নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

জাহিদ ১৯৯

মেহরাব হাসান

জাহিদ ১৯৯ › বিস্তারিত পোস্টঃ

২৪ শে এপ্রিল কে রাষ্ট্রীয় শোক হিশেবে পালন করা হোক।

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩১

ইয়েমানে, রানা প্লাজা ট্রাজেডির একবছর হয়ে গেলো।

এতদিন ভুলে ছিলাম, ভুলে থাকতে হয়। পরিবেশ পরিস্থিতি ভুলে রাখতে বাধ্য করে।

হয়তো একদিন রানা প্লাজা ট্রাজেডির কথা মনেও থাকবে না।



ভুলে দেবার মত যথেষ্ট বিষয় আছে, থাকবে। অতীত ট্রাজেডি কোন ভাবেই যেনো ক্ষোভ বা অধিকার কিংবা পাওনা আদায়ের উদ্দীপক হিশেবে কাজ না করে সেইদিক দিয়েই দমিয়ে রাখা হবে। এইটাই লজিক্যাল, এটাই হবে।



রানা প্লাজা ট্রাজেডির আগে যাদের আকাঙ্খা বা স্বপ্ন ছিলো সংসার, বাবা মায়ের হাসিমুখ, একটু ভালো থাকা, দুবেলা খাওয়া। ট্রাজেডির পর বেঁচে যাওয়া তাদের শুধুই একটাই আকাংখা, বেঁচে থাকা বা একটু চিকিৎসা। এটাই সত্য। বেঁচে থাকাটাই তাদের স্বপ্ন। এই স্বপ্নে মরিচা পরে। যারা নেই, তাদের মনে রাখার দরকার নেই। যারা আছে তাদেরও না। এটাই হচ্ছে।



রানা প্লাজা ট্রাজেডি ভুলিয়ে দেয়া হবে, চাপা ক্ষোভ, অভিমান সব হারিয়ে যাবে। মনে করিয়ে দিবেনা নিজের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত মানবিকতাকে।



আমরা ভুলতে চাইনা, আমরা শোক ভুলতে চাইনা। নিজের মানবিকতা তাদের নিয়ে ভাবুক, ভাবাক।



তাই, ২৪ শে এপ্রিল কে রাষ্ট্রীয় শোক হিশেবে পালন করা হোক।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৮

জাহিদ ১৯৯ বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.