১৪০০..... তারপর যেনো কি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.